"Black Death” is the name of a—
A
fever
B
black fever
C
plague pandemic
D
death of black people
উত্তরের বিবরণ
চতুর্দশ শতকে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাতে মারাত্মক একটি মহামারি ছড়িয়ে পড়ে যা ইতিহাসে বিউবনিক প্লেগ মহামারি tor (bubonic plage pandemic) নামে পরিচিত। এতে ইউরোপের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রাণ হারায়। ইউনিসিয়া পেসটিস নামক একটি ব্যাকটেরিয়া ছিল এ মহামারির প্রধানতম কারণ এবং ওরিয়েন্টাল র্যাট ফ্রি নামের এক প্রজাতির মাছি ছিল এই ব্যাকটেরিয়ার পোষক। এই ভয়ংকর মাছিগুলো ইঁদুরকে কামড়ানোর ফলে মহামারী প্লেগ ছড়িয়ে পড়েছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয়।

1
Updated: 2 months ago
She invited ten friends, ________ turned up for the party.
Created: 1 month ago
A
all of whom
B
all of them
C
they all
D
whom all
Correct Answer:
👉 all of whom
Complete Sentence:
She invited ten friends, all of whom turned up for the party.
Bangla Translation:
সে দশজন বন্ধুকে দাওয়াত দিয়েছিল, যাদের সবাই পার্টিতে এসেছিল।
Analysis:
-
এখানে দুটি clause আছে, তাই এদের যুক্ত করতে Relative pronoun ব্যবহার করতে হবে।
-
Relative pronoun সাধারণত conjunction-এর কাজও করে।
-
অপশন all of them এবং they all-এ কোন relative pronoun নেই।
-
who all ব্যাকরণের নিয়ম অনুসারে সঠিক নয়।
-
তাই শূন্যস্থানে সঠিক relative pronoun হলো all of whom।

0
Updated: 1 month ago
She started learning Spanish last month. Here, 'learning' is used as -
Created: 1 month ago
A
Participle
B
Gerund
C
Linking verb
D
Main verb
She started learning Spanish last month.
Here, 'learning' is used as a Gerund.
-
Gerund (verb + ing) একটি verb যা object হিসেবে ব্যবহৃত হতে পারে।
-
এই বাক্যে started verb-এর object হিসেবে learning ব্যবহার হয়েছে, তাই এটি Gerund।
Gerund:
-
Verb+ing যদি একই সাথে Verb এবং Noun এর কাজ করে, তাকে Gerund বলা হয়।
-
Noun হিসেবে ব্যবহৃত হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যুক্ত হয়।
-
A Gerund is a double part of speech – Noun এবং Verb একত্রিত।
-
Gerunds ক্রিয়া প্রকাশ করে না, বরং noun-এর মতো কাজ করে।
Functions of the Gerund:
-
As subject:
-
Rising early is a good habit.
-
-
As object:
-
I like playing Badminton.
-
-
As an object of a preposition:
-
The old woman is tired of walking.
-
-
As a complement of a verb:
-
Working is earning.
-

0
Updated: 1 month ago
The play 'Candida' is by-
Created: 2 months ago
A
James Joyce
B
Shakespeare
C
G. B. Shaw
D
Arthur Miller
নাটক ‘Candida’ কে রচনা করেছেন G. B. Shaw
-
‘Candida’ নাটকটি বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ’র লেখা। এই নাটকে মূল চরিত্র তিনটি—Candida, তার স্বামী ধর্মযাজক James Mavor Morell, এবং তরুণ কবি Eugene Marchbanks।
-
কবি Marchbanks মনে করে Candida তার দাম্পত্য জীবনে সুখী নয় এবং সে Candida-র প্রেমে পড়ে।
-
ফলে নাটকটি এক ধরনের ত্রিভুজ প্রেমের গল্প হয়ে দাঁড়ায়, যেখানে Candida-ই কেন্দ্রীয় চরিত্র।
-
এটি মূলত একটি হাস্যরসাত্মক নাটক বা কমেডি।
• মূল চরিত্র
-
Candida
-
Reverend James Mavor Morell
-
Eugene Marchbanks
-
Miss Proserpine Garnett
-
Reverend Alexander (Lexy) Mill
-
Mr. Burgess
• G. B. Shaw (1856–1950)
-
তার পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি একজন আইরিশ (Irish) নাট্যকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
Shaw আধুনিক যুগের (Modern Period) একজন গুরুত্বপূর্ণ নাট্যকার।
-
তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি 'Drama of Ideas' বা চিন্তাশীল নাটকের জন্য বিখ্যাত।
• G. B. Shaw-এর কিছু বিখ্যাত নাটক
-
Pygmalion – একটি রোমান্টিক নাটক
-
Major Barbara – একটি সামাজিক ব্যঙ্গ নাটক
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man – একটি রোমান্টিক কমেডি
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman – একটি কমেডি নাটক
-
The Doctor’s Dilemma – একটি ব্যঙ্গাত্মক নাটক
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature - Dr. M. Mofizar Rahman, Encyclopedia Britannica, এবং Live MCQ Lecture.

1
Updated: 2 months ago