'বারোভুঁইয়া' কাদের বলা হতো?
A
মুঘল আমলের ১২ জন সেনাপতিকে
B
ব্রিটিশ যুগের শক্তিশালী যোদ্ধাদের
C
উপরের উল্লেখিত সকলকে
D
বড় বড় স্বাধীন জমিদার
উত্তরের বিবরণ
বারোভুঁইয়া বাংলার ইতিহাসে পরিচিত একদল আঞ্চলিক শাসক বা স্বাধীন জমিদার যারা মুঘল সাম্রাজ্যের কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বিরোধিতা করে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তারা মূলত ১৬শ থেকে ১৭শ শতাব্দীর মধ্যে বাংলার রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন এবং স্থানীয় শাসন ব্যবস্থা ও স্বাধীনতার চেতনাকে ধরে রাখার চেষ্টা করেন।
-
এই বারো জন জমিদারকে “বারোভুঁইয়া” নামে ডাকা হত, যারা নিজেদের ভূখণ্ডে কর, প্রশাসন ও সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতেন।
-
তাদের মধ্যে ইসা খাঁ ছিলেন সবচেয়ে ক্ষমতাধর নেতা এবং ভুঁইয়াদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মূল নেতৃত্ব দেন।
-
মুঘলদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ বাংলার স্বাধীন আঞ্চলিক রাজনৈতিক কাঠামোর চেতনাকে তুলে ধরে।
-
তাদের শাসনসীমা মূলত ময়মনসিংহ, বিক্রমপুর, সোনারগাঁও ও পূর্ববঙ্গ অঞ্চলে বিস্তৃত ছিল।
0
Updated: 7 hours ago