কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়?
A
মাটির কান্না
B
হাসু
C
মাটির মায়া
D
এক পয়সার বাঁশি
উত্তরের বিবরণ
জসীমউদ্দীন মূলত পল্লিসাহিত্যের কবি হিসেবে পরিচিত, তাই তাঁর কাব্যচর্চা ও রচনার ধারা বোঝা গেলে সহজেই নির্ধারণ করা যায় কোনটি তাঁর লেখা নয়।
• জসীমউদ্দীন বাংলা সাহিত্যে পল্লীকবি হিসেবে পরিচিত; তাঁর কাব্যে গ্রামবাংলার জীবন, সম্পর্ক, আনন্দ-বেদনা এবং লোকজ সংস্কৃতির গভীর ছাপ পাওয়া যায়।
• তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, রাখালি, গ্রাম্য জীবনের কাব্য ইত্যাদি বিশেষভাবে পরিচিত। এগুলোর বিষয়বস্তু মূলত গ্রামীণ প্রেম, সামাজিক সম্পর্ক, মানবিক অনুভব এবং ফোক উপাদান।
• অপরদিকে কাবুলিওয়ালা জসীমউদ্দীনের লেখা নয়; এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প। গল্পটির বিষয় একজন আফগান কাবুলিওয়ালা ও ছোট্ট মেয়ে মিনির স্নেহবন্ধন। এটি কাব্যগ্রন্থ নয়, একটি ছোটগল্প, এবং জসীমউদ্দীনের সাহিত্যধারা থেকে সম্পূর্ণ পৃথক।
• জসীমউদ্দীনের সাহিত্য মূলত পদ্যভিত্তিক হলেও রবীন্দ্রনাথ বিভিন্ন মাধ্যমে গল্প, উপন্যাস, গান ও নাটক রচনা করেছেন; তাই “কাবুলিওয়ালা” তাঁরই সৃষ্ট।
0
Updated: 7 hours ago
আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?
Created: 3 months ago
A
আত্মজীবনী
B
প্রণয়কাব্য
C
নীতিকাব্য
D
জঙ্গনামা
তোহফা কাব্য
-
‘তোহফা’ কবি আলাওলের পঞ্চম কাব্য। এটি মূলত বিখ্যাত সুফী সাধক শেখ ইউসুফ গদা দেহলভীর ফারসি গ্রন্থ ‘তোহফাতুন নেসায়েহ্’-এর বাংলা অনুবাদ।
-
আলাওল এই কাব্য ১৬৬৪ সালে রচনা সম্পন্ন করেন। সেই সময় নিজের অবস্থার কথা জানিয়ে বলেন, তিনি ছিলেন দুর্ভাগ্যপীড়িত ও বৃদ্ধ।
-
কাব্যটি ধর্মীয় জ্ঞান ও নৈতিক উপদেশে পরিপূর্ণ। এটি আরাকানের শ্রীমন্ত সোলেমানের আদেশে রচিত হয়েছিল।
-
যদিও এটি কাব্যরূপে লেখা, মূলত এতে ধর্মীয় নীতিকথাই প্রকাশ পেয়েছে।
-
এই কাব্য ৪৫টি অধ্যায়ে বিভক্ত। এতে মুসলমানদের ধর্মীয় আচার-আচরণ, করণীয় ও সামাজিক জীবনযাত্রা বিষয়ে আলোচনা রয়েছে।
-
তৌহিদ, ঈমান, জ্ঞান, শরিয়ত, এবাদত, বিবাহ প্রভৃতি বিষয় পয়ার ছন্দে উপস্থাপন করে কবি আলাওল এটিকে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ হিসেবে মর্যাদা দেন।
কবি আলাওল
-
আলাওল ছিলেন ১৭শ শতকের একজন বিখ্যাত মুসলিম কবি এবং আরাকান রাজসভার প্রধান কবি।
-
তিনি প্রথম জীবনে আরাকান রাজা উমাদারের দেহরক্ষী অশ্বারোহী হিসেবে কাজ করতেন।
-
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ কাব্য ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে লেখেন। এটি মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য ‘পদুমাবৎ’-এর অনুবাদ।
আলাওলের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
পদ্মাবতী
-
সিকান্দার নামা
-
তোহফা
-
সপ্তপয়কর
-
সয়ফুলমুলুক বদিউজ্জামাল
-
রাগতালনামা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস – ড. মাহবুবুল আলম
0
Updated: 3 months ago
নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
প্রেমাংশুর রক্ত চাই
B
কালো মেলা
C
গীনসাবার্গের সঙ্গে
D
ভগলার তীরে
বাংলা আধুনিক কবিতায় গভীর মানবপ্রেম, সামাজিক চেতনা ও রাজনৈতিক বাস্তবতার অনন্য কণ্ঠস্বর হিসেবে নির্মলেন্দু গুণ বিশেষভাবে পরিচিত। তাঁর কবিতায় মানুষের বেঁচে থাকা, প্রেম, সংগ্রাম ও বিপ্লব একাকার হয়ে উঠে আসে। এজন্য তাঁকে প্রায়ই বলা হয় “বাংলাদেশের কবিদের কবি”।
মূল তথ্যসমূহ:
-
নির্মলেন্দু গুণ জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে।
-
তাঁর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’।
-
তিনি কবিতা, উপন্যাস, ভ্রমণকাহিনি ও আত্মজীবনীসহ নানা ধারায় সাহিত্যচর্চা করেছেন।
-
তাঁর কবিতায় দেশপ্রেম, সাধারণ মানুষের জীবন, ন্যায়বোধ ও বিদ্রোহী সত্তা শক্তভাবে প্রতিফলিত হয়েছে।
রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
ও বন্ধু আমার
-
চাষাভূষার কাব্য
রচিত ভ্রমণকাহিনি:
-
ভগলার তীরে
-
গীনসাবার্গের সঙ্গে
-
আমেরিকায় জুয়ালেখার স্মৃতি
-
ভ্রমি দেশে দেশে
রচিত কিশোর উপন্যাস:
-
কালো মেলা
-
বাবা যখন ছোট্ট ছিলেন
0
Updated: 1 month ago
১৫) ধর্মমঙ্গল কাব্যে কোন কাহিনির কথা উল্লেখ আছে?
Created: 3 months ago
A
রামায়ণ কাহিনি
B
কৃষ্ণলীলার কথা
C
লাউসেনের কাহিনি
D
সীতার বনবাস কাহিনি
ধর্মমঙ্গল কাব্য
রচয়িতা ও শ্রেষ্ঠ কবি
-
আদি কবি: ময়ূর ভট্ট (কাব্যের নিদর্শন পাওয়া যায়নি)
-
শ্রেষ্ঠ কবি: ঘনরাম চক্রবর্তী
-
উল্লেখযোগ্য কবি: রূপরাম, সীতারাম দাস
কাব্যের বিভাজন ও বিষয়বস্তু
ধর্মমঙ্গল কাব্য মূলত দুটি পালায় বিভক্ত:
১. রাজা হরিশ্চন্দ্রের কাহিনি
২. লাউসেনের সংগ্রামী জীবন
অন্যান্য কবি
-
আদি রূপরাম
-
খেলারাম চক্রবর্তী
-
মানিকরাম
-
রূপরাম চক্রবর্তী প্রমুখ
উৎস
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক
-
বাংলাপিডিয়া
0
Updated: 3 months ago