Which Shakespearean play explores the theme reflected in the quote: "Don't waste your love on somebody, who doesn't value it"?
A
Othello
B
Macbeth
C
Hamlet
D
Romeo and Juliet
উত্তরের বিবরণ
• The quote "Don’t waste your love on somebody, who doesn’t value it" is often associated with William Shakespeare’s famous tragedy - "Romeo and Juliet".
- "Romeo and Juliet" ১৫৯৪–৯৬ সালে লেখা হয় এবং ১৫৯৭ সালে একটি অনুমোদনবিহীন কোয়ার্টোতে প্রথম প্রকাশিত হয়।
- ১৫৯৯ সালে একটি অনুমোদিত কোয়ার্টো প্রকাশিত হয়, যা উল্লেখযোগ্যভাবে দীর্ঘ এবং আরও নির্ভরযোগ্য।
- দ্বিতীয় কোয়ার্টোর উপর ভিত্তি করে একটি তৃতীয় কোয়ার্টো ছিল, যা ১৬২৩ সালের ফার্স্ট ফোলিও এর সম্পাদকদের দ্বারা ব্যবহৃত হয়।
• Characters:
- Romeo Montague,
- Juliet Capulet,
- Friar Laurence,
- Mercutio,
- Tybalt,
- The Nurse.
• সার-সংক্ষেপ:
- Romeo (Montague) ও Juliet (Capulet) দুই শত্রু পরিবারের সদস্য, কিন্তু তারা একে অপরকে ভালোবেসে ফেলে।
- তারা গোপনে বিয়ে করে Friar Laurence-এর সাহায্যে।
- কিন্তু Juliet এর কাজিন Tybalt এর সাথে মারামারিতে Romeo জড়িয়ে পড়ে এবং তাকে হত্যা করে নির্বাসিত হয়।
- Juliet এর পরিবার তার অন্যত্র বিয়ে ঠিক করে, এবং Juliet মরণঘুমের ওষুধ খায়।
- Romeo ভুলে ভাবে Juliet মারা গেছে এবং বিষ খেয়ে আত্মহত্যা করে।
- Juliet ও জেগে উঠে Romeo কে মৃত দেখে নিজেও ছুরি দিয়ে আত্মহত্যা করে।
• William Shakespeare
- Born: April 26, 1564, Stratford- upon Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.
• Notable works:
• Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.
• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,
• Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III
Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.

0
Updated: 2 months ago
Identify the correct sentence
Created: 4 weeks ago
A
One-fourth of the students are absent today.
B
One-fourths of the students are absent today.
C
One-fourth of the student are absent today.
D
One-fourth of the students were absent today.
Correct Sentence: One-fourth of the students are absent today।
বিশ্লেষণ:
-
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম সংখ্যা One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds)।
-
প্রথম সংখ্যা One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third)।
-
ভগ্নাংশের পর subject যদি singular হয়, তাহলে verb singular হবে।
-
subject যদি plural হয়, তাহলে verb plural হবে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) One-fourths of the students are absent today।
-
ভুল। "One-fourths" নয়, সঠিক হবে "One-fourth"।
-
-
গ) One-fourth of the student are absent today।
-
ভুল। "the student" একবচন, তাই verb হবে is।
-
-
ঘ) One-fourth of the students were absent today।
-
ভুল। এখানে "today" শব্দ থাকায় present tense ব্যবহার করা উচিত। Verb "were" past tense নির্দেশ করে, তাই ভুল।
-
Source:

0
Updated: 4 weeks ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Genuflect
B
Genoflect
C
Ginuflect
D
Genufluct
Genuflect শব্দের অর্থ হলো কোনো পবিত্র বা ধর্মীয় সম্মান প্রদর্শনের জন্য নতজানু হওয়া, বিশেষ করে ক্যাথলিক চার্চে প্রবেশ বা প্রস্থান করার সময়।
English Meaning: to bend one or both knees as a sign of respect to God, especially when entering or leaving a Catholic church.
Bangla Meaning: নতজানু হওয়া
Example Sentence:
-
People were genuflecting in front of the altar.
উৎস:

0
Updated: 1 month ago
Hyperion is written by -
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
• Hyperion:
- Hyperion হলো John Keats লিখিত একটি Epic poem.
- এটি টাইটান দেবতাদের পতনের কাহিনি বলে, যারা অলিম্পিয়ানদের হাতে পরাজিত হয়।
- কবিতাটি হাইপেরিয়নের কাহিনিকে কেন্দ্র করে, যেখানে জ্ঞান ও কাব্যকলার দেবতা অ্যাপোলো তাকে পরাজিত করে। এতে মানবজীবনের দুঃখ-কষ্ট এবং তা থেকে অর্জিত জ্ঞানের ধারণা তুলে ধরা হয়েছে।
- Hyperion হচ্ছে সূর্য দেবতা।
- কবিতায় Titans এবং Olympians; দেবতাদের এই দুই দলের বিবাদ দেখানো হয়েছে।
- Hyperion হচ্ছে Titans দের প্রধান আশা ভরসার কেন্দ্রস্থল।
- Hyperion ক্ষমতা দখলের লড়াইতে এগিয়ে থাকলেও Olympians রা হাজির করে Apollo দেবতাকে।
- Apollo হচ্ছে জ্ঞান, কবিতা আর শিল্পের দেবতা।
John Keats:
- An English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He is also called the ‘Poet of Beauty’.
John Keats's famous poems are -
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- Endmiyon,
- Ode on a Grecian Urn,
- La Belle Dame Sans Merci.
Source:

0
Updated: 1 month ago