সমাধানঃ
অতএব,
উত্তর:
২/৫ এর ২৫% সমান কত?
A
০.১
B
০.২
C
০.৩
D
০.৪
উত্তরের বিবরণ
0
Updated: 15 hours ago
M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যার গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত হবে?
Created: 1 week ago
A
(A+B)/2
B
(MM +BN)/2
C
(AM+BN)/(M +N)
D
(AM +BN)/( A+B)
প্রশ্নঃ M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যার গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত হবে?
সমাধানঃ
ধরা যাক, প্রথম M সংখ্যার গড় = A
অতএব, প্রথম M সংখ্যার যোগফল = M × A
এখন, পরের N সংখ্যার গড় = B
অতএব, পরের N সংখ্যার যোগফল = N × B
সবগুলো সংখ্যার মোট যোগফল = MA + NB
সবগুলো সংখ্যার মোট সংখ্যা = M + N
অতএব, সবগুলোর গড় =
= মোট যোগফল ÷ মোট সংখ্যা
= (MA + NB) ÷ (M + N)
উত্তরঃ (AM + BN)/(M + N)
0
Updated: 1 week ago
0÷0 = কত?
Created: 3 days ago
A
0
B
1
C
অনির্ণেয়
D
0.0
শূন্য দিয়ে শূন্য ভাগ করা একটি বিশেষ ধরনের গাণিতিক অবস্থা, যা অনির্ণেয় বা indeterminate হিসেবে পরিচিত। এটি কারণ সাধারণ ভাগের নিয়ম এখানে প্রযোজ্য হয় না।
• শূন্য দিয়ে কোনো সংখ্যা ভাগ করলে ফল হয় শূন্য, কিন্তু যখন ভাগ করার ভাগফলও শূন্য হয়, তখন আমরা কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করতে পারি না।
• যদি আমরা ধরে নেই 0 ÷ 0 = x, তাহলে x × 0 = 0 হতে হবে। এই সমীকরণ সব সংখ্যার ক্ষেত্রে সত্য, তাই কোনো নির্দিষ্ট মান ঠিক করা যায় না।
• গণিতে এটি অনির্ণেয় হিসাবে চিহ্নিত করা হয় এবং কোনো নির্দিষ্ট সংখ্যা হিসেবে ব্যাখ্যা করা যায় না।
• বাস্তব জীবন বা হিসাবের ক্ষেত্রে 0 ÷ 0 ব্যবহারের চেষ্টা করলে বিভ্রান্তি তৈরি হয়।
অতএব, 0 ÷ 0 অনির্ণেয়, এবং এটি গণিতের একটি গুরুত্বপূর্ণ ধারণা।
0
Updated: 3 days ago
A cement mixture is composed of 3 elements. By weight, ⅓ of the mixture is sand, 3/5 is water and the remaining 12 pounds of the mixture is gravel. What is the weight of the entire mixture in pounds?
Created: 2 days ago
A
60
B
80
C
90
D
180
0
Updated: 2 days ago