১০ টি সংখ্যার যোগফল ৬০০। এদের প্রথম ৪টির গড় ৫৫ এবং শেষের ৫টির গড় ৬৫। ৫ম সংখ্যাটি কত?
A
৬৫
B
৬০
C
৫৫
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪×৫৫ = ২২০
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫×৬৫ = ৩২৫
∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২২০+৩২৫) = ৫৪৫
∴ পঞ্চম সংখ্যাটি = ৬০০ - ৫৪৫ = ৫৫
0
Updated: 15 hours ago
The operation @ is defined for all integers x and y as x @ y=xy-y. If x and y are positive integers, which of the following cannot be Zero?
Created: 1 day ago
A
x@y
B
y@x
C
(x-y)@y
D
(x+1)@y
x@y = xy-y is zero, if x = y = 1
y@x = yx-x is zero if x = y = 1
(x-1)@y = xy-y-y = xy-2y is zero, if x = 2 and y = 1
(x+1)@y = xy+y-y = xy cannot be zero if both x and y are positive integers.
0
Updated: 1 day ago
△ABC এর BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 60°, ∠B = 90° হলে, ∠ACD এর মান-
Created: 2 weeks ago
A
150°
B
180°
C
140°
D
160°
প্রশ্নঃ △ABC এর BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 60°, ∠B = 90° হলে, ∠ACD এর মান নির্ণয় কর।
সমাধানঃ
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
অতএব,
∠A + ∠B + ∠C = 180°
∴ 60° + 90° + ∠C = 180°
∴ ∠C = 180° - (60° + 90°)
= 180° - 150°
= 30°
এখন, D বিন্দুটি BC বাহুর বর্ধিত অংশে অবস্থিত।
অতএব, ∠ACD হবে ∠C এর বহিঃকোণ।
বহিঃকোণ = 180° - অভ্যন্তরীণ কোণ
∴ ∠ACD = 180° - ∠C
= 180° - 30°
= 150°
উত্তরঃ 150°
0
Updated: 2 weeks ago
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি?
Created: 3 weeks ago
A
১২, ১৩
B
১৫, ১৬
C
১৮, ১৯
D
২০, ২১
প্রশ্নঃ দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি?
সমাধানঃ
ধরা যাক, ছোট সংখ্যা = (x)
তাহলে পরের ক্রমিক সংখ্যা = (x + 1)
বর্গের অন্তর = ((x + 1)^2 - x^2 = 37)
অর্থাৎ,
(x^2 + 2x + 1 - x^2 = 37)
⇒ (2x + 1 = 37)
⇒ (2x = 36)
⇒ (x = 18)
অতএব, দুটি সংখ্যা ১৮ এবং ১৯।
উত্তরঃ গ) ১৮, ১৯
0
Updated: 3 weeks ago