৬ দফা দাবি প্রথম কোথায় উথাপন করা হয়?
A
ঢাকায়
B
করাচিতে
C
লাহোরে
D
কলকাতায়
উত্তরের বিবরণ
৬ দফা দাবি বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের মূল ভিত্তি হিসেবে ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই দাবি প্রথম আনুষ্ঠানিকভাবে লাহোরে উপস্থাপন করা হয়।
• ১৯৬৬ সালে লাহোরে পাকিস্তানের বিরোধীদলীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি পেশ করেন।
• পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক বৈষম্যের বিরুদ্ধে এটি ছিল একটি শক্তিশালী স্বাধিকারভিত্তিক রাজনৈতিক রূপরেখা।
• দাবিগুলোর মূল উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানকে প্রকৃত অর্থে স্বায়ত্তশাসন দেওয়া এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিত করা।
• মুদ্রানীতি, বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ, করব্যবস্থা, আধাসামরিক বাহিনী গঠন ও আর্থিক ক্ষমতা বণ্টন—এসব বিষয়ে স্পষ্ট প্রস্তাব তুলে ধরা হয়।
• লাহোরে এই দাবি প্রথম প্রকাশিত হওয়ার পর সমগ্র পূর্ব পাকিস্তানে আন্দোলনের গতি ত্বরান্বিত হয় এবং এটি পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের পথ তৈরি করে।
• পাকিস্তান সরকার ৬ দফাকে বিভাজনমূলক দাবি হিসেবে চিহ্নিত করলেও বাঙালি জনগণ এটিকে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের মূল দাবি হিসেবে গ্রহণ করে।
0
Updated: 7 hours ago
উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি ৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
Created: 1 week ago
A
১০৫
B
১১৫
C
১২৫
D
১৩৪
উন্নয়নশীল দেশগুলোর বৈশ্বিক জোট জি-৭৭ (G-77) বর্তমানে ১৩৪টি দেশ নিয়ে গঠিত। যদিও এর নামকরণ করা হয়েছিল যখন সদস্য দেশ ছিল মাত্র ৭৭টি, পরবর্তীতে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৩৪-এ পৌঁছেছে। এর সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান, এবং সংগঠনটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
0
Updated: 1 week ago
নীল নদের উৎস কোনটি?
Created: 3 months ago
A
ইথিওপিয়ার পবর্তমালা
B
ভিক্টোরিয়া হ্রদ
C
আন্দিজ পর্বতমালা
D
মিনোসোটার হ্রদ
নীল নদ সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
আফ্রিকা মহাদেশে অবস্থিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৬৫০ কিমি
-
-
উৎপত্তি:
-
উৎস: আফ্রিকার লেক ভিক্টোরিয়া
-
-
প্রবাহ ও পতিত হওয়া:
-
বিভিন্ন দেশ অতিক্রম করে ভূ-মধ্যসাগরে পতিত
-
নদী ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত:
-
মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, তানজানিয়া
-
-
-
উপনদী:
-
দুটি প্রধান উপনদী: সাদা নীল এবং নীল নীল
-
তথ্যসূত্র: Britannica.com & Worldatlas.com
0
Updated: 3 months ago
জাতিসংঘ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কয়টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল?
Created: 1 month ago
A
৪৪টি
B
৪৮টি
C
৫০টি
D
৫১টি
জাতিসংঘ সনদ (UN Charter):
জাতিসংঘ সনদ হলো জাতিসংঘের (United Nations) মূল ভিত্তি ও সংবিধানস্বরূপ দলিল। এর মাধ্যমেই ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald MacLeish) — যিনি ছিলেন একজন মার্কিন কবি, লেখক ও কূটনীতিক।
গঠন: জাতিসংঘ সনদে মোট ১৯টি অধ্যায় ও ১১১টি অনুচ্ছেদ রয়েছে, যা জাতিসংঘের কাঠামো, উদ্দেশ্য, নীতিমালা ও কার্যক্রম নির্ধারণ করে।
সানফ্রান্সিসকো সম্মেলন (San Francisco Conference):
-
এই সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে।
-
এতে ৫০টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করে এবং জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
-
যদিও পোল্যান্ড সেই সম্মেলনে উপস্থিত ছিল না, তবে পরবর্তীতে ১৯৪৫ সালের ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করে।
-
তাই পোল্যান্ডকে ৫১তম স্বাক্ষরকারী দেশ হিসেবে গণ্য করা হলেও, প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবেই বিবেচনা করা হয়।
মূল তথ্যাবলি:
-
সনদ কার্যকর হয়: ২৪ অক্টোবর ১৯৪৫ (জাতিসংঘ দিবস)
-
স্বাক্ষরিত হয়: ২৬ জুন ১৯৪৫
-
স্বাক্ষরকারী দেশ: প্রাথমিকভাবে ৫০টি (পরবর্তীতে পোল্যান্ডসহ ৫১টি)
-
বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা: ১৯৩টি
তাৎপর্য:
জাতিসংঘ সনদ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সহযোগিতা ও মানবাধিকারের ভিত্তিতে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত। এটি আজও আন্তর্জাতিক সম্পর্ক ও আইনের অন্যতম প্রধান দলিল হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago