Which one is an imperative sentence?
A
Let it be done
B
Close the door
C
The job is done
D
She is cooking
উত্তরের বিবরণ
একটি imperative sentence এমন বাক্য যা আদেশ, অনুরোধ, উপদেশ বা নিষেধ নির্দেশ করে। এখানে “Close the door” সরাসরি কাজ করতে বলছে, তাই এটি আদেশসূচক বাক্য।
– বাক্যটি কোনো কর্ম সম্পাদনের নির্দেশ দেয় এবং কর্তার উল্লেখ থাকে না; কারণ কর্তা সাধারণত you ধরা হয়।
– “Close” ক্রিয়া দ্বারা সরাসরি আদেশ বোঝানো হয়েছে, যা imperative sentence-এর প্রধান বৈশিষ্ট্য।
– এ ধরনের বাক্য সাধারণত মূল ক্রিয়া দিয়ে শুরু হয় এবং বাক্যটির উদ্দেশ্য হয় কাউকে কোনো কাজ করতে বলা, যেমন এখানে দরজা বন্ধ করার নির্দেশ।
– imperative sentence আদেশ, অনুরোধ, অনুরোধভিত্তিক নির্দেশ বা পরামর্শও প্রকাশ করতে পারে; তবে “Close the door” স্পষ্টভাবে নির্দেশমূলক আদেশ প্রকাশ করছে।
– এই ধরনের বাক্যে সাধারণত কোন প্রশ্ন বা তথ্যবিবরণ থাকে না; বরং শ্রোতাকে সরাসরি কাজ করতে উদ্বুদ্ধ করে।
– বাক্য গঠনে অনুভূতি বা জটিল ব্যাকরণিক কাঠামো ব্যবহার করা হয় না, বরং সহজ, কার্যনির্দেশক উপস্থাপন থাকে।
– বাক্যটি পড়লে বোঝা যায় এখানে বক্তার উদ্দেশ্য হলো শ্রোতাকে তাৎক্ষণিকভাবে একটি কাজ সম্পন্ন করানো, যা imperative বাক্যের উদ্দেশ্যের সাথে পুরোপুরি মিলে যায়।
0
Updated: 16 hours ago
Identify the determiner: It is not your fault.
Created: 1 month ago
A
It
B
Not
C
Your
D
Fault
‘It is not your fault.’ এখানে determiner হলো ‘your’, যা noun ‘fault’-কে নির্দেশ করছে।
Determiner:
-
Determiner হলো সেই শব্দ যা noun-এর নির্দেশক, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা বা না-বাচকতা নির্দেশ করে।
-
Determiner-এর প্রধান কাজ হলো noun বা pronoun কে নির্ধারণ করা।
Determiner-এর বিভিন্ন প্রকার:
-
Articles: a, an, the
-
Demonstrative: this, these, that, those
-
Possessive: my, your, his, her, etc.
-
Interrogative: what, which, whose, etc.
-
Quantifier: some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, etc.
-
General Ordinals: last, next, other, the other, etc.
-
Cardinal Numerals: one, two, three, four, etc.
-
Ordinal Numeral: first, second, third, fourth, etc.
Source:
0
Updated: 1 month ago
Mr Hasan deals ____ bricks.
Created: 1 month ago
A
with
B
in
C
by
D
on
বাক্যটি “Mr Hasan deals in bricks” বোঝায় যে মিস্টার হাসান ইটের ব্যবসা করছেন। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Deal in হলো একটি phrase, যার অর্থ কোনো পণ্য বা সামগ্রী ক্রয়-বিক্রয় করা বা ব্যবসা করা।
-
এখানে মিস্টার হাসান ইট কেনেন এবং বিক্রি করেন; অর্থাৎ ইট ব্যবসায় জড়িত।
-
Deal with হলে অর্থ হবে কোনো সমস্যা বা বিষয় মোকাবেলা করা, যা এখানে প্রযোজ্য নয়।
-
বাক্যে in প্রিপজিশন ব্যবহার করা ঠিক, কারণ এটি ব্যবসার পণ্য বা পরিষেবার সঙ্গে সম্পর্ক প্রকাশ করে।
-
Other options:
-
ক) with – “deal with” মানে সমস্যা বা কাজ সামলানো; ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-
গ) by – প্রিপজিশন হিসেবে অর্থের সঙ্গে মিল নেই।
-
ঘ) on – সাধারণত ব্যবসার জন্য ব্যবহৃত হয় না।
-
0
Updated: 1 month ago
Who wrote the poem 'Easter Wings'?
Created: 2 months ago
A
T. S. Eliot
B
George Herbert
C
Robert Browning
D
Andrew Marvell
Easter Wings
Poet: George Herbert
-
Easter Wings হলো George Herbert রচিত একটি বিখ্যাত ধর্মীয় কবিতা।
-
এটি Metaphysical Poetry-এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ।
-
কবিতার মূল বিষয়: পাপ, পতন এবং পুনরুত্থান।
-
খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে মানবজাতির মুক্তি ও আশার বার্তা এই কবিতায় ফুটে উঠেছে।
George Herbert (1593–1633)
-
George Herbert ছিলেন সতেরো শতকের Jacobean Period-এর একজন খ্যাতনামা ইংরেজ ধর্মীয় কবি ও ধর্মযাজক।
-
তিনি Metaphysical Poets বা "রহস্যবাদী কবি"-দের অন্যতম প্রতিনিধি।
-
জীবদ্দশায় তিনি অল্প কিছু কবিতা প্রকাশ করেছিলেন, তবে মৃত্যুর পর তাঁর কাব্য ব্যাপক জনপ্রিয়তা পায়।
-
মৃত্যুশয্যা থেকে তিনি তাঁর কবিতার পান্ডুলিপি Nicholas Ferrar-কে পাঠান, প্রকাশ বা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়ার জন্য।
-
তিনি ছিলেন কবি, ধর্মযাজক এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
Notable Works
-
The Temple
-
On the Progress of Soul
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction
Source: Britannica
0
Updated: 2 months ago