গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?
A
২৬ মার্চ ১৯৭২
B
১০ জানুয়ারি ১৯৭২
C
১৬ ডিসেম্বর ১৯৭২
D
০৪ নভেম্বর ১৯৭২
উত্তরের বিবরণ
বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রব্যবস্থাকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য যে সংবিধান প্রণীত হয়, তা ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়। এই তারিখটি বেছে নেওয়া হয় দেশের বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্যের কারণে।
• ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান সভা কর্তৃক সংবিধান গৃহীত হয় এবং আনুষ্ঠানিকভাবে গেজেটে প্রকাশ করা হয়।
• কার্যকারিতা ১৬ ডিসেম্বর নির্ধারণের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের বিজয় অর্জনের দিনটিকে সাংবিধানিক সূচনা হিসেবে প্রতিষ্ঠা করা।
• সংবিধান কার্যকর হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা সংসদীয় গণতন্ত্র, মৌলিক অধিকার, নাগরিক স্বাধীনতা ও রাষ্ট্র পরিচালনার নীতিমালার ভিত্তিতে সুসংহত কাঠামো পায়।
• সংবিধান তিনটি স্তম্ভ—নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগ—কে আলাদা ক্ষমতা দিয়ে রাষ্ট্র পরিচালনার ভারসাম্য নিশ্চিত করে।
• এটি স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও মানবতার মূল মূল্যবোধকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে স্থাপন করে, যা পরবর্তী সব আইন ও রাষ্ট্রীয় কার্যক্রমের ভিত্তি হয়ে ওঠে।
• সংবিধান কার্যকর হওয়ার পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একটি স্বতন্ত্র সাংবিধানিক রাষ্ট্রে পরিণত হয়, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।
0
Updated: 8 hours ago
বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
Created: 4 months ago
A
জাপান
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
যুক্তরাজ্য
বাংলাদেশের প্রধান সাহায্যপ্রদানকারী দেশসমূহ
বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ হিসেবে পরিচিত জাপান।
বাংলাদেশের প্রধান সাহায্যদাতা দেশগুলোর মধ্যে রয়েছে:
১। জাপান
২। যুক্তরাষ্ট্র
৩। ফ্রান্স
৪। জার্মানি
জাপান সম্পর্কে কিছু তথ্য:
-
জাপান একটি পূর্ব এশীয় দ্বীপরাজ্য।
-
এর রাজধানী শহর হলো টোকিও।
-
দেশটির মুদ্রা হল ইয়েন।
-
জাপানের সংবিধানকে ‘বিশ্বের শান্তির সংবিধান’ হিসেবে বিবেচনা করা হয়।
-
জাপানের আইনসভা দুই কক্ষ নিয়ে গঠিত, যার নাম ডায়েট।
-
পতাকার রঙ সাদা পটভূমিতে লাল বৃত্ত।
-
বর্তমান প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু।
-
প্রধান দ্বীপগুলো হলো: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু এবং ওকিনাওয়া।
-
জাপানকে ‘সূর্যোদয়ের দেশ’ নামেও অভিহিত করা হয়।
সূত্র: U.S. Foreign Assistance by Country
0
Updated: 4 months ago
বাংলাদেশ-ICCPR এর স্বাক্ষরকারী একটি দেশ। ICCPR এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
International Conference on Civil and Political Rights
B
International Conference of Civil and Political Rights
C
International Covenant on Civil and Political Rights
D
International Covenant of Civil and Political Rights
বাংলাদেশ ICCPR বা International Covenant on Civil and Political Rights-এর স্বাক্ষরকারী একটি দেশ। এটি জাতিসংঘ কর্তৃক গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যার উদ্দেশ্য বিশ্বব্যাপী মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষা করা।
পূর্ণরূপ: International Covenant on Civil and Political Rights
-
গৃহীত হয়: ১৯৬৬ সালে
-
কার্যকর হয়: ২৩ মার্চ, ১৯৭৬ সালে
-
গৃহীত কর্তৃপক্ষ: জাতিসংঘ সাধারণ পরিষদ
-
চুক্তির লক্ষ্য: বিশ্বের প্রতিটি মানুষ যেন সমানভাবে মৌলিক অধিকার পায়, সে উদ্দেশ্যে ১৯৬৬ সালে দুটি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত হয়
-
উদ্দেশ্য: জীবনের অধিকার, বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ভোটাধিকার ও ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করা
-
মোট অনুচ্ছেদ: ৫৩টি
-
বাস্তবায়ন তদারক সংস্থা: জাতিসংঘ মানবাধিকার কমিটি (UN Human Rights Committee)
-
বাংলাদেশের অনুমোদন: ২০০০ সালে
0
Updated: 1 month ago
বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
Created: 4 months ago
A
২ বার
B
৩ বার
C
১ বার
D
৪ বার
নিরাপত্তা পরিষদ (United Nations Security Council - UNSC)
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জাতিসংঘের অন্যতম প্রধান অঙ্গ, যার মূল দায়িত্ব হলো বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘাত প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
-
এই পরিষদে মোট সদস্য সংখ্যা ১৫ জন। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য রয়েছে।
-
স্থায়ী সদস্য দেশগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এই পাঁচটি পরাশক্তিকে সম্মিলিতভাবে পি-৫ (P-5) বলা হয়।
-
জাতিসংঘ সনদের ২৩ নম্বর অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাঠামো ও সদস্য নিয়োগ সম্পর্কিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
-
স্থায়ী সদস্যদের রয়েছে বিশেষ ভেটো ক্ষমতা—তাদের যে কোনো একজন যদি কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়, তবে সেই প্রস্তাব পাশ হবে না।
-
অস্থায়ী সদস্যদের নির্বাচন করা হয় নির্দিষ্ট মেয়াদে, সাধারণত দুই বছরের জন্য। তারা ভেটো প্রয়োগ করতে না পারলেও আলোচনায় অংশগ্রহণ এবং সিদ্ধান্তে ভোটদানের অধিকার রাখে।
বিশেষ তথ্য:
-
বাংলাদেশ দুইবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
-
প্রথমবার: ১৯৭৯-৮০ মেয়াদে
-
দ্বিতীয়বার: ২০০০-০১ মেয়াদে
-
তথ্যসূত্র: UN Security Council অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 4 months ago