Famous playwright William Shakespeare passed away in which of the following year?
A
1616
B
1564
C
1596
D
1660
উত্তরের বিবরণ
Famous playwright William Shakespeare passed away in 1616 (April 23).
• William Shakespeare (1564 -1616)
- তিনি জন্মগ্রহণ করেন 23rd April, 1564.
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয় কারণ তার সাথে স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন শহরের সম্পর্ক রয়েছে,
- যেখানে তিনি ১৫৬৪ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং যেখানে তিনি তার শৈশবকাল কাটিয়েছিলেন।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor,
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং ৩৭টি Drama লিখেছেন।
- তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো
- Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
- 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন।
Source: Britannica.

0
Updated: 2 months ago
What causes the storm (tempest) at the beginning of the play?
Created: 2 months ago
A
Natural weather
B
Prospero’s magic through Ariel
C
Caliban’s curse
D
Neptune’s anger
নাটকের শুরুতে জাহাজডুবির ঝড়টি প্রাকৃতিক নয়। Prospero তার জাদু ব্যবহার করে এবং Ariel-কে আদেশ দিয়ে ঝড় তোলে। এর উদ্দেশ্য হলো শত্রুদের দ্বীপে নিয়ে আসা, যাতে তাদের শাস্তি ও পুনর্মিলনের ব্যবস্থা করা যায়। ঝড় নাটকের মূল কাহিনির সূচনা ঘটায়।

1
Updated: 2 months ago
Somnambulism” can be related to which character?
Created: 3 weeks ago
A
Hamlet
B
Miranda
C
Lady Macbeth
D
Banquo
Somnambulism হলো sleepwalking-এর মেডিক্যাল টার্ম। Act 5, Scene 1-এ, একটি doctor এবং gentlewoman Lady Macbeth-কে sleepwalking এবং sleep-talking করতে দেখেন। সে তার হাত থেকে কাল্পনিক রক্ত মুছার চেষ্টা করছে, যা তার guilt বা অপরাধবোধের প্রতিফলন।
-
Somnambulism মানে মানুষের অবচেতনে হাঁটা বা ঘুমন্ত অবস্থায় চলাফেরা।
-
Lady Macbeth যখন ঘুমের মধ্যে রক্ত মুছার চেষ্টা করছে, এটি প্রমাণ করছে যে সে মানসিক কষ্ট এবং হত্যার অপরাধবোধ অনুভব করছে।
-
Doctor এবং gentlewoman-র পর্যবেক্ষণ দেখায় তার মনের অস্থিরতা এবং অপরাধের চাপ তার উপর কতটা প্রভাব ফেলেছে।

0
Updated: 3 weeks ago
What does Gonzalo dream of on the island?
Created: 2 months ago
A
Kingdom without labor
B
Marriage of Ferdinand
C
Killing Prospero
D
Magic staff
Gonzalo দ্বীপে এক আদর্শ সমাজের স্বপ্ন দেখে, যেখানে শ্রম নেই, আইন নেই, এবং সবাই সুখে বসবাস করে। এই কল্পনা ইউরোপীয় ‘ইউটোপিয়া’ ধারণার প্রতিফলন। Gonzalo নাটকে একজন আশাবাদী ও নৈতিক চরিত্র, যার দৃষ্টিভঙ্গি অন্য চরিত্রদের থেকে ভিন্ন।

2
Updated: 2 months ago