A
Claudius
B
Hamlet
C
Laertes
D
Fortinbras
উত্তরের বিবরণ
Polonius হলেন ডেনমার্কের রাজদরবারের প্রধান পরামর্শদাতা এবং Ophelia ও Laertes-এর পিতা। তিনি গোপনে Hamlet ও Gertrude-এর কথোপকথন শুনতে Gertrude-এর কক্ষে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়েন।
Hamlet যখন কক্ষে ঢোকে ও তার মা Gertrude-এর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তখন সে আচমকা পর্দার পেছনে কিছু নড়াচড়া টের পায়। সে ভাবে, সেখানে হয়তো King Claudius লুকিয়ে আছে, তাই কোনো চিন্তা না করেই তরবারি দিয়ে আঘাত করে দেয়। কিন্তু পর্দার পেছনে ছিলেন Polonius, এবং সেই আঘাতে তার মৃত্যু হয়।
এটি Shakespeare-এর "Hamlet" নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, কারণ এটি Hamlet-এর প্রতিশোধপরায়ণতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি দেখায়।
সংক্ষিপ্তভাবে: Hamlet ভেবে ছিলেন Claudius পর্দার পেছনে লুকিয়ে আছে, তাই তরবারি চালান এবং Polonius ভুলবশত নিহত হন।

0
Updated: 3 weeks ago
What is the purpose of showing the eight kings in the witches’ vision?
Created: 2 weeks ago
A
To predict Macbeth’s victory
B
To warn of Malcolm’s return
C
To show Banquo’s royal lineage
D
To curse Macduff
ডাইনিরা Macbeth-কে আটজন রাজা দেখায়, যারা Banquo-র বংশধর। এটি প্রমাণ করে যে ভবিষ্যদ্বাণী সত্য—Macbeth রাজা হলেও তার উত্তরাধিকার চিরকাল টিকবে না, বরং Banquo-র রক্তই রাজবংশ চালাবে।

0
Updated: 2 weeks ago
Why does Othello secretly marry Desdemona at the beginning of the play?
Created: 2 weeks ago
A
To defy Brabantio
B
Because of true love
C
For wealth and power
D
For military advantage
ওথেলো এবং ডেসডিমোনা প্রেমের কারণে গোপনে বিবাহ করে। ডেসডিমোনা তার বীরত্বের গল্পে মুগ্ধ হয়েছিল এবং ওথেলো তার সহানুভূতিকে ভালোবেসেছিল। সমাজ ও পরিবারের বিরোধিতা এড়াতে তারা গোপনে বিয়ে করে। এভাবেই নাটকের মূল সংঘাত শুরু হয়।

0
Updated: 2 weeks ago
Lear is king of what country?
Created: 6 days ago
A
Scotland
B
Britain
C
France
D
East Anglia
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
King Lear – Kingdom and Territories
-
King Lear: King of Britain
-
Division of Kingdom: Lear divides his kingdom between his two sons-in-law:
-
Duke of Albany – representing Scotland
-
Duke of Cornwall – representing a region in England
-
-
Authority: Lear’s rule extends over both major territories, making him the ruler of the whole island of Britain.
-
Other Locations: Territories like France are treated as separate, foreign kingdoms.

0
Updated: 6 days ago