কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়?
A
ফিনল্যান্ড
B
জার্মানি
C
লুক্সেমবার্গ
D
নরওয়ে
উত্তরের বিবরণ
জার্মানির সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়, যা দেশের সংসদীয় ব্যবস্থায় সর্বোচ্চ নির্বাহী দায়িত্ব পালনকারী পদ। তিনি নীতি নির্ধারণ, মন্ত্রিসভা পরিচালনা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের নেতৃত্ব দেন। জার্মান সংবিধানে এ পদটি অত্যন্ত ক্ষমতাবান হিসেবে বিবেচিত।
• সংসদীয় গণতন্ত্রে অধিকাংশ দেশে সরকার প্রধানকে প্রধানমন্ত্রী বলা হয়, যেমন যুক্তরাজ্য, ভারত বা বাংলাদেশে।
• তবে জার্মানিতে “Prime Minister” না হয়ে “Chancellor” শব্দটি ব্যবহৃত হয়—যা তাদের রাজনৈতিক ঐতিহ্য ও প্রশাসনিক কাঠামোর অংশ।
• রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান আলাদা—রাষ্ট্রপতি আনুষ্ঠানিক পদ, আর চ্যান্সেলর নির্বাহী ক্ষমতার ধারক।
0
Updated: 6 hours ago
কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
Created: 2 months ago
A
ইতালি
B
ফ্রান্স
C
জার্মানি
D
যুক্তরাজ্য
কার্ল মার্কস
-
জন্ম: ৫ মে ১৮১৮, ট্রায়ার, রাইন প্রদেশ, জার্মানি।
-
তিনি একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ।
-
সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৪ মার্চ ১৮৮৩, লন্ডন।
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
The Communist Manifesto
-
Das Kapital
-
The German Ideology
উৎস: ব্রিটানিকা।
0
Updated: 2 months ago