A
William Langland
B
William Shakespeare
C
Geoffrey Chaucer
D
Sir Thomas Malory
উত্তরের বিবরণ
"Cowards die many times before their deaths" is said by - William Shakespeare.
• "Cowards die many times before their deaths" এই উক্তিটি নেয়া হয়েছে William Shakespeare -এর tragedy - 'Julius Ceasar' থেকে।
- পুরো উক্তিটি হচ্ছে - "Cowards die many times before their deaths; The valiant never taste of death but once."
- নাটকের Protagonist - Julius Ceasar -এর করা এই উক্তিটি একটি metaphor -এর উদাহরণ।
• Julius Caesar
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare -এর First Folio -এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Caesar, tragedy in five acts by William Shakespeare.
- “Julius Caesar” - William Shakespeare -এর লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যা প্রাচীন রোমের রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াই নিয়ে রচিত।
- নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড ও তার পরবর্তী রাজনৈতিক অস্থিরতা চিত্রিত করে।
- Julius Ceasar -এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Ceasar -এর বন্ধু Brutus কেও Ceasar -এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- Julius Ceasar -এর আরেক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী Mark Antony তাঁর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
- এই যুদ্ধে Brutus এবং তার বন্ধু Cassius হেরে যান এবং আত্মহত্যা করেন, Antony রোমের শাসনকর্তা হয়ে উঠেন।
• এই tragedy -এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে-
- "Cowards die many times before death; The valiant never taste of death but once."
- "Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"
- "Et tu, Brute? ('You too, Brutus?')"(last words of Julius Ceasar).
• Main characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia, etc.
• William Shakespeare (1564-1616)
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয়।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor।
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি 154 টি সনেট, 37 টি play লিখেন।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
Source: Britannica.

1
Updated: 3 weeks ago
Who describes Othello as “one that loved not wisely, but too well”?
Created: 2 weeks ago
A
Iago
B
Cassio
C
Othello
D
Lodovico
নিজের মৃত্যু আগে Othello নিজের চরিত্রকে বর্ণনা করে। সে বলে, সে ডেসডিমোনাকে “not wisely but too well” ভালোবেসেছিল। এটি তার ভালোবাসা ও অন্ধ ঈর্ষার মর্মান্তিক দ্বন্দ্বকে প্রকাশ করে, যা নাটকের আসল ট্র্যাজেডি।

0
Updated: 2 weeks ago
Who is the rightful Duke of Milan in The Tempest?
Created: 2 weeks ago
A
Antonio
B
Prospero
C
Sebastian
D
Alonso
Prospero আসলে মিলানের প্রকৃত ডিউক। তাঁর ভাই Antonio তাকে সিংহাসনচ্যুত করে সাগরে ভাসিয়ে দেয়। তবে Prospero জাদুর শক্তি ব্যবহার করে দ্বীপে নিজের কর্তৃত্ব গড়ে তোলে। নাটকের মূল সংঘাত এই ক্ষমতা দখল ও পুনরুদ্ধার কেন্দ্র করেই ঘোরে, তাই Prospero প্রকৃত ডিউক।

1
Updated: 2 weeks ago
What does King Lear demand from his daughters before he will divide his kingdom?
Created: 6 days ago
A
A promise to care for him in his old age
B
A declaration of their love for him
C
A dowry from their future husbands
D
A vow to never go to war with each other
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
Lear’s “Love Test” – King Lear, Act 1, Scene 1
-
Context: Opening scene – Lear asks each daughter:
"Which of you shall we say doth love us most?" -
Purpose: He intends to give the largest share of the kingdom to the daughter who delivers the most flattering and effusive declaration of love.

0
Updated: 6 days ago