কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে একুশে পদক পান?
A
১৯৭৬
B
১৯৭৮
C
১৯৭৭
D
১৯৭৯
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্য জগতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে সাহিত্যে একুশে পদকে ভূষিত হন। এই সম্মান তাঁর সাহিত্যকীর্তির গভীর মূল্যায়নকে আরও সুদৃঢ় করে।
• একুশে পদক বাংলাদেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মান, যা দেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও শিল্পে অসাধারণ অবদানের জন্য প্রদান করা হয়, এবং নজরুলের সাহিত্যিক মহিমা এই স্বীকৃতিরই ধারাবাহিক ফল।
• তাঁর বিদ্রোহী কবিতা, মানবমুক্তির আহ্বান, সাম্যবাদী চেতনা এবং বৈচিত্র্যময় সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দিয়েছে।
• কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক—সবক্ষেত্রেই তাঁর সৃষ্টিশীলতা যুগান্তকারী প্রভাব ফেলেছে, যা তাঁকে জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
• ভারতবর্ষের বঞ্চিত মানুষের পক্ষে সোচ্চার হওয়া, ধর্মীয় সাম্যের প্রচার এবং শক্তিশালী বাকশৈলী তাঁর সাহিত্যকে অনন্য পরিচয়ে প্রতিষ্ঠিত করেছে।
• ১৯৭৬ সালের একুশে পদক তাঁর জীবদ্দশার শেষ দিকের প্রাপ্ত সম্মান হলেও এটি তাঁর সাহিত্যপ্রতিভার রাষ্ট্রীয় স্বীকৃতির গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়।
0
Updated: 8 hours ago
”মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ তূর্য।” এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?
Created: 1 month ago
A
বিদ্রোহী
B
প্রলয়োল্লাস
C
কাণ্ডারী হুশিয়ার
D
মানুষ
• ”মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ তূর্য।”
• উক্ত চরণটি বিদ্রোহী কবিতার অন্তর্গত।
- ১৯২২ সালে সাপ্তাহিক বিজলি পত্রিকা প্রকাশ।
- বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত।
• অগ্নিবীণা:
- কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ।
- ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (সেপ্টেম্বর, ১৯২২ খ্রিস্টাব্দ) প্রকাশিত হয়।
- প্রথম কবিতা: প্রলয়োল্লাস
- মোট বারোটি কবিতা আছে।
- উৎসর্গ: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ
কবিতার তালিকা:
- প্রলয়োল্লাস
- বিদ্রোহী
- রক্তাম্বর-ধারিণী মা
- আগমণী
- ধূমকেতু
- কামাল পাশা
- আনোয়ার
- রণভেরী
- শাত-ইল-আরব
- খেয়াপারের তরণী
- কোরবানী
- মহররম
উৎস:
0
Updated: 1 month ago
'প্রলয়োল্লাস' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 2 months ago
A
ভাঙার গান
B
দোলনচাঁপা
C
সাম্যবাদী
D
অগ্নিবীণা
অগ্নিবীণা (কাজী নজরুল ইসলাম)
-
প্রকাশ: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
-
বিশেষত্ব:
-
কাব্যের জনপ্রিয় কবিতা ‘বিদ্রোহী’
-
‘বিদ্রোহী’ কবিতার জন্য নজরুল হন বিদ্রোহী কবি নামে পরিচিত
-
-
প্রথম কবিতা: প্রলয়োল্লাস
-
উৎসর্গ: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ
-
মোট কবিতা: ১২টি
কবিতার তালিকা
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ারা
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন?
Created: 1 month ago
A
সঞ্চিতা
B
দোলনচাঁপা
C
বিষের বাশিঁ
D
সর্বহারা
কাজী নজরুল ইসলামের ‘সঞ্চিতা’ একটি কবিতা সংকলন, যা প্রকাশিত হয় ১৯২৮ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটি তিনি উৎসর্গ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। সংকলনে মোট ৭৮টি কবিতা ও গান অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
‘সঞ্চয়িতা’ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সংকলন।
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন।
উৎস:
0
Updated: 1 month ago