২০ জন শ্রমিক কোন কাজ ১২ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ১০ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?
A
৬
B
৮
C
১২
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
অবশিষ্ট সময় ৪ দিন
অবশিষ্ট শ্রমিক ১০ জন
২০ জনে ১২ দিনে করে ১ অংশ
∴ ২০ জনে ৮ দিনে করে ২/৩ অংশ
অবশিষ্ট = ১ - (২/৩) অংশ।
= ১/৩ অংশ।
২০ জনে ৮ দিনে করে ২/৩ অংশ
২০ জনে ৪ দিনে করে (২X৪)/(৩X8) অংশ
১০ জনে ৪ দিনে করে (২X৪X১০)/(৩X8X২০) অংশ
= ১/৬ অংশ।
১/৬ অংশ করে ৪ দিনে
∴ ১/৩ অংশ করে (৪ X ৬)/৩ দিনে
= ৮ দিনে।
0
Updated: 15 hours ago
একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইল। বিক্রয়মূল্য 60 টাকা বেশী হলে 5% লাভ হত। বইটির ক্রয়মূল্য কত টাকা?
Created: 1 month ago
A
200
B
300
C
400
D
500
প্রশ্ন: একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইল। বিক্রয়মূল্য 60 টাকা বেশী হলে 5% লাভ হত। বইটির ক্রয়মূল্য কত টাকা?
সমাধান:
ধরি,
বইটির ক্রয়মূল্য = 100 টাকা
10% ক্ষতিতে, বিক্রয়মূল্য = 100 - 10 = 90 টাকা
5% লাভে, বিক্রয়মূল্য = 100 + 5 = 105 টাকা
∴ বিক্রয়মূল্য বেশি = 105 - 90 = 15 টাকা
বিক্রয়মূল্য 15 টাকা বেশি হলে ক্রয়মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা বেশি হলে ক্রয়মূল্য = 100/15 টাকা
বিক্রয়মূল্য 60 টাকা বেশি হলে ক্রয়মূল্য = (100 × 60)/15 টাকা
= 400 টাকা
সুতরাং, বইটির ক্রয়মূল্য 400 টাকা।
0
Updated: 1 month ago
যদি nC10 = nC2 হয়, তাহলে nC6 এর মান কত?
Created: 1 month ago
A
840
B
1020
C
720
D
924
আমরা জানি,
nCa = nCb হলে, a = b অথবা a + b = n হয়
∴ nC10 = nC2
⇒ 10 + 2 = n
∴ n = 12
এখন,
nC6 = 12C6
= 12!/6!(12 - 6)!
= (12 × 11 × 10 × 9 × 8 × 7 × 6!)/(6 × 5 × 4 × 3 × 2) × 6!
= 924
0
Updated: 1 month ago
মূল বিন্দু হতে (-5, 5) এবং (5, k) বিন্দুদ্বয়ের দুরত্ব সমান হতে k এর মান কত?
Created: 2 weeks ago
A
0
B
3
C
4
D
5
প্রশ্নঃ মূল বিন্দু হতে (-5, 5) এবং (5, k) বিন্দুদ্বয়ের দুরত্ব সমান হতে k এর মান কত?
সমাধানঃ
ধরা যাক, মূল বিন্দু O(0, 0)।
প্রথম বিন্দু A(-5, 5)
দ্বিতীয় বিন্দু B(5, k)
এখন,
O থেকে A পর্যন্ত দূরত্ব = √[(-5 - 0)² + (5 - 0)²]
= √[(−5)² + 5²]
= √(25 + 25)
= √50
O থেকে B পর্যন্ত দূরত্ব = √[(5 - 0)² + (k - 0)²]
= √(25 + k²)
যেহেতু দুটি দূরত্ব সমান,
√50 = √(25 + k²)
উভয় পাশে বর্গ করলে,
50 = 25 + k²
অতএব,
k² = 50 − 25
= 25
সুতরাং,
k = ±5
অতএব, k = 5
উত্তরঃ ঘ) 5
0
Updated: 2 weeks ago