যদি x কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩x কে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে?
A
১
B
৩
C
৫
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
x = 7+5 = 12
∴ 3x = 36
36 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে = 1
0
Updated: 15 hours ago
a-(1/a)=5 হলে a²+(1/a²) এর মান কত?
Created: 3 weeks ago
A
20
B
23
C
25
D
27
প্রশ্নঃ a - (1/a) = 5 হলে a² + (1/a²) এর মান কত?
সমাধানঃ
প্রদত্ত,
a - (1/a) = 5
দুই পাশে বর্গ করি,
(a - 1/a)² = 5²
⇒ a² - 2 + (1/a²) = 25
⇒ a² + (1/a²) = 25 + 2
⇒ a² + (1/a²) = 27
উত্তরঃ ঘ) 27
0
Updated: 3 weeks ago
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক a এবং দশক স্থানীয় অংক b হলে সংখ্যাটি হবে-
Created: 2 days ago
A
ba
B
b+a
C
10ab
D
10b+a
সমাধান:
• একটি দুই অংক বিশিষ্ট সংখ্যা গঠিত হয় দশক এবং একক অংক দ্বারা।
• দশক অংক b, একক অংক a হলে সংখ্যা = দশকের মান × 10 + এককের মান
• অর্থাৎ সংখ্যা = 10b + a
উত্তর:
10b + a
0
Updated: 2 days ago
একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে?
Created: 2 weeks ago
A
৮৬
B
৮৭
C
৮৮
D
৮৯
প্রশ্নঃ একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে?
সমাধানঃ
প্রথম তিনটি খেলায় মোট রান = ৮২ + ৮৫ + ৯২
= ২৫৯
ধরি, চতুর্থ খেলায় রান = x
তাহলে মোট চার খেলায় গড় রান ৮৭ হলে,
(২৫৯ + x) ÷ ৪ = ৮৭
অর্থাৎ, ২৫৯ + x = ৮৭ × ৪
= ৩৪৮
অতএব, x = ৩৪৮ − ২৫৯
= ৮৯
উত্তরঃ ঘ) ৮৯
0
Updated: 2 weeks ago