Who kills Polonius?
A
Claudius
B
Hamlet
C
Laertes
D
Fortinbras
উত্তরের বিবরণ
Polonius হলেন ডেনমার্কের রাজদরবারের প্রধান পরামর্শদাতা এবং Ophelia ও Laertes-এর পিতা। তিনি গোপনে Hamlet ও Gertrude-এর কথোপকথন শুনতে Gertrude-এর কক্ষে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়েন।
Hamlet যখন কক্ষে ঢোকে ও তার মা Gertrude-এর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তখন সে আচমকা পর্দার পেছনে কিছু নড়াচড়া টের পায়। সে ভাবে, সেখানে হয়তো King Claudius লুকিয়ে আছে, তাই কোনো চিন্তা না করেই তরবারি দিয়ে আঘাত করে দেয়। কিন্তু পর্দার পেছনে ছিলেন Polonius, এবং সেই আঘাতে তার মৃত্যু হয়।
এটি Shakespeare-এর "Hamlet" নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, কারণ এটি Hamlet-এর প্রতিশোধপরায়ণতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি দেখায়।
সংক্ষিপ্তভাবে: Hamlet ভেবে ছিলেন Claudius পর্দার পেছনে লুকিয়ে আছে, তাই তরবারি চালান এবং Polonius ভুলবশত নিহত হন।

0
Updated: 2 months ago
Who says the famous line, “We are such stuff / As dreams are made on” in “The Tempest”?
Created: 1 month ago
A
Ariel
B
Caliban
C
Prospero
D
Ferdinand
প্রসপেরো বলেন মানুষের জীবন স্বপ্নের মতো ক্ষণস্থায়ী। এই লাইন The Tempest নাটকের কেন্দ্রীয় থিম—অস্থায়ী জীবন ও ভ্রম।

2
Updated: 1 month ago
What is Ferdinand asked to do in The Tempest, Act III?
Created: 6 days ago
A
Sing a song
B
Write a poem
C
Dance
D
Fetch wood for fuel
ফার্ডিনান্ডকে ‘The Tempest’-এর তৃতীয় অঙ্কে প্রসপেরো তার ভালোবাসার পরীক্ষা হিসেবে কঠোর পরিশ্রমে নিযুক্ত করে। তাকে আদেশ দেওয়া হয় জ্বালানি হিসেবে কাঠ সংগ্রহ করতে। এই শ্রমের মাধ্যমে প্রসপেরো যাচাই করতে চায় যে ফার্ডিনান্ডের মিরান্ডার প্রতি ভালোবাসা সত্যিকারের কিনা।
-
প্রসপেরো ইচ্ছাকৃতভাবে ফার্ডিনান্ডের ওপর ভারী কাজ চাপিয়ে দেয়, যাতে সে কেবল কথায় নয়, কর্মে তার ভালোবাসা প্রমাণ করতে পারে।
-
ফার্ডিনান্ড বিনা অভিযোগে কাঠ বহন করতে থাকে, যা তার ধৈর্য, নিষ্ঠা ও আন্তরিক ভালোবাসার পরিচয় দেয়।
-
এই পরিশ্রমই পরবর্তীতে তার ও মিরান্ডার সম্পর্ককে আরও দৃঢ় ও আন্তরিক করে তোলে।

0
Updated: 6 days ago
Who says "Et tu, Brute?" in Shakespeare’s play?
Created: 1 month ago
A
Julius Caesar
B
Macbeth
C
Othello
D
Cassius
Julius Caesar
-
রচনা: William Shakespeare, Historical Play & Tragedy
-
লেখা: 1599–1600, প্রকাশ: 1623 (First Folio)
-
মূল বিষয়: রাজনৈতিক ষড়যন্ত্র ও Caesar-এর হত্যা
-
ঘটনা: Brutus সহ ষড়যন্ত্রকারীরা Caesarকে March-এর Ides-এ হত্যা করে
-
Famous line: "Et tu, Brute?" (“তুমিও, Brutus?”)
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon; মৃত্যু: 23 April 1616
-
পরিচয়: English poet, dramatist, actor; Bard of Avon
-
মোট রচনা: 37 plays, 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night’s Dream
-
Poems: Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis
Other Famous Quotes
-
"Cowards die many times before their death."
-
"The greatest enemy will hide in the last place you would ever look."

0
Updated: 1 month ago