ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
A
বাংলা ১০৭৬ সালে
B
বাংলা ১১৭৬ সালে
C
বাংলা ১৩৭৬ সালে
D
বাংলা ১২৭৬ সালে
উত্তরের বিবরণ
বাংলার ইতিহাসে ১১৭৬ বঙ্গাব্দের দুর্ভিক্ষ একটি ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে পরিচিত, যা সাধারণভাবে “ছিয়াত্তরের মন্বন্তর” নামে উল্লেখ করা হয়। এই দুর্ভিক্ষে বিপুল সংখ্যক মানুষ অনাহারে মৃত্যুবরণ করে এবং সামাজিক কাঠামো মারাত্মকভাবে ভেঙে পড়ে।
• দুর্ভিক্ষ সংঘটিত হয় ১৭৭০ খ্রিষ্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দে)
• এটি মূলত বর্ধিত খাজনা, কৃষিতে অব্যবস্থাপনা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক শোষণ এবং প্রাকৃতিক খরার কারণে ঘটে
• ধারণা করা হয়, সেই সময় বাংলার প্রায় তৃতীয়াংশ জনসংখ্যা মৃত্যুবরণ করে
• কৃষি উৎপাদন মারাত্মকভাবে কমে গেলে খাদ্যের দাম কয়েকগুণ বেড়ে যায়
• দুর্ভিক্ষের প্রভাব অর্থনীতি, সমাজ, জনসংখ্যা এবং প্রশাসনিক নীতিতে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনে
0
Updated: 5 hours ago
বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’- এর সময়কাল
Created: 5 days ago
A
১৭৭০ খ্রিস্টাব্দ
B
১৭৬০ খ্রিস্টাব্দ
C
১৭৬৫ খ্রিস্টাব্দ
D
১৭৫৬ খ্রিস্টাব্দ
বাংলার ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর ছিল একটি ভয়াবহ দুর্ভিক্ষ, যা ঘটে বাংলা ১১৭৬ বঙ্গাব্দে (১৭৭০ খ্রিস্টাব্দে)। এই দুর্ভিক্ষের মূল কারণ ছিল রবার্ট ক্লাইভের দ্বৈত শাসন নীতি, যার ফলে কৃষি উৎপাদন হ্রাস পায় এবং প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেয়।
-
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায়ে মনোযোগ দিলেও প্রজাদের কল্যাণে কোনো পদক্ষেপ নেয়নি।
-
দুর্ভিক্ষের সময় খাদ্যাভাব ও মহামারির কারণে প্রায় ১ কোটি মানুষের মৃত্যু ঘটে।
-
এটি বাংলার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোতে গভীর প্রভাব ফেলে এবং কোম্পানি শাসনের নির্মমতা প্রকাশ পায়।
0
Updated: 5 days ago
“ছিয়াত্তরের মন্বন্তর” বলা হয় বাংলা কোন সনকে?
Created: 1 month ago
A
১১৭৬
B
১১৭০
C
১৭৭৬
D
১২৭২
“ছিয়াত্তরের মন্বন্তর” বলা হয় বাংলা ১১৭৬ সনকে। এই মন্বন্তর ছিল ভারতের উপমহাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ, যেখানে বহু মানুষ প্রাণ হারান। এটি বাংলার ইতিহাসে অন্যতম করুণ ঘটনা হিসেবে গণ্য হয়।
0
Updated: 1 month ago
'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা কোন সনে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
১২৭৬ সনে
B
১৩৭৬ সনে
C
১১৭৬ সনে
D
১১৭০ সনে
ছিয়াত্তরের মন্বন্তর ছিল ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় সংঘটিত এক ভয়াবহ দুর্ভিক্ষ, যা ইতিহাসে জনসংখ্যার বিপর্যয় ও উপনিবেশিক শোষণের উদাহরণ হিসেবে স্মরণীয়। এই দুর্ভিক্ষে জনজীবন ও অর্থনৈতিক ব্যবস্থা চরমভাবে ধ্বংসপ্রাপ্ত হয়।
-
১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দে) গ্রীষ্মকালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।
-
এটি ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
-
কোম্পানির মুর্শিদাবাদের প্রতিনিধি রিচার্ড বেচারের ভাষায়, “দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করছে, তা গুজব নয়, অতিসত্য।”
-
এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মারা যায়।
-
ইংরেজ সরকার বাংলার জনগণকে এই বিপর্যয় থেকে রক্ষার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
-
বরং ১৭৬৫-৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাৎসরিক রাজস্ব আদায় দুর্ভিক্ষের সময়ও প্রায় আগের পর্যায়ের সমান ছিল।
-
এর ফলে চরম শোষণ ও নির্যাতনের ফলে বাংলার মানুষ হত দরিদ্র ও অসহায় হয়ে পড়ে।
0
Updated: 1 month ago