রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি?
A
নারিকেল পাতা
B
আকর্ষী
C
জবাপাতা
D
গোলপাতা
উত্তরের বিবরণ
আকর্ষী বা Pitcher plant হলো এক ধরনের কীটাহারী উদ্ভিদ, যার পাতা রূপান্তরিত হয়ে পাত্রের মতো আকৃতি ধারণ করে। এই পরিবর্তিত পাতার সাহায্যে উদ্ভিদটি পোকামাকড়কে আকৃষ্ট করে, ফাঁদে ফেলে এবং সেগুলো থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। সাধারণত মাটিতে নাইট্রোজেনের অভাব থাকায় এই অভিযোজন দেখা যায়।
-
পাতাটি রূপান্তরিত হয়ে ঢাকনাযুক্ত পাত্র তৈরি করে, যার ভেতরে রস ও এনজাইম থাকে।
-
পোকামাকড় গন্ধ বা রং দ্বারা আকৃষ্ট হয়ে ভেতরে গেলে পিছন দিক দিয়ে বের হতে পারে না।
-
পরে এনজাইম বা ব্যাকটেরিয়া পোকাকে ভেঙে পুষ্টি উদ্ভিদকে সরবরাহ করে।
-
এই উদ্ভিদ সাধারণত জলাশয়, জলাভূমি বা পুষ্টিহীন অম্লীয় মাটিতে জন্মে।
-
এটি উদ্ভিদের অঙ্গ রূপান্তর (Modification of Leaf)–এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
0
Updated: 6 hours ago
বিশ্ব খাদ্য দিবস কত তারিখ?
Created: 1 month ago
A
১৮ ডিসেম্বর
B
১৬ এপ্রিল
C
২ অক্টোবর
D
১৬ অক্টোবর
জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও উদ্দেশ্য উদযাপনের জন্য পালিত হয়।
-
জাতীয় উৎপাদনশীলতা দিবস: ২ অক্টোবর
-
বিশ্ব খাদ্য দিবস: ১৬ অক্টোবর
-
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ২২ অক্টোবর
-
জাতীয় বস্ত্র দিবস: ৪ ডিসেম্বর
-
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস: ৯ ডিসেম্বর
-
আন্তর্জাতিক অভিবাসী দিবস: ১৮ ডিসেম্বর
-
বিশ্ব স্বাস্থ্য দিবস: ৭ এপ্রিল
-
মুজিবনগর দিবস: ১৭ এপ্রিল
-
নিরাপদ মাতৃত্ব দিবস: ২৮ মে
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
উৎস:
0
Updated: 1 month ago