A
27
B
127
C
158
D
37
উত্তরের বিবরণ
William Shakespeare
-
তিনি ছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার ও কবি।
-
তাঁর জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে, Stratford-upon-Avon শহরে।
-
মৃত্যু হয় ২৩ এপ্রিল ১৬১৬ সালে।
সাহিত্যকর্ম:
-
Shakespeare মোট ৩৭টি নাটক লিখেছেন, যা তাঁর সাহিত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
-
এই নাটকগুলোকে Comedy (হাস্যরসাত্মক), Tragedy (বিয়োগান্তক) এবং Historical Play (ঐতিহাসিক নাটক) হিসেবে ভাগ করা হয়েছে।
-
এছাড়াও তিনি ১৫৪টি Sonnet বা চতুর্দশপদী কবিতা রচনা করেছেন।
উপাধি ও স্বীকৃতি:
-
William Shakespeare-কে বলা হয় "The Bard of Avon", "National Poet of England" এবং "The Great Dramatist of All Time"।
-
বিখ্যাত লেখক Dr. Samuel Johnson তাঁকে "Poet of Human Nature" নামে অভিহিত করেছেন।

1
Updated: 3 weeks ago
What is Lady Macbeth’s main tactic to persuade Macbeth to kill Duncan?
Created: 2 weeks ago
A
She offers him wealth
B
She promises secrecy
C
She questions his manhood
D
She bribes the guards
Lady Macbeth Macbeth-এর সাহস ও পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলে, বলে যে যদি সে রাজা হতে চায় তবে তাকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই মানসিক চাপ Macbeth-কে Duncan হত্যায় রাজি করায়।

0
Updated: 2 weeks ago
Why does Macbeth decide to have Banquo killed
Created: 2 weeks ago
A
Banquo is a political threat
B
Banquo’s heirs are prophesied to be kings
C
Banquo might suspect his crime
D
Banquo knows the prophecy
Macbeth আশঙ্কা করে যে ডাইনিদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী Banquo-র সন্তানরা একদিন রাজা হবে। যেহেতু Macbeth-এর নিজের কোনো উত্তরাধিকারী নেই, তাই সে ভাবে, রাজা Duncan-কে হত্যা করে আসলে Banquo-র বংশের জন্যই পথ খুলে দিয়েছে। নিজের সিংহাসন রক্ষা করতে সে Banquo এবং তার ছেলে Fleance-কে হত্যা করার সিদ্ধান্ত নেয়।

1
Updated: 2 weeks ago
Who helped Prospero and Miranda survive after being exiled from Milan?
Created: 2 weeks ago
A
Antonio
B
Gonzalo
C
Sebastian
D
Alonso
Gonzalo হলেন এক দয়ালু সভাসদ, যিনি Prospero ও Miranda-কে নির্বাসনের সময় খাবার, কাপড় এবং বই দিয়ে সাহায্য করেছিলেন। এই বইগুলোই Prospero-র জাদুশক্তির উৎস। Gonzalo-র মানবিকতা ও সহানুভূতি নাটকে নৈতিকতা ও বিশ্বস্ততার উজ্জ্বল উদাহরণ।

1
Updated: 2 weeks ago