'Venus and Adonis' is a/an ______ by Shakespeare.
A
history play
B
comedy
C
narrative poem
D
tragedy
উত্তরের বিবরণ
'Venus and Adonis' - William Shakespeare-র লেখা একটি narrative poem.
Venus and Adonis:
- Shakespeare, Ovid’s Metamorphoses এর বই এর গল্প থেকে কবিতাটি লেখার জন্য ধারণা নিয়েছিলেন।
- এই কবিতাটি গ্রীক পুরাণের ভেনাস ও অ্যাডোনিস উপাখ্যানের উপর ভিত্তি করে রচিত যা একজন মানুষ এবং দেবীর মধ্যকার অসম প্রেম কাহিনীর বর্ণনা করে।
- কবিতার কেন্দ্রীয় চরিত্র Adonis হচ্ছে একজন অনিন্দ্য সুন্দর যুবক, শিকার করা যার পেশা আর ভেনাস হলেন goddess of love.
• ভেনাস, অ্যাডোনিসকে তার প্রেমে আকৃষ্ট করার চেষ্টা করেন কিন্তু অ্যাডোনিস শিকারে মনোনিবেশ করায় ভেনাসের প্রেমকে প্রত্যাখ্যান করেন। একদিন ভেনাস স্বপ্নে দেখেন শিকার করতে গিয়ে এডোনিসের মৃত্যু ঘটেছে এবং এ ব্যাপারে তিনি অ্যাডোনিসকে সতর্ক ও করেন। কিন্তু অ্যাডোনিস তাঁর কথা অমান্য করে শিকার করতে গেলে পরবর্তীতে অ্যাডোনিসকে একটি ভয়ঙ্কর বন্য শূকরের সাথে লড়াই করতে হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে।ভেনাস অতীব দুঃখিত হয়ে তার রক্তে ফুল ফোটান।
• এই কাব্যগ্রন্থে ভেনাসের অ্যাডোনিসের প্রতি অনুরাগ এবং তার মৃত্যুর পর গভীর শোক বর্ণিত হয়েছে। কবিতাটি প্রেম, কামনা এবং মৃত্যুর একটি উপাখ্যান।
• William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet লিখেছেন।
- কিন্তু apart from these sonnets, Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হচ্ছে -
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint, ইত্যাদি।
• Shakespeare dedicated the poems Venus and Adonis and The Rape of Lucrece to Henry Wriothesley, 3rd earl of Southampton.
- উল্লেখ্য যে, Adonais নামে Percy Bysshe Shelley এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and Venus and Adonis by William Shakespeare.

0
Updated: 2 months ago
What is the cause of King Hamlet’s death?
Created: 2 months ago
A
Illness
B
Poison poured into his ear
C
A stab wound in battle
D
Suicide
হ্যামলেটের পিতা ক্লডিয়াসের ষড়যন্ত্রে মারা যায়। ঘুমন্ত অবস্থায় তার কানে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়। এই ঘটনাই পুরো নাটকের মূল সংঘাত তৈরি করে এবং প্রতিশোধের কাহিনিকে সামনে আনে।

2
Updated: 2 months ago
Shakespeare's 'Measure for Measure' is a successful ___
Created: 1 month ago
A
tragedy
B
comedy
C
tragi-comedy
D
melodrama
"Measure for Measure"
উইলিয়াম শেক্সপিয়রের লেখা "Measure for Measure" নাটকটি সাধারণভাবে Tragi-comedy হিসেবে বিবেচিত হয়।
-
এতে ন্যায়বিচার, নৈতিকতা এবং যৌন ভণ্ডামির মতো গুরুত্বপূর্ণ ও গম্ভীর বিষয় আলোচনা করা হয়েছে, যা মূলত ট্র্যাজেডির বৈশিষ্ট্য।
-
তবে এর মধ্যে আবার কৌতুকময় উপাদান যেমন বুদ্ধিদীপ্ত শব্দ খেলা, ভুল পরিচয় এবং হাস্যকর পরিস্থিতি আছে, যা কমেডির বৈশিষ্ট্য।
-
নাটকের সমাপ্তিও স্পষ্টভাবে সুখকর বা দুঃখজনক নয়। কেউ তাদের অপরাধের শাস্তি পায়, আবার কেউ পুরস্কৃত হয়। এই ধরনের দ্ব্যর্থক বা অস্পষ্ট সমাপ্তি ট্র্যাজিকমেডির বৈশিষ্ট্য।
-
অর্থাৎ, এটি ট্র্যাজেডি এবং কমেডি—দুটির মাঝামাঝি স্থানে অবস্থান করছে।
সুতরাং, "Measure for Measure" কে Tragi-comedy বলা হয়।

0
Updated: 1 month ago
Which relationship in the play is most tragically destroyed by betrayal?
Created: 2 months ago
A
Cassio–Bianca
B
Iago–Emilia
C
Othello–Desdemona
D
Roderigo–Desdemona
ওথেলো ও ডেসডিমোনার সম্পর্ক ভালোবাসার হলেও Iago-র ষড়যন্ত্রে বিশ্বাসঘাতকতার শিকার হয়। ওথেলো অন্ধভাবে ভেবে নেয় ডেসডিমোনা অবিশ্বস্ত। এই ভুল ধারণা প্রেমকে ধ্বংস করে এবং শেষ পর্যন্ত হত্যায় রূপ নেয়। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার দ্বন্দ্ব নাটকের মূল ট্র্যাজেডি।

0
Updated: 2 months ago