‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
A
মামুনুর রশীদ
B
জোবায়দা খানম
C
ওবায়েদুল হক
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: মামুনুর রশীদ
ব্যাখ্যা:
-
‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা বাংলাদেশী নাট্যকার মামুনুর রশীদ।
-
নাটকটি সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায় এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও সমস্যার প্রতিচ্ছবি দেখায়।
-
এতে মানবিক সম্পর্ক, সমাজের অসাম্য এবং ক্ষমতার শোষণের বিষয়বস্তু ফুটে উঠেছে।
-
মামুনুর রশীদ আধুনিক বাংলা নাটকের একজন গুরুত্বপূর্ণ চিত্রকর, যার রচনা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছে।
-
অন্যান্য রচনা যেমন ‘ডানপিটে’, ‘জ্যামিতি’, এবং ‘কফিন শো’ বাংলাদেশের নাট্যসাহিত্যে সমালোচক ও পাঠকের প্রশংসা পেয়েছে।
-
নাট্যকারের ভাষা সরল, কিন্তু চিন্তাশীল ও বাস্তবধর্মী।
0
Updated: 13 hours ago
"মুখরা রমণী বশীকরণ" কী ধরনের রচনা?
Created: 1 month ago
A
কবিতা
B
প্রবন্ধ
C
ছোটগল্প
D
অনুবাদ নাটক
"মুখরা রমণী বশীকরণ" মুনীর চৌধুরী রচিত একটি অনুবাদ নাটক। মুনীর চৌধুরী ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং বাগ্মী, যিনি তার জীবনকাল জুড়ে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন ও বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
মুনীর চৌধুরী:
-
জন্ম: ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহরে।
-
শিক্ষা ও পেশাগত জীবনের পাশাপাশি ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি এবং ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে, ১৪ ডিসেম্বর, পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।
-
-
নাটকসমূহ:
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
-
পলাশী ব্যারাক ইত্যাদি
-
-
অনুবাদ নাটকসমূহ:
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
-
-
প্রবন্ধগ্রন্থ:
-
মীর মানস
-
তুলনামূলক সমালোচনা
-
বাংলা গদ্যরীতি
-
0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
Created: 4 months ago
A
মার্চেন্ট অব ভেনিস
B
কমেডি অব এররস
C
অ্যা মিডসামার নাইটস ড্রিম টেমিং অব দ্য শ্রুনাইটস ড্রিম
D
টেমিং অব দ্য শ্রু
ভ্রান্তিবিলাস
- ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে, বিদ্যাসাগরের প্রথম রচনা বেতালপঞ্চবিংশতির বাইশ বছর পরে।
- ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপীয়রের 'কমেডি অব এররস' নাটক অবলম্বনে রচিত।
- বইয়ের 'বিজ্ঞাপন' শিরোনাম অংশে তিনি লিখেছেন:
'কিছু দিন পূর্বে, ইংলন্ডের অদ্বিতীয় কবি শেক্সপীয়রের প্রণীত ভ্রান্তিপ্রহসন পড়িয়া আমার বোধ হইয়াছিল, এতদীয় উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত হইলে লোকের চিত্তরঞ্জন হইতে পারে। তদনুসারে ঐ প্রহসনের উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত ও ভ্রান্তিবিলাস নামে প্রচারিত হইল।'
- এরপরে তিনি বলেছেন যে এই নাটকের কাব্য-অংশ শেক্সপীয়রের অন্যান্য নাটকের চেয়ে 'নিকৃষ্ট', কিন্তু এর কাহিনী-অংশ কৌতুকপূর্ণ। সেজন্য তিনি এই নাটকটি বাংলাভাষায় রূপান্তরের অনুপ্রেরণা পেয়েছেন।
-------------------------
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামেও স্বাক্ষর করতেন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি প্রথম গদ্যে যতিচিহ বা বিরামচিহ্নের ব্যবহার শুরু করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)। এই গ্রন্থে তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
• বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাসের,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘ভ্রান্তিবিলাস’ গ্রন্থ।
0
Updated: 4 months ago
'নেমেসিস' নাটকটি কোন পটভূমিতে রচিত হয়?
Created: 2 months ago
A
ভাষা আন্দোলন
B
ঊনপঞ্চাশের মন্বন্তর
C
দেশভাগ
D
ব্রিটিশ বিরোধী আন্দোলন
নুরুল মোমেন
-
জন্ম: ১৯০৬, ফরিদপুর জেলার আলফাডাঙ্গায়।
-
তিনি মূলত নাট্যকার ছিলেন।
-
তাঁর প্রথম নাটক ‘রূপান্তর’ ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
-
শ্রেষ্ঠ নাটক: নেমেসিস।
-
‘নেমেসিস’ নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়।
-
এটি ঊনপঞ্চাশের মন্বন্তর পটভূমিতে রচিত।
-
১৯৪৮ সালে তাঁর ‘বহুরূপা’ নামে একটি রম্যরচনা প্রকাশিত হয়।
নুরুল মোমেনের রচিত বিখ্যাত নাটকসমূহ
-
নেমেসিস
-
যদি এমন হতো
-
নয়া খান্দান
-
আলোছায়া
-
আইনের অন্তরালে
-
শতকরা আশি
-
রূপান্তর
-
যেমন ইচ্ছা তেমন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া, সংশ্লিষ্ট বই
0
Updated: 2 months ago