A
fever
B
black fever
C
plague pandemic
D
death of black people
উত্তরের বিবরণ
চতুর্দশ শতকে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাতে মারাত্মক একটি মহামারি ছড়িয়ে পড়ে যা ইতিহাসে বিউবনিক প্লেগ মহামারি tor (bubonic plage pandemic) নামে পরিচিত। এতে ইউরোপের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রাণ হারায়। ইউনিসিয়া পেসটিস নামক একটি ব্যাকটেরিয়া ছিল এ মহামারির প্রধানতম কারণ এবং ওরিয়েন্টাল র্যাট ফ্রি নামের এক প্রজাতির মাছি ছিল এই ব্যাকটেরিয়ার পোষক। এই ভয়ংকর মাছিগুলো ইঁদুরকে কামড়ানোর ফলে মহামারী প্লেগ ছড়িয়ে পড়েছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয়।

1
Updated: 3 weeks ago
The Solitary Reaper is a/an -
Created: 2 weeks ago
A
poem
B
novel
C
play
D
short story
• The Solitary Reaper
- এটি William Wordsworth রচিত একটি কবিতা।
- যা ১৮০৭ সালে "Poems, in Two Volumes" সংকলনে প্রকাশিত হয়।
- এটি স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণীকে কেন্দ্র করে লেখা, যে একা একটি মাঠে কাজ করছে এবং Gaelic ভাষায় করুণ সুরে গান গাইছে।
- কবিতায় দেখা যায়, একটা তরুনী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীন পরিবেশে এবং পাহাড়ী এলাকায় একাকী কাজে মগ্ন।
- কাজের পাশাপাশী সে করুন দু:খের গান গুনগুনিয়ে গাইছে।
- 'The Solitary Reaper' বাংলা অর্থ একাকী আহরণকারী (যে ফসল কাটে)।
- এই কবিতাটি চারটি স্তবকে বিভক্ত, যা মূলত iambic tetrametre ছন্দে লেখা এবং সাধারণত ABABCCDD ছন্দমালার অনুসরণ করে।
• William Wordsworth:
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি।
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত।
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)।
• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.

0
Updated: 2 weeks ago
We should help one another in times of need. here, 'one another' is -
Created: 6 days ago
A
Demonstrative Pronoun
B
Distributive Pronoun
C
Reflexive Pronoun
D
Reciprocal pronoun
Sentence:
We should help one another in times of need.
Analysis:
-
এখানে 'one another' হলো Reciprocal pronoun।
Reciprocal Pronoun:
-
এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another ব্যবহার করা হয়।
-
তাই one another এবং each other দুটোই Reciprocal pronoun।
Usage:
-
Each other: দু'জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
Example: Habiba and Tonny hugged each other.
-
-
One another: দু'জনের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
Example: The team members supported one another.
-
Pronoun-এর ৮ প্রকার:
-
Personal Pronoun: I, we, me, it
-
Demonstrative Pronoun: this, that
-
Interrogative Pronoun: what, who
-
Relative Pronoun: what, who, that
-
Indefinite Pronoun: one, some, any, all, many
-
Distributive Pronoun: each, every
-
Reflexive Pronoun: myself, themselves
-
Reciprocal Pronoun: each other, one another

0
Updated: 6 days ago
The teacher asked the students _________.
Created: 5 days ago
A
to sat down
B
to sitting down
C
to sit down
D
to be sit down
Infinitive after Certain Verbs
-
কিছু verb এর পরে যদি আরেকটি verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to + verb) ব্যবহার করতে হবে।
-
এই verb গুলোর সাথে verb + ing ব্যবহার করা যায় না।
Common Verbs:
-
agree, want, arrange, decide, demand, require, forget, propose, manage, refuse, ask, ইত্যাদি
Example:
-
Correct: The teacher asked the students to sit down.
-
Incorrect: The teacher asked the students sitting down.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain

0
Updated: 5 days ago