১৯০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করাতে ৫% ক্ষতি হলে, দ্রব্যটি ক্রয়মূল্য কত?
A
১৯৫ টাকা
B
২০০ টাকা
C
২০৫ টাকা
D
২১০ টাকা
উত্তরের বিবরণ
৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯৫ টাকা।
বিক্রয়মূল্য ১৯০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৯০)/৯৫ = ২০০ টাকা।
0
Updated: 14 hours ago
১ থেকে ১০০ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
Created: 1 month ago
A
৫০
B
৫০.৫
C
৫১
D
৪৯.৫
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
সমাধান:
ক্রমিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্র:
গড় = (প্রথম পদ + শেষ পদ)/২
এখানে, প্রথম পদ = ১, শেষ পদ = ১০০
অতএব, গড় = (১ + ১০০)/২
= ১০১/২
= ৫০.৫
∴ ১ থেকে ১০০ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় হল ৫০.৫
0
Updated: 1 month ago
একটি গাড়ির চাকার পরিধি ৪ মিটার। ৩ কিলোমিটার ৬০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
Created: 1 month ago
A
৯০০
B
১০০০
C
১২০০
D
১৬০০
প্রশ্ন: একটি গাড়ির চাকার পরিধি ৪ মিটার। ৩ কিলোমিটার ৬০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
সমাধান:
গাড়ির চাকার পরিধি = ৪ মিটার
মোট অতিক্রান্ত দূরত্ব = ৩ কিলোমিটার ৬০০ মিটার
= (৩ × ১০০০) মিটার + ৬০০ মিটার
= ৩০০০ মিটার + ৬০০ মিটার
= ৩৬০০ মিটার
আমরা জানি, চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
সুতরাং, মোট ঘূর্ণন সংখ্যা = (মোট অতিক্রান্ত দূরত্ব)/(চাকার পরিধি)
= ৩৬০০ মিটার/৪ মিটার
= ৯০০
∴ চাকাটি ৯০০ বার ঘুরবে।
0
Updated: 1 month ago
পানিপূর্ণ একটি পাত্রের ওজন ১০ কেজি। যদি এর থেকে ৩/৭ অংশ পানি সরানো হয় এর ওজন হয় ৭ কেজি । পানিশূণ্য পাত্রের ওজন পানিপূর্ণ পাত্রের ওজনের শতকরা কত অংশ ?
Created: 1 week ago
A
১০%
B
২০%
C
৩০%
D
৪০%
প্রশ্নমতে,
৩/৭ অংশে পানির ওজন = ৩ কেজি
১ বা সম্পূর্ণ পানির অংশ = ৩×(৭/৩) = ৭ কেজি
পানিপূর্ণ পাত্রের ওজন ১০ কেজি হলে পানিশূণ্য পাত্রের ওজন হয় ৩ কেজি
পানিপূর্ণ পাত্রের ওজন ১০০ কেজি হলে পানিশূণ্য পাত্রের ওজন হয় (৩/১০)×১০০ = ৩০ কেজি
0
Updated: 1 week ago