A
The Royal National Theatre
B
The Globe Theatre
C
The West End Theatres
D
The Broadway Theatres
উত্তরের বিবরণ
William Shakespeare (1564-1616):
- তিনি জন্মগ্রহণ করেন ১৫৬৪।
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- He was called 'Bard of Avon' or 'Swan of Avon'.
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি ১৫৪ টি সনেট, ৩টি long narrative poem, ৩৭ টি play লিখেন।
- ১৫৯৯ সালের পর Globe Theatre এ William Shakespeare এর নাটকগুলো perform হয়।
Source: Encyclopedia Britannica.

0
Updated: 3 weeks ago
Who discovers King Duncan’s murder?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Lennox
C
Macduff
D
Banquo
রাজা Duncan হত্যার পর সকালে Macduff তাকে জাগাতে যায় এবং রক্তাক্ত দেহ আবিষ্কার করে। তার চিৎকারে পুরো দুর্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আবিষ্কার Macbeth-এর জন্য নাটকীয় মোড় তৈরি করে, কারণ সে নিজের অপরাধ আড়াল করতে দ্রুত ব্যবস্থা নেয়।

0
Updated: 2 weeks ago
Famous playwright William Shakespeare passed away in which of the following year?
Created: 3 weeks ago
A
1616
B
1564
C
1596
D
1660
Famous playwright William Shakespeare passed away in 1616 (April 23).
• William Shakespeare (1564 -1616)
- তিনি জন্মগ্রহণ করেন 23rd April, 1564.
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয় কারণ তার সাথে স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন শহরের সম্পর্ক রয়েছে,
- যেখানে তিনি ১৫৬৪ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং যেখানে তিনি তার শৈশবকাল কাটিয়েছিলেন।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor,
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং ৩৭টি Drama লিখেছেন।
- তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো
- Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
- 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন।
Source: Britannica.

0
Updated: 3 weeks ago
Who kills Cornwall?
Created: 2 weeks ago
A
Edgar
B
Servant
C
Albany
D
Oswald
কর্নওয়াল গ্লস্টারের চোখ উপড়ে দেওয়ার সময় তারই এক বিশ্বস্ত চাকর এই নিষ্ঠুরতার প্রতিবাদ করে এবং তাকে আঘাত করে। আঘাতটি মারাত্মক হয়ে কর্নওয়ালের মৃত্যু ঘটে। এটি নাটকের ন্যায়বিচারের এক প্রতীকী মুহূর্ত।

0
Updated: 2 weeks ago