ইনসুলিন কি?
A
এক ধরনের এনজাইম
B
এক ধরনের কৃত্রিম অঙ্গ
C
এক ধরনের হরমোন
D
এক ধরনের অস্ত্র
উত্তরের বিবরণ
ইনসুলিন একটি গুরুত্বপূর্ণ হরমোন যা অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। এটি মানবদেহে শক্তির ভারসাম্য রক্ষায় অত্যন্ত প্রয়োজনীয়।
– ইনসুলিন রক্তের গ্লুকোজকে কোষে প্রবেশ করাতে সাহায্য করে, ফলে শক্তি উৎপন্ন হয়
– এটি যকৃতে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করতে সাহায্য করে
– ইনসুলিনের অভাব বা কাজের ব্যাঘাত ঘটলে ডায়াবেটিস (Diabetes Mellitus) হতে পারে
– এই হরমোনের সঠিক নিঃসরণ শরীরের শক্তি বিপাক, ওজন নিয়ন্ত্রণ এবং সামগ্রিক শারীরবৃত্তীয় কার্যক্রম বজায় রাখতে অপরিহার্য
0
Updated: 6 hours ago
কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?
Created: 3 weeks ago
A
ফাইরাক্সিন
B
অ্যাডারেনালিন
C
থাইরাক্সিন
D
গ্যাস্টিন
থাইরক্সিন হরমোনের অভাবে শিশু বামন হয়। গ্রোথ হরমোনের ঘাটতি আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। অ্যাডরিনালিন হরমোনের জন্য ভয় পেলে গায়ের লোম খাঁড়া হয়ে যায়। ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস হয়।
0
Updated: 3 weeks ago
দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?
Created: 1 month ago
A
থাইরক্সিন
B
প্রোল্যাকটিন
C
এড্রিনালিন
D
সোমাটোট্রফি
সোমাটোট্রফি হরমোন, যাকে Growth Hormone GH) বলা হয়, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং দেহের কোষ বিভাজন, প্রোটিন সংশ্লেষণ ও হাড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। এর অভাবে বামনত্ব এবং অতিরিক্তে জায়ান্টিজম বা অ্যাক্রোমেগালি দেখা দেয়।
0
Updated: 1 month ago