যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
A
ব্যাসবাক্য
B
সমস্যমান পদ
C
সমাসবাক্য
D
সমস্তপদ
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো: সমস্যমান পদ
ব্যাখ্যা:
-
সমস্যমান পদ হলো সেই পদ যেগুলিতে সমাস গঠিত হয়।
-
পয়েন্ট আকারে:
-
সমাস গঠনের জন্য দুটি বা ততোধিক শব্দের সংমিশ্রণ প্রয়োজন হয়।
-
যে শব্দগুলো একত্র হয়ে নতুন অর্থ গঠন করে, সেগুলোই সমস্যমান পদ।
-
ব্যাসবাক্য সমাসের গঠনের জন্য ব্যবহার হয় না; এটি মূলত বাক্যের কাঠামো বোঝাতে ব্যবহৃত হয়।
-
সমাসবাক্য এবং সমস্তপদ সমাসের ফল, কিন্তু সমাস গঠনের জন্য মূল ভূমিকা পালন করে সমস্যমান পদ।
-
তাই সমস্যমান পদই সমাস গঠনের কেন্দ্রীয় উপাদান।
-
-
এই ধারণা ব্যাকরণের নিয়ম অনুযায়ী প্রতিটি সমাস বিশ্লেষণে প্রয়োগ হয়।
0
Updated: 13 hours ago
নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
Created: 2 months ago
A
নির্জন
B
পঞ্চবটী
C
দেশান্তর
D
অনুতাপ
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে এবং যে সমাসের সমস্তপদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ, অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ।
0
Updated: 2 months ago
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
Created: 2 months ago
A
আরবি
B
ফারসি
C
সংস্কৃত
D
ইংরেজী
সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দু বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়।
0
Updated: 2 months ago
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
Created: 1 month ago
A
উপপদ তৎপুরুষ
B
উপমান কর্মধারয়
C
উপমিত কর্মধারয়
D
নিত্য সমাস
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।
0
Updated: 1 month ago