পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়-
A
অতিযোজন
B
মাধ্যাকর্ষণ
C
মহাকর্ষ
D
ত্বরণ
উত্তরের বিবরণ
মাধ্যাকর্ষণ হলো এমন এক প্রাকৃতিক আকর্ষণ শক্তি, যা পৃথিবীসহ যেকোনো ভরবিশিষ্ট বস্তু অন্য বস্তুকে তার দিকে আকর্ষণ করে। এই শক্তির কারণে বস্তু নিচে পড়ে, গ্রহ-উপগ্রহ কক্ষপথে থাকে এবং মহাবিশ্বে ভরের স্থিতিশীলতা বজায় থাকে। নিউটন সর্বপ্রথম বৈজ্ঞানিকভাবে এই নিয়ম ব্যাখ্যা করেন।
-
মাধ্যাকর্ষণের মান বস্তুটির ভর এবং দুই বস্তুর মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে।
-
পৃথিবীর কেন্দ্রের দিকে এই আকর্ষণ কাজ করার ফলেই আমাদের ওজন তৈরি হয়।
-
চাঁদ পৃথিবীর মাধ্যাকর্ষণে আবদ্ধ হয়ে কক্ষপথে ঘুরছে এবং একইভাবে পৃথিবী সূর্যের আকর্ষণে স্থিত রয়েছে।
-
সমুদ্রের জোয়ার-ভাটা চাঁদের মাধ্যাকর্ষণ বলেরই একটি ফল।
-
মাধ্যাকর্ষণ না থাকলে পৃথিবীতে জীবন, বায়ুমণ্ডল বা স্থিতিশীল গতি সম্ভব হতো না।
0
Updated: 6 hours ago