Who said, "Cowards die many times before their deaths"?
A
William Langland
B
William Shakespeare
C
Geoffrey Chaucer
D
Sir Thomas Malory
উত্তরের বিবরণ
"Cowards die many times before their deaths" is said by - William Shakespeare.
• "Cowards die many times before their deaths" এই উক্তিটি নেয়া হয়েছে William Shakespeare -এর tragedy - 'Julius Ceasar' থেকে।
- পুরো উক্তিটি হচ্ছে - "Cowards die many times before their deaths; The valiant never taste of death but once."
- নাটকের Protagonist - Julius Ceasar -এর করা এই উক্তিটি একটি metaphor -এর উদাহরণ।
• Julius Caesar
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare -এর First Folio -এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Caesar, tragedy in five acts by William Shakespeare.
- “Julius Caesar” - William Shakespeare -এর লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যা প্রাচীন রোমের রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াই নিয়ে রচিত।
- নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড ও তার পরবর্তী রাজনৈতিক অস্থিরতা চিত্রিত করে।
- Julius Ceasar -এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Ceasar -এর বন্ধু Brutus কেও Ceasar -এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- Julius Ceasar -এর আরেক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী Mark Antony তাঁর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
- এই যুদ্ধে Brutus এবং তার বন্ধু Cassius হেরে যান এবং আত্মহত্যা করেন, Antony রোমের শাসনকর্তা হয়ে উঠেন।
• এই tragedy -এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে-
- "Cowards die many times before death; The valiant never taste of death but once."
- "Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"
- "Et tu, Brute? ('You too, Brutus?')"(last words of Julius Ceasar).
• Main characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia, etc.
• William Shakespeare (1564-1616)
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয়।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor।
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি 154 টি সনেট, 37 টি play লিখেন।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
Source: Britannica.

2
Updated: 2 months ago
What is the political subplot involving Fortinbras?
Created: 2 months ago
A
Revenge against Denmark
B
Alliance with England
C
Claiming the Danish throne by marriage
D
Rebellion inside Norway
Fortinbras নরওয়ের রাজপুত্র, যিনি ডেনমার্কের হারানো জমি ফেরত পেতে চায়। তার বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হলেও Claudius কূটনীতির মাধ্যমে তাকে থামানোর চেষ্টা করে। Fortinbras-এর দৃঢ়তা Hamlet-এর দ্বিধার বিপরীতে একটি প্রতিচ্ছবি।

0
Updated: 2 months ago
What does Iago do to Cassio?
Created: 1 week ago
A
Steals his money
B
Breaks his sword
C
Tears his cloak
D
Gets him drunk
Iago অত্যন্ত চতুরভাবে Cassio-কে তার ফাঁদে ফেলে। সে জানে Cassio সহজে মদ পান করে না, কিন্তু বন্ধুত্বের ভান করে তাকে drink করতে উৎসাহিত করে।
১. প্রথমে Iago এমনভাবে কথা বলে যেন মনে হয় মদ্যপান শুধু আনন্দের জন্য, এতে কোনো ক্ষতি নেই — এতে Cassio প্রলুব্ধ হয়।
২. Cassio যখন মদ্যপ হয়ে পড়ে, তখন তার নিয়ন্ত্রণ হারায় এবং আচরণে অশান্তি দেখা দেয়।
৩. এই পরিস্থিতিই Iago-র আসল উদ্দেশ্য— Cassio যেন সবার সামনে নিজের মর্যাদা হারায়। এর ফলেই Cassio তার “lieutenancy” বা পদ হারায়।
অতএব, Iago Cassio-কে সরাসরি ক্ষতি না করে কৌশলে drunk করে তার সুনাম ও অবস্থান নষ্ট করে দেয়।

0
Updated: 1 week ago
In his final speech, Othello asks the Venetian officials to "Speak of me as I am" and as one who...
Created: 3 weeks ago
A
"...hated wisely, but too well."
B
"...loved not wisely but too well."
C
"...was a victim of a cruel fate."
D
"...sought honor above all else."
Othello-এর শেষ বক্তৃতার এই বিখ্যাত লাইনটি তার মৃত্যুর মুহূর্তে নিজের আত্মবোধ প্রকাশ করে। তিনি নিজেকে বোঝাতে চান যে, যেভাবে তিনি Desdemona কে ভালোবেসেছেন, তা সচেতন বা যুক্তিসঙ্গত ভালোবাসা নয়, বরং অত্যধিক ভালোবাসা,
যা তাকে jealousy বা ঈর্ষার কারণে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। এই লাইনটি তার আত্মসমালোচনা এবং ক্ষমা চাওয়ার চেষ্টার প্রতিফলন, যেখানে তিনি দর্শক বা পাঠকের কাছে স্পষ্ট করতে চান যে, তিনি malice বা খারাপ উদ্দেশ্য ছাড়া এই কাজ করেছেন।
-
Othello নিজের প্রেমের প্রকৃতি “loved not wisely but too well” হিসেবে ব্যাখ্যা করেন, অর্থাৎ তার ভালোবাসা ছিল অতিমাত্রায় এবং প্রায় ধ্বংসাত্মক।
-
তিনি নিজেকে easily jealous নয়, কিন্তু যখন ঈর্ষা কাজ শুরু করে, তখন তা সর্বনাশা হয়ে ওঠে।
-
এই বক্তৃতা তার মানবিক দুর্বলতা এবং অতিরিক্ত আবেগের প্রভাবকে তুলে ধরে।
-
Othello চাইছেন তার জীবন ও প্রেমের সত্যিকারের চিত্র দর্শক বা পাঠকের কাছে ফুটিয়ে তোলা হোক, কোনও ভুল বা খারাপ উদ্দেশ্য ছাড়া।
এভাবে লাইনটি Othello-এর tragedy এবং আত্মজ্ঞান উভয়ই ফুটিয়ে তোলে।

1
Updated: 3 weeks ago