Which one is correct?
A
One of my friends are a lawyer
B
One of my friend is a lawyer
C
One of my friends is a lawyer
D
One of my friends are lawyer
উত্তরের বিবরণ
ইংরেজি ব্যাকরণে “one of + plural noun” গঠনে ক্রিয়া সাধারণত singular হয়। তাই One of my friends is a lawyer বাক্যটি সঠিক।
– One of ব্যবহৃত হলে মূল নির্দেশ থাকে একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর দিকে, যদিও তার আগে যে বিশেষ্যটি থাকে তা বহুবচন হয়।
– এখানে friends শব্দটি বহুবচন, কারণ বক্তার একাধিক বন্ধু আছে—সেখান থেকে একজনকে বোঝানো হচ্ছে।
– বাক্যের প্রকৃত subject হলো one, তাই verb হবে singular; এজন্য is ব্যবহৃত হয়েছে, are নয়।
– a lawyer অংশটি সেই এক বন্ধুর পরিচয় বা পেশা জানানোর জন্য ব্যবহৃত, যা বাক্যকে সম্পূর্ণ অর্থ প্রদান করে।
– এ ধরনের বাক্যে সাধারণ ভুল হলো noun এর বহুবচন দেখে verb কে বহুবচন করে ফেলা, যা ব্যাকরণগতভাবে ভুল।
– সঠিক গঠন: One of + plural noun + singular verb + complement
– যেমন:
– One of the students is absent today.
– One of the books is missing.
– এখানে প্রতিটি উদাহরণেই বোঝাচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে, তাই verb singular থাকে।
0
Updated: 16 hours ago
Which of the following is correct:
Created: 2 months ago
A
Bread and butter are my favourite breakfast.
B
He and I am well.
C
Rice and curry is a popular dish.
D
Honesty and hard work brings success.
Correct sentence: Rice and curry is a popular dish.
Explanation:
-
সাধারণত "and" দিয়ে দুটি আলাদা subject যুক্ত হলে plural verb (বহুবচন ক্রিয়া) লাগে।
-
কিন্তু যদি দুটি subject মিলে একটি ধারণা বা একক বস্তু বোঝায়, তখন singular verb (একবচন ক্রিয়া) ব্যবহার হয়।
-
এখানে "Rice and curry" একসাথে একটি খাবার বোঝাচ্ছে → তাই singular verb "is" সঠিক।
অন্যান্য উদাহরণ:
-
"Bread and butter is my favourite breakfast."
-
"Fish and chips is a typical British dish."
ভুল বিকল্পগুলো:
-
Bread and butter are my favourite breakfast – একক খাবার বোঝায়, তাই "is" হবে।
-
He and I am well – দুইজন বোঝাচ্ছে, তাই "am" হবে না, "are" সঠিক।
-
Honesty and hard work brings success – দুইটি ভিন্ন গুণ, তাই verb হবে "bring" (plural)।
0
Updated: 2 months ago
Which of the following sentences is correct?
Created: 5 months ago
A
Why you have done this?
B
Why did you have done this?
C
Why have you done this?
D
Why you had done this?
সঠিক উত্তর: Why have you done this?
WH-question এর গঠন কৌশল:
-
WH-word + Auxiliary verb + Subject + Principal verb + Object/others + Question mark (?)
-
এখানে বাক্যটি “Why” দিয়ে শুরু হয়েছে এবং এটি একটি প্রশ্নবোধক বাক্য,
-
তাই গঠনে এসেছে: Why (WH-word) + have (Auxiliary verb) + you (Subject) + done (Principal verb) + this (Object) + ?
উদাহরণসমূহ:
-
Where has she gone for the vacation?
-
(WH-word: Where, Auxiliary verb: has, Subject: she, Principal verb: gone)
-
-
Why have they not completed their assignments?
-
(WH-word: Why, Auxiliary verb: have, Subject: they, Principal verb: completed)
-
-
How long have you lived in this city?
-
(WH-word: How long, Auxiliary verb: have, Subject: you, Principal verb: lived)
-
-
Who has helped you with your project?
-
(WH-word: Who, Auxiliary verb: has, Subject: you, Principal verb: helped)
-
0
Updated: 5 months ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
He is the man with whom I entrusted the money.
B
He is the man to whom I entrusted the money.
C
He is the man to who I entrusted the money.
D
He is the man I entrusted whom the money to.
The correct sentence is He is the man to whom I entrusted the money।
-
Sentence-এ verb/preposition এর object হিসেবে pronoun-এর objective form ব্যবহার করা হয়।
-
বাক্যে entrust verb-এর সাথে preposition to আছে, তাই preposition-এর পরে whom ব্যবহার হবে।
-
Entrust something to someone অর্থ: কাউকে কোনো কিছুর দায়িত্ব বা দায়িত্বভার দেওয়া।
-
Structure: entrust + object (thing) + to + person।
-
অপশন বিশ্লেষণ:
-
ক) He is the man with whom I entrusted the money - ভুল, কারণ preposition with নয়, to হবে।
-
খ) He is the man to whom I entrusted the money - সঠিক, to ও whom দুটোই সঠিকভাবে ব্যবহার হয়েছে।
-
গ) He is the man to who I entrusted the money - ভুল, কারণ to who নয়, to whom হবে।
-
ঘ) He is the man I entrusted whom the money to - ভুল, কারণ word order ঠিক নয়।
-
0
Updated: 1 month ago