A farmer had 17 cows. All but 9 died. How many were left alive?
A
8
B
9
C
16
D
17
উত্তরের বিবরণ
একজন কৃষকের মোট ১৭টি গরু ছিল। প্রশ্নে বলা হয়েছে, ‘All but 9 died’,
Solution:
“All but 9 died” অর্থ হলো ৯টি ছাড়া বাকি সব গরু মারা গেছে।
অতএব জীবিত গরুর সংখ্যা = 9
Answer: 9
0
Updated: 16 hours ago
একটি সংখ্যা 560 থেকে যত কম, 380 থেকে তার সাড়ে তিনগুন বেশি। সংখ্যাটি কত?
Created: 4 days ago
A
450
B
470
C
520
D
500
ধরি সংখ্যাটি = x
শর্তমতে,
3.5 x (560 - x) = x - 380
⇒1960 - 3.5x = x - 380
⇒ 4.5x = 2340
∴ x = 520
0
Updated: 4 days ago
If 5x - (5/x) = 15, then what is the value of x3 - (1/x)3?
Created: 2 months ago
A
27
B
36
C
52
D
48
প্রশ্ন: If 5x - (5/x) = 15, then what is the value of x3 - (1/x)3?
সমাধান:
দেওয়া আছে,
5x - 5/x = 15
⇒ (5x - 5/x)/5 = 15/5
∴ x - 1/x = 3
এখন,
x3 - (1/x)3
= (x - 1/x)3 + 3 . x . (1/x)(x - 1/x)
= (x - 1/x)3 + 3(x - 1/x)
= 33 + 3 × 3
= 27 + 9
= 36
0
Updated: 2 months ago
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত-
Created: 2 weeks ago
A
3 : 4
B
1 : 2
C
3 : 5
D
2 : 1
প্রশ্নঃ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির ৩/৪ অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত নির্ণয় কর।
সমাধানঃ
ধরা যাক, অপর দুই বাহু যথাক্রমে ( x ) মিটার এবং ( \frac{3x}{4} ) মিটার।
অতিভুজ = ২৫ মিটার।
পাইথাগোরাসের সূত্র অনুযায়ী,
অতিভুজ² = প্রথম বাহু² + দ্বিতীয় বাহু²
অতএব,
( 25² = x² + \left(\frac{3x}{4}\right)² )
⇒ ( 625 = x² + \frac{9x²}{16} )
⇒ ( 625 = \frac{16x² + 9x²}{16} )
⇒ ( 625 = \frac{25x²}{16} )
⇒ ( x² = \frac{625×16}{25} )
⇒ ( x² = 400 )
⇒ ( x = 20 )
অতএব, অপর দুটি বাহু হলো ২০ মিটার এবং ( \frac{3×20}{4} = ১৫ ) মিটার।
সুতরাং, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত = ১৫ : ২০ = ৩ : ৪
উত্তরঃ ক) ৩ : ৪
0
Updated: 2 weeks ago