His conduct admits _____ no excuse.
A
against
B
to
C
of
D
by
উত্তরের বিবরণ
ইংরেজি বাক্যে admit of একটি নির্দিষ্ট ব্যাকরণগত ফ্রেইজ, যার অর্থ কোনো কিছু গ্রহণ করা, অনুমতি দেওয়া বা কোনো ব্যাখ্যা/অজুহাতকে স্থান দেওয়া। তাই এখানে সঠিক শব্দ of ছাড়া অন্য কিছু ব্যবহার করলে বাক্যের অর্থ নষ্ট হয়ে যায়।
• admit ক্রিয়া যখন “of” সহ ব্যবহৃত হয়, তখন এটি একটি স্থায়ী অভিব্যক্তি তৈরি করে, যা সাধারণত “allow” বা “permit” অর্থ প্রকাশ করে।
• “admit of no excuse” বলতে বোঝানো হয় যে তার আচরণ এমন ছিল যা কোনো অজুহাতকে গ্রহণ করার সুযোগ দেয় না।
• ইংরেজিতে অনেক verb–preposition combination বা collocation আছে, যেগুলো নিয়মমাফিক শিখতে হয়—admit of তাদের মধ্যে একটি স্থায়ী রূপ।
• এই ধরনের ফ্রেইজে preposition পরিবর্তন করলে ব্যাকরণগত ভুল হওয়ার পাশাপাশি অর্থও অস্পষ্ট হয়ে পড়ে।
• সাহিত্য, আনুষ্ঠানিক লেখা এবং আইনি ভাষায় “admit of” খুবই প্রচলিত, যেখানে কঠোর, স্পষ্ট অর্থ প্রকাশ করতে হয়।
0
Updated: 5 hours ago
He felt no qualms borrowing money from his friends.
Created: 2 days ago
A
To
B
For
C
Of
D
About
এই বাক্যটি বোঝায় যে ব্যক্তি তার বন্ধুদের কাছ থেকে টাকা ধার নেওয়া নিয়ে কোনও দুশ্চিন্তা বা লজ্জা অনুভব করেনি। এখানে মূল শব্দ “qualms” যা মানসিক দ্বিধা, অনুশোচনা বা নৈতিক সংকোচ বোঝায়।
• qualms-এর অর্থ হলো অন্তর্নিহিত সন্দেহ বা অনুশোচনা, যা কোনো কাজ করার সময় মনকে দ্বিধাগ্রস্ত করে।
• বাক্যে বলা হচ্ছে, তিনি বন্ধুদের কাছ থেকে টাকা ধার নেওয়ার ক্ষেত্রে স্মারক বা দ্বিধাহীন ছিলেন।
• এটি তার নৈতিক বা সামাজিক অনুশোচনার অভাব নির্দেশ করে, অর্থাৎ তিনি এতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
• সাধারণভাবে, “feel no qualms” বলতে বোঝায় নির্দ্বিধায় বা সংকোচ ছাড়া কোনো কাজ করা।
0
Updated: 2 days ago
Do you have any money ___ you? Fill in the blank with appropriate preposition:
Created: 2 months ago
A
to
B
over
C
in
D
on
“Have something on you” একটি বাক্যাংশ যার অর্থ হলো কোনো কিছু বহন করা, যেমন পকেট বা ব্যাগে রাখা। বাংলায় এর অর্থ হলো (পকেট বা ব্যাগে) কোনো কিছু থাকা।
উদাহরণ হিসেবে:
-
Can you pay, I don’t seem to have any money on me.
-
Have you got your passport on you?
প্রশ্নে প্রদত্ত বাক্যের অর্থ হলো তোমার সাথে/পকেটে কি টাকা আছে?
সুতরাং, সঠিক উত্তর হলো ঘ) on
0
Updated: 2 months ago
The club caters ____ children between the ages of four and twelve.
Created: 3 months ago
A
for
B
of
C
with
D
in
Sentence: The club caters for children between the ages of four and twelve.
Cater for/to: কারও প্রয়োজন বা চাহিদা পূরণ করা।
Bangla meaning: প্রয়োজনীয় জিনিস সরবরাহ বা মনোরঞ্জন করা।
Examples:
-
Cater to his every whim.
-
Cater to racism.
-
Magazines cater to professionals.
-
Stores cater to Japanese tourists.
-
Schools cater for gifted children.
-
Resort caters for the well-off.
0
Updated: 3 months ago