মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
A
৯ টি
B
১০ টি
C
১১ টি
D
১২ টি
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের সময় পুরো বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল যেন যুদ্ধ পরিচালনা, সমন্বয় ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালিত হতে পারে।
• সেক্টরভিত্তিক সামরিক কৌশল নির্ধারণের ফলে বিভিন্ন এলাকায় সমান্তরালভাবে যুদ্ধ পরিচালনা সহজ হয় এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ চালানো সম্ভব হয়।
• প্রতিটি সেক্টরের নেতৃত্বে ছিলেন একজন সেক্টর কমান্ডার, যারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, পরিচালনা ও অপারেশন প্ল্যান তৈরি করতেন।
• সেক্টরগুলো ভৌগোলিক অবস্থান, কৌশলগত গুরুত্ব ও সম্ভাব্য যুদ্ধমুখী পরিকল্পনা অনুযায়ী ভাগ করা হয়েছিল, যেমন– নদীপথ, স্থলভাগ, সীমান্ত এলাকা ইত্যাদি।
• সেনাবাহিনীর পাশাপাশি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, আনসার, ছাত্র-জনতা— সবার সমন্বয়ে এই সেক্টর কমান্ড কাঠামো কার্যকর ভূমিকা রাখে।
• বিশেষভাবে গঠিত “অপারেশনাল সাব-সেক্টর” ও “জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স”-এর মতো অতিরিক্ত কমান্ডও সেক্টর কাঠামোর বাইরে থেকে যুদ্ধকে আরও সক্রিয় করে তোলে।
• ১১ সেক্টরের এই সংগঠিত ব্যবস্থা মুক্তিযুদ্ধের সামগ্রিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্বাধীনতা অর্জনের প্রক্রিয়াকে দ্রুততর করে।
0
Updated: 6 hours ago
মুক্তিযুদ্ধে কোন সেক্টরের সদর দপ্তর ছিল হরিনাতে?
Created: 2 months ago
A
১নং সেক্টর
B
২নং সেক্টর
C
৩নং সেক্টর
D
৪নং সেক্টর
-
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ
-
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে ৬৪টি সাব-সেক্টর গঠন করা হয়।
-
-
১নং সেক্টর: চট্টগ্রাম–পার্বত্য চট্টগ্রাম
-
হেডকোয়ার্টার: হরিনাতে
-
কমান্ডার: মেজর জিয়াউর রহমান ও মেজর রফিকুল ইসলাম
-
-
২নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, নোয়াখালি
-
সদর মেলাঘর
-
কমান্ডার: খালেদ মোশাররফ ও এ.টি.এম. হায়দার
-
-
৩নং সেক্টর: সিলেট–শ্রীমঙ্গল এলাকা
-
কমান্ডার: কে.এম. শফিউল্লাহ ও এ.এন.এম. নূরুজ্জামান
-
-
৪নং সেক্টর: সিলেট সীমান্ত অঞ্চল
-
হেডকোয়ার্টার: করিমগঞ্জ–মাসিমপুর
-
কমান্ডার: সি.আর. দত্ত ও ক্যাপ্টেন এ রব
-
-
৫নং সেক্টর: ডাউকি–দুর্গাপুর এলাকা
-
হেডকোয়ার্টার: বাঁশতলা
-
কমান্ডার: মীর শওকত আলী
-
-
৬নং সেক্টর: রংপুর–ঠাকুরগাঁও অঞ্চল
-
কমান্ডার: এম. খাদেমুল বাশার
-
-
৭নং সেক্টর: রাজশাহী–বগুড়া এলাকা
-
কমান্ডার: নাজমুল হক, এ. রব, কাজী নূরুজ্জামান
-
-
৮নং সেক্টর: কুষ্টিয়া–যশোর–খুলনা এলাকা
-
কমান্ডার: আবু ওসমান ও এম.এ. মঞ্জুর
-
-
৯নং সেক্টর: বরিশাল–পটুয়াখালী–খুলনার অংশ
-
হেডকোয়ার্টার: টাকি
-
কমান্ডার: এম.এ. জলিল, মঞ্জুর, জয়নাল আবেদীন
-
-
১০নং সেক্টর: নৌ-কমান্ডো সেক্টর
-
নিয়মিত কমান্ডার ছিল না
-
-
১১নং সেক্টর: ময়মনসিংহ এলাকা
-
কমান্ডার: এম. আবু তাহের ও হামিদুল্লাহ
-
সূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র গৃহীত ও প্রবর্তিত হয় কত সালে?
Created: 2 months ago
A
১৯৫৩ সালে
B
১৯৫৪ সালে
C
১৯৫৫ সালে
D
১৯৫৬ সালে
বাংলাদেশ বিষয়াবলি
পাকিস্তান
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
পাকিস্তানের ১৯৫৬ সালের শাসনতন্ত্র
-
পাকিস্তান সৃষ্টির দীর্ঘ ৯ বছর পর শাসনতন্ত্র বিশেষজ্ঞগণ প্রথম শাসনতন্ত্র প্রণয়ন করেন।
-
১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র গৃহীত ও প্রবর্তিত হয়।
-
এটি ছিল পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র।
-
১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি গণপরিষদ পাকিস্তানে ইসলামি প্রজাতন্ত্র ধরনের শাসনতন্ত্র গ্রহণ করে।
-
১৯৫৬ সালের ২ মার্চ গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা শাসনতন্ত্র বিলে সম্মতি দেন।
-
মোট ১০৫ পৃষ্ঠার এ শাসনতন্ত্রে একটি প্রস্তাবনা, ১৩টি অংশ, ২৩৪টি বিধি এবং ৬টি তালিকা অন্তর্ভুক্ত ছিল।
-
এতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ছাড়াও প্রাদেশিক শাসনব্যবস্থার উল্লেখ ছিল।
তথ্যসূত্র: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন?
Created: 1 month ago
A
১ নং
B
২ নং
C
৮ নং
D
১১ নং
মুক্তিযুদ্ধে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাঙালির ইতিহাসের এই মুক্তিসংগ্রামে পুরুষদের পাশাপাশি নারীরাও সংগ্রামে অংশগ্রহণ করেন এবং অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে মোট ৬৭৬ বীরযোদ্ধাকে বিভিন্ন খেতাবে ভূষিত করা হয়।
-
তাদের মধ্যে দুজন নারী ছিলেন, ডা. সেতারা বেগম এবং তারামন বিবি, যাদের ‘বীরপ্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।
-
তারামন বিবি অংশগ্রহণ করেছিলেন ১১ নং সেক্টরে, যেখানে সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের।
-
মুক্তিযুদ্ধের বিজয়ের পরে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার তাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করে।
-
১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী তার হাতে বীরপ্রতীক সম্মাননা প্রদান করেন।
-
২০১৮ সালের ১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন মুক্তিযুদ্ধের কিংবদন্তী নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি।
0
Updated: 1 month ago