A
To teach how to write poetry
B
To explain Aristotle’s philosophy
C
To defend poetry against its critics
D
To praise modern drama
উত্তরের বিবরণ
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।

0
Updated: 2 months ago
_______ translated The Bible into English from Latin.
Created: 3 months ago
A
William Tyndale
B
John Wycliffe
C
Geoffrey Chaucer
D
Thomas More
English
English Literature
John Wycliffe (1324-1438)
The middle english period (1066-1500)
No subjects available.
John Wycliffe প্রথমবার ইংরেজি ভাষায় বাইবেল অনুবাদ করেন, যা ল্যাটিন ভাষা থেকে করা হয়েছিল। তিনি এই কাজটি বাইবেলকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য করেছিলেন, কারণ তখন পর্যন্ত বাইবেল শুধুমাত্র ল্যাটিন ভাষায় ছিল এবং সাধারণ জনগণের জন্য এটি উপলব্ধ ছিল না।
John Wycliffe translated The Bible into English from Latin.
- তিনি The Middle English Period (1066-1500) এর একজন সুপরিচিত লেখক।
- তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে একাধারে English theologian, philosopher, church reformer হিসেবেও পরিচিত।
- He was the promoter of the first complete translation of the Bible into English অর্থাৎ তিনি সর্বপ্রথম বাইবেল ল্যাটিন থেকে ইংরেজিতে সফল্ভাবে অনুবাদ করেছিলেন।
- তিনি ছিলেন Protestant Reformation এর অন্যতম অগ্রদূত।
- তাঁকে the father of English prose বলা হয়ে থাকে।
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 3 months ago
What Greek word means "maker" and is related to the word poet?
Created: 2 months ago
A
Poiesis
B
Poietes
C
Poesy
D
Polis
গ্রিক শব্দ Poietes এর অর্থ হলো maker বা নির্মাতা। Sidney বলেছেন, কবিকে "maker" বলা হয় কারণ কবিরা প্রকৃতিকে কপি করে না, বরং তারা কল্পনাশক্তি ব্যবহার করে একটি নতুন এবং উন্নত জগৎ তৈরি করে। এই শব্দটি কবিদের সৃজনশীলতার গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। অন্যদিকে, Poiesis হলো সৃষ্টি বা তৈরি করার প্রক্রিয়া, কিন্তু "maker" শব্দটির জন্য Poietes সঠিক। তাই এখানে Poietes শব্দটি কবির সঙ্গে সম্পর্কিত।

0
Updated: 2 months ago
Which of the following lines from Macbeth is in iambic pentameter?
Created: 12 hours ago
A
"Double, double toil and trouble"
B
"Is this a dagger which I see before me?"
C
"Out, damned spot! Out, I say!"
D
"Fair is foul, and foul is fair"

0
Updated: 12 hours ago