Who is the author of the play "Timon of Athens"?
A
Christopher Marlowe
B
William Shakespeare
C
G. B. Shaw
D
Alexander Pope
উত্তরের বিবরণ
The author of the play "Timon of Athens" is - William Shakespeare.
• Timon of Athens
- এটি হচ্ছে Shakespeare এর একটি unfinished Tragedy.
- এটি ১৬০৫-০৮ এর মধ্যে লেখা হয়েছে বলে ধারনা করা হয়ত।
- সম্ভবত এই Tragedy এর কিছু অংশ English dramatist Thomas Middleton এর লেখা।
- এটি একটি 5acts বিশিষ্ট tragedy.
- It belongs to Shakespeare’s late experimental period, when he explored a new kind of tragic form.
- The main theme of the play “Timon and Athens” is 'You can't buy friendship.'
• Characters:
- Timon (protagonist and title character),
- Apemantus,
- Alcibiades (an acquaintance of Timon,
- Flavius (One of Timon's servants),
- Lucullus (One of Timon's friends),
- Lucius (One of Timon's friends).
• William Shakespeare
- Born: April 26, 1564, Stratford-upon-Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.
• Notable works:
• Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.
• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,
• Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III
Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.

0
Updated: 2 months ago
What type of play is Shakespeare’s "Othello"?
Created: 1 month ago
A
Comedy
B
History
C
Romance
D
Tragedy
Othello হলো Tragedy এবং এটি William Shakespeare রচিত। ১৬০৩-০৪ সালে লেখা এই নাটকটি ৫-অঙ্কের একটি অভিনীত ট্র্যাজেডি এবং ১৬২২ সালে প্রকাশিত হয়।
-
Important characters:
-
Othello (Main Character)
-
Desdemona (Othello’s wife)
-
Brabantio
-
Iago (Villain)
-
Cassio
-
Emilia
-
-
সারসংক্ষেপ:
-
Othello, Venice-এর একজন Moorish সেনাপতি, গোপনে Desdemona কে বিয়ে করে, যা তার বাবা Brabantio মেনে নিতে পারেনি।
-
সেনাবাহিনীতে Cassio কে Lieutenant হিসেবে নিয়োগ দেওয়ায় প্রতারক Iago ক্ষুব্ধ হয়ে Othello-এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago Desdemona-এর রুমাল Cassio-এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষায় অন্ধ হয়ে Othello নিজেই Desdemona কে হত্যা করে। পরে সত্য জানার পর অনুশোচনায় আত্মহত্যা করে। Iago ধরা পড়ে এবং তার শাস্তি নির্ধারিত হয়।
-
William Shakespeare:
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Shakespeare এর নামের বানান: Shakspere
-
উপাধি: Bard of Avon বা Swan of Avon
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা। ইংরেজি জাতীয় কবি হিসেবে পরিচিত এবং বহুによর মতে সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
-
তিনি মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
-
Historical Play: Julius Caesar (Tragedy + Historical), Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I, Henry VI Part II, Henry VI Part III, Henry VIII, King John, Richard II, Richard III

0
Updated: 1 month ago
"To be, or not be, that is the question" _____ is a famous dialogue from -
Created: 2 months ago
A
Othello
B
Romeo and Juliet
C
Hamlet
D
Macbeth
• "To be, or not to be, that is the question"
এই বিখ্যাত উক্তিটি উইলিয়াম শেক্সপিয়রের লেখা 'হ্যামলেট' নাটক থেকে নেওয়া হয়েছে।
-
এটি মূল চরিত্র হ্যামলেটের একটি বিখ্যাত স্বগতোক্তি (soliloquy), যেখানে সে জীবনের অর্থ এবং বেঁচে থাকা না থাকা নিয়ে গভীরভাবে ভাবছে।
• শেক্সপিয়রের লেখা ট্র্যাজেডিগুলোর মধ্যে 'Hamlet' অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় একটি ট্র্যাজেডি।
-
এই নাটকটি মোট ৫টি অধ্যায় (act) নিয়ে গঠিত এবং এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয়।
-
প্রথম প্রকাশ ঘটে ১৬০৩ সালে।
-
নাটকে দেখা যায়, প্রিন্স হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফেরে তার বাবার মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে। সেখানে সে জানতে পারে যে, তার চাচা ক্লডিয়াস তার মা গার্ট্রুডকে বিয়ে করেছে এবং তার বাবার খুন করেছে।
-
এরপর হ্যামলেট তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নানা পরিকল্পনা করতে থাকে এবং নাটকের কাহিনি ধীরে ধীরে এগিয়ে যায়।
-
নাটকের ভিলেন বা প্রধান প্রতিপক্ষ হলো ক্লডিয়াস।
-
নাটকের শেষাংশে হ্যামলেটের মৃত্যু ঘটে, যার মাধ্যমে নাটকটির সমাপ্তি হয়।
• হ্যামলেট নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
হ্যামলেট: মূল নায়ক, ডেনমার্কের রাজপুত্র।
-
ওফেলিয়া: হ্যামলেটের ভালোবাসার মানুষ।
-
ক্লডিয়াস: হ্যামলেটের চাচা এবং রাজা, নাটকের ভিলেন।
-
গার্ট্রুড: হ্যামলেটের মা।
-
হোরেশিও: হ্যামলেটের বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ বন্ধু।
-
পোলোনিয়াস: ওফেলিয়ার বাবা।
-
লার্টিস: ওফেলিয়ার ভাই।
• হ্যামলেট নাটকের কিছু বিখ্যাত উক্তি:
-
“Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.”
(ধার দিও না, ধার নাও না; কারণ ধার অনেক সময় বন্ধুত্বও নষ্ট করে) -
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in't.”
-
“Conscience doth make cowards of us all.”
-
“There is divinity that shapes our end.”
তথ্যসূত্র: Britannica

1
Updated: 2 months ago
What does the term "Hamartia" refer to in literature?
Created: 1 month ago
A
A tragic flaw or error in judgment
B
A poetic device for exaggeration
C
The purgation or purification of emotion
D
An implicit comparison between two different things
Hamartia
-
অর্থ: Protagonist-এর চরিত্রের ত্রুটি বা ভুল
-
সংজ্ঞা: Tragedy-তে প্রধান চরিত্রের এমন flaw যা তার সফলতা থেকে পতনের কারণ হয়
-
অন্য নাম: Tragic flaw
-
উদাহরণ:
-
Dr. Faustus – ঈশ্বরসদৃশ শক্তির প্রতি তৃষ্ণা (Doctor Faustus)
-
King Lear – বিচার-বিবেচনার ভুল (King Lear)
-

0
Updated: 1 month ago