Shakespeare's creation Twelfth Night is a/an -
A
Comedy
B
Tragedy
C
Historical play
D
Narrative poem
উত্তরের বিবরণ
Shakespeare's "Twelfth Night" একটি কমেডি নাটক।
• Twelfth Night:
- ১৬০২-০৩ সালের দিকে লেখা এই comedy টি ১৬২৩ সালে Shakespeare এর First Folio অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Viola এ নাটকের পটভূমি Illyria নামক কাল্পনিক অঞ্চলকে ঘিরে।
- এটি এই কমেডির কেন্দ্রীয় নারী চরিত্র।
- নাটকের শুরুতে তাকে পুরুষের ছদ্মবেশে দেখতে পাওয়া যায়।
- শেক্সপিয়ারের অন্যসব কমেডির হিরোইনদের মত "Viola" কেও লেখক সুন্দর এবং বুদ্ধিদৃপ্ত চরিত্র হিসেবে উপস্থাপন করেছে।
• Shakespeare:
- জন্মস্থান Stratford upon Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
Source: Britannica.com

0
Updated: 2 months ago
What motivates Antonio throughout the play?
Created: 2 months ago
A
Desire for power
B
Love for Ferdinand
C
Obedience to Prospero
D
Fear of spirits
Antonio লোভী ও বিশ্বাসঘাতক স্বভাবের। সে প্রথমে Prospero-র সিংহাসন দখল করে এবং পরে আবার Alonso-কে হত্যা করে Sebastian-কে রাজা বানানোর ষড়যন্ত্র করে। তার চরিত্র নাটকে ক্ষমতার লোভ ও মানব দুর্বলতার প্রতীক।

1
Updated: 2 months ago
What is the main reason Lear goes mad?
Created: 2 months ago
A
Age-related mental weakness
B
The betrayal and cruelty of his elder daughters
C
A curse placed by the Fool
D
The storm’s harshness
Goneril ও Regan ক্ষমতা ও মর্যাদা কেড়ে নিয়ে Lear কে অপমান করে। এই বিশ্বাসঘাতকতা ও নির্মম আচরণ তার মানসিক ভাঙন ঘটায়, যা ঝড়ের দৃশ্যে তার অন্তর্দ্বন্দ্বের প্রতীক।

1
Updated: 2 months ago
What is the symbolic significance of the handkerchief in Othello?
Created: 2 months ago
A
It represents Othello’s military honor
B
It symbolizes love and fidelity
C
It is a sign of political power
D
It represents Desdemona’s innocence only
রুমালটি ওথেলোর মায়ের দেওয়া, যা ওথেলোর দ্বারা তার স্ত্রীকে দেওয়া ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। Iago এটিকে ষড়যন্ত্রের অস্ত্র বানায়, যেন ওথেলো ভাবে Desdemona অবিশ্বস্ত। এই প্রতীক নাটকে ঈর্ষা, বিশ্বাসঘাতকতা ও ট্র্যাজেডির কেন্দ্রে স্থান পায়।

1
Updated: 2 months ago