What was the main purpose of Sidney's An Apology for Poetry?
A
To teach how to write poetry
B
To explain Aristotle’s philosophy
C
To defend poetry against its critics
D
To praise modern drama
উত্তরের বিবরণ
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।

0
Updated: 4 months ago
Which character is most associated with irony in dialogue?
Created: 2 weeks ago
A
Mr. Bennet
B
Mr. Darcy
C
Wickham
D
Jane Bennet
Mr. Bennet ব্যঙ্গাত্মক স্বভাবের জন্য পরিচিত। তিনি প্রায়ই Mrs. Bennet-এর বোকামি নিয়ে রসিকতা করেন। তার irony পাঠককে আনন্দ দেয়, কিন্তু তার দায়িত্বহীনতা পরিবারের জন্য ক্ষতিকর হয়। Austen তার মাধ্যমে দেখান—ব্যঙ্গ বুদ্ধিদীপ্ত হলেও বাস্তব দায়িত্ব এড়িয়ে গেলে সমস্যা তৈরি হয়।

2
Updated: 2 weeks ago
Who wrote The Taming of the Shrew?
Created: 1 month ago
A
Christopher Marlowe
B
Thomas Kyd
C
Ben Jonson
D
William Shakespeare
• The Taming of the Shrew
- এটি William Shakespeare রচিত 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- The Taming of the Shrew is one of William Shakespeare's most well-known comedies.
- এই comedy টি ১৫৯০-১৫৯৪ সালের মাঝে কোনো এক সময়ে লেখা এবং ১৬২৩ সালে 'First Folio' -তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই comedy টি Katharina এবং Petruchio -এর মধ্যকার volatile courtship -এর বর্ণনা দেয়, Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে কাথরিনার কিংবদন্তি রাগ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক জিতবে।
• Summary
- কাথরিনা একজন দৃঢ়চেতা এবং তীক্ষ্ণ ভাষায় কথা বলা নারী, যিনি সমাজের নারীদের সম্পর্কে নির্ধারিত প্রত্যাশাগুলির সাথে মানিয়ে চলতে অস্বীকার করেন।
- চালাক Petruchio তাকে বিয়ে করে, এবং তাকে "বশীভূত" করার কাজটি শুরু করে এবং তাকে নিয়ন্ত্রণে আনতে অস্বাভাবিক এবং ধান্ধাবাজি পদ্ধতি ব্যবহার করে।
- একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে, নাটকটি সম্পর্কের জটিলতা এবং বিবাহে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরে।

0
Updated: 1 month ago
What is the verb of the word 'Deep'?
Created: 3 weeks ago
A
Depth
B
Deep
C
Deeply
D
Deepen
শব্দ “Deep” এবং সংশ্লিষ্ট রূপ
শব্দ | অংশভঙ্গি (Part of Speech) | English Meaning | Bangla Meaning |
---|---|---|---|
Depth | Noun | The distance from top to bottom; intensity | গভীরতা; ঘনতা |
Deep | Adjective | Extending far down; intense | গভীর; অগাধ |
Deeply | Adverb | To a great depth; intensely | গভীরভাবে; তীব্রভাবে; অনেক দূর |
Deepen | Verb | To make or become deeper; to intensify | গভীরতর করা বা হওয়া |
উদাহরণ
-
Verb: The conflict deepened after the misunderstanding.
(বিবাদটি ভুল বোঝাবুঝির পর আরও গভীরতর হয়ে গেছে।)
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

0
Updated: 3 weeks ago