The sentence ''This school was built in 1971'' is-
A
past tense
B
past indefinite
C
passive
D
past perfect
উত্তরের বিবরণ
বাক্যটি Passive কারণ এখানে কর্তা উল্লেখ নেই এবং কাজের ফল বা প্রাপ্তি—অর্থাৎ স্কুলটি নির্মিত হওয়া—মূলভাবে প্রকাশ করা হয়েছে। বাক্যের কাঠামো এবং ক্রিয়াপদের রূপ দেখে সহজেই এটি শনাক্ত করা যায়।
• Passive voice–এ সাধারণত বাক্যের কর্তা না থেকে কাজের গ্রাহক বা প্রভাবিত অংশ বাক্যের শুরুতে থাকে, যেমন এখানে “This school”।
• ক্রিয়াপদের গঠনে be verb + past participle (built) ব্যবহৃত হয়, যা passive গঠনের স্বাভাবিক নিয়ম।
• বাক্যটি জানায় যে কাজটি কে করেছে তার চেয়ে কাজটি সম্পন্ন হয়েছে—এ তথ্যটাই বেশি গুরুত্বপূর্ণ; তাই passive ব্যবহৃত হয়েছে।
• অতীতকালের passive বাক্যে সাধারণত was/were + V3 ব্যবহৃত হয়, এবং এখানে was built সেই নিয়ম অনুসরণ করছে।
• Passive voice ব্যবহার করা হয় যখন কর্তা অজানা, অপ্রাসঙ্গিক অথবা উল্লেখ না করলেও চলে; এই বাক্যে নির্মাণকারী ব্যক্তির নাম না থাকা সেই নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ।
• এমন বাক্য সাধারণত বস্তুর ইতিহাস, তথ্যবহুল বিবরণ বা ঘটনার বিবৃতিতে ব্যবহৃত হয়, যাতে গুরুত্ব থাকে ঘটনার উপর, কর্তার উপর নয়।
0
Updated: 5 hours ago
The team agreed to implement the scheme immediately. [passive]
Created: 2 months ago
A
The team agreed that the scheme be implemented immediately.
B
The team agreed that the scheme to be implemented immediately.
C
The team agreed that the scheme should be implement immediately.
D
The team agreed that the scheme should be implemented immediately.
Active: The team agreed to implement the scheme immediately.
Passive: The team agreed that the scheme should be implemented immediately.
নিয়ম (Rule) – Active থেকে Passive করার জন্য:
-
Active structure: Subject + verb (like agree, decide, arrange, determine, demand) + to-infinitive + object
-
Passive conversion steps:
-
মূল subject ও verb 그대로 রাখুন।
-
that যোগ করুন।
-
to-infinitive-এর object বসান।
-
should be বসান।
-
to-infinitive-এর verb-এর past participle ব্যবহার করুন।
-
উদাহরণ:
-
Active: Proma decided to sell the house.
Passive: Proma decided that the house should be sold. -
Active: The team agreed to implement the plan immediately.
Passive: The team agreed that the plan should be implemented immediately.
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
0
Updated: 2 months ago
The manager agreed to change the schedule. [passive]
Created: 1 month ago
A
The manager agreed that the schedule have to be changed.
B
The manager agreed that the schedule has been changed.
C
The manager agreed that the schedule to be changed.
D
The manager agreed that the schedule should be changed.
Active voice-এ থাকা Agree, be anxious, arrange, determine, be determined, decide, demand + infinitive + object যুক্ত বাক্যকে Passive voice-এ রূপান্তরের নিয়ম হলো:
-
প্রদত্ত Active voice-এর subject ও verb 그대로 রাখা হবে।
-
that বসানো হবে।
-
Infinitive-এর পরের Object (direct object) বসানো হবে।
-
should be বসানো হবে।
-
Infinitive-এর পরের verb-এর past participle ব্যবহার করা হবে।
উদাহরণ:
-
Active: Proma decided to sell the house.
Passive: Proma decided that the house should be sold। -
Active: The manager agreed to change the schedule.
Passive: The manager agreed that the schedule should be changed।
অন্য অপশন বিশ্লেষণ:
-
ক) The manager agreed that the schedule have to be changed. → Present/Future বাধ্যবাধকতা বোঝায়, যা মূল বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
-
খ) The manager agreed that the schedule has been changed. → ইতিমধ্যেই পরিবর্তন হয়ে গেছে বোঝায়, কিন্তু মূল বাক্যে এমনটা বলা হয়নি।
-
গ) The manager agreed that the schedule to be changed. → অসম্পূর্ণ structure, modal verb নেই।
উৎস:
0
Updated: 1 month ago
The soup tastes delicious. (passive)
Created: 2 months ago
A
The soup is tasted delicious.
B
The soup was delicious tasted.
C
Delicious is tasted by the soup.
D
The soup is delicious when it is tasted.
The correct answer is - ঘ) The soup is delicious when it is tasted.
Quasi-Passive Verb হলো এমন কিছু active form-এর verb, যেগুলো দেখতে active হলেও অর্থে passive sense প্রকাশ করে।
উদাহরণ:
-
Active: The soup tastes delicious.
-
Passive: The soup is delicious when it is tasted.
Complement সহ (With Complement) Verb
-
Verb-এর অর্থ সম্পূর্ণ করতে একটি complement প্রয়োজন হয়।
-
Complement বিশিষ্ট quasi-passive verb থাকলে passive করতে structure:
Passive: S + be-verb + complement + when(if) + it/they + be-verb + V(p.p)
আরও উদাহরণ:
-
Active: The cloth feels smooth.
-
"feels" → quasi-passive verb
-
"smooth" → complement
-
-
Passive: The cloth is smooth when it is felt.
অন্য অপশনসমূহ:
ক) The soup is tasted delicious.
-
"tasted" যদি verb হয়, তবে "delicious" তার object হতে পারে না।
-
বাক্যটি অপ্রাসঙ্গিক।
খ) The soup was delicious tasted.
-
"delicious tasted" ভুল বাক্যাংশ; adjective ও verb-এর ভুল ব্যবহার।
গ) delicious is tasted by the soup
-
বাক্যটি অর্থহীন — সুপ কোনো কিছু টেস্ট করে না।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 2 months ago