কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস কি কাল?
A
শীতকাল
B
হেমন্তকাল
C
বসন্তকাল
D
শরৎকাল
উত্তরের বিবরণ
বাংলাদেশের ছয় ঋতু প্রধানত বারো মাসে দুই মাস করে বণ্টিত, যা প্রকৃতি, জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনের ভিত্তিতে নির্ধারিত। এই ঋতুগুলো কৃষি, সংস্কৃতি ও উৎসবের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং শতাব্দীর প্রাকৃতিক অভিজ্ঞতা থেকে গড়ে উঠেছে।
-
বৈশাখ-জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, যেখানে প্রচণ্ড তাপমাত্রা ও খরা দেখা যায়।
-
আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল, এই সময়ে ভারী বর্ষণ ও নদী-নালা প্লাবিত হয়।
-
ভাদ্র-আশ্বিন শরৎকাল, আকাশ তুলনামূলক পরিষ্কার থাকে এবং মেঘ কম থাকে।
-
কার্তিক-অগ্রহায়ণ হেমন্ত, ফসল কাটার মৌসুম, আবহাওয়া শুষ্ক ও ঠাণ্ডা হতে শুরু করে।
-
পৌষ-মাঘ শীত, তাপমাত্রা নিচে নেমে আসে এবং কুয়াশা বেশি থাকে।
-
ফাল্গুন-চৈত্র বসন্ত, ফুল ফোটার সময় এবং আবহাওয়া মনোরম থাকে।
0
Updated: 5 hours ago
বাংলাদেশের কোন এলাকাকে সম্প্রতি ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
কেরানীগঞ্জ
B
সাভার
C
নবাবগঞ্জ
D
নারায়ণগঞ্জ
যে কোনো এলাকায় বায়ুদূষণের মাত্রা যখন নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করে, তখন সেই এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে ঘোষণা করা হয়। সম্প্রতি বায়ুদূষণ গুরুতর আকার ধারণ করায় পরিবেশ অধিদপ্তর ঢাকার সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে।
-
সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ বেশি।
-
পরিবেশ অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলায় সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া) ইট পোড়ানো ও ইট প্রস্তুতের কার্যক্রম নিষিদ্ধ।
-
উন্মুক্তভাবে কঠিন বর্জ্য পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
-
বায়ুদূষণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমন নতুন শিল্পকারখানার জন্য অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ থাকবে।
0
Updated: 1 month ago
Which of the following is not a country with an equatorial climate?
Created: 1 month ago
A
Costa Rica
B
Philippines
C
Albania
D
Brunei
নিরক্ষীয় জলবায়ু হলো এমন একটি জলবায়ু যা মূলত নিরক্ষরেখার আশপাশের দেশসমূহে বিরাজমান থাকে এবং এখানে সূর্যের তাপ Year-round বেশি থাকে। এর মূল বিষয়গুলো হলো:
অবস্থান ও দেশসমূহ:
-
নিরক্ষরেখার উভয় পাশে ৫° অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত।
-
সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের কারণে এ অঞ্চলে বছরে দুইবার অত্যধিক তাপমাত্রা দেখা যায়।
-
কিছু স্থানে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে ১০° অক্ষাংশ পর্যন্ত জলবায়ু বিস্তৃত।
-
বিষুবরেখার পার্শ্ববর্তী ৯৬৫ কি.মি. এলাকা জুড়ে এই জলবায়ুর প্রভাব বিস্তৃত।
-
আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা ও গিনি উপকূলীয় এলাকা, মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া, এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল অন্তর্ভুক্ত।
-
এছাড়াও নিরক্ষরেখার কাছাকাছি দেশগুলো যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, আমাজন নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে এই জলবায়ুর প্রভাব থাকে।
-
উল্লেখ্য, আলবেনিয়া নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত নয়।
নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য:
-
সূর্য প্রায় সারাবছর লম্বভাবে কিরণ দেয়, ফলে গ্রীষ্মকালের প্রাধান্য লক্ষ্য করা যায়।
-
উষ্ণ ও আর্দ্র জলবায়ুর কারণে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তনশীল থাকে।
-
শীতের প্রকোপ প্রায় নেই।
-
অন্যান্য বৈশিষ্ট্য:
১. সারাবছর সূর্য লম্বভাবে কিরণ দেয়ার ফলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে।
২. অধিক সূর্য তাপ ও জলভাগের কারণে বাষ্পীভবনের মাত্রা বেশি।
৩. বেশি বৃষ্টিপাতের কারণে চিরহরিৎ বনাঞ্চল গড়ে ওঠে।
৪. অধিক উত্তাপের ফলে স্থায়ী নিম্নচাপ তৈরি হয় এবং উপক্রান্তীয় উষ্ণ চাপবাহিত বাতাস প্রবাহিত হয়।
৫. মৃত্তিকা কৃষিকাজের জন্য উপকারী হলেও মাটি ক্ষয় হয়।
0
Updated: 1 month ago
অতিবেগুনী রশ্মি কোথা থেকে আসে?
Created: 6 months ago
A
চন্দ্র
B
তারকা
C
সূর্য
D
ব্ল্যাক হোল
সূর্য থেকে অতিবেগুনী রশ্মি আসে। বায়ুমণ্ডলের ওজোন স্তর এই রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে অন্যথায় পৃথিবীর সমস্ত প্রাণীকুল ধ্বংস হয়ে যেত এবং সমস্ত মানুষ অন্ধ হয়ে যেত। তবে জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলো গামা রশ্মি।
উৎস: NASA ওয়েবসাইট।
0
Updated: 6 months ago