একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে?
A
২০%
B
২২%
C
৪০%
D
৪৪%
উত্তরের বিবরণ
সমাধান:
ধরি বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু দৈর্ঘ্য =
প্রাথমিক ক্ষেত্রফল =
বাহু ২০% বৃদ্ধি পেলে নতুন বাহু =
নতুন ক্ষেত্রফল =
ক্ষেত্রফলের বৃদ্ধি =
শতকরা বৃদ্ধি =
উত্তর: 44%
0
Updated: 15 hours ago
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ ১৫° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
Created: 2 months ago
A
১৫ টি
B
১০ টি
C
২৪ টি
D
৩০ টি
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ ১৫° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
সমাধান:
দেওয়া আছে,
বহিঃস্থ কোণ = ১৫°
∴ বহুভুজের বাহুসংখ্যা = ৩৬০°/বহিঃস্থ কোণ
= ৩৬০°/১৫°
= ২৪ টি
0
Updated: 2 months ago
The operation @ is defined for all integers x and y as x @ y=xy-y. If x and y are positive integers, which of the following cannot be Zero?
Created: 1 day ago
A
x@y
B
y@x
C
(x-y)@y
D
(x+1)@y
x@y = xy-y is zero, if x = y = 1
y@x = yx-x is zero if x = y = 1
(x-1)@y = xy-y-y = xy-2y is zero, if x = 2 and y = 1
(x+1)@y = xy+y-y = xy cannot be zero if both x and y are positive integers.
0
Updated: 1 day ago
একটি সংখ্যার পাঁচ গুণের সাথে ১২ যোগ করলে যে মান পাওয়া যায়, তা সংখ্যাটির সাত গুণ থেকে ৪৮ বিয়োগ করলে প্রাপ্ত মানের সমান হয়। সংখ্যাটি কত?
Created: 2 months ago
A
২৫
B
৩০
C
৩৫
D
৪০
প্রশ্ন: একটি সংখ্যার পাঁচ গুণের সাথে ১২ যোগ করলে যে মান পাওয়া যায়, তা সংখ্যাটির সাত গুণ থেকে ৪৮ বিয়োগ করলে প্রাপ্ত মানের সমান হয়। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
৫ক + ১২ = ৭ক - ৪৮
⇒ ১২ + ৪৮ = ৭ক - ৫ক
⇒ ৬০ = ২ক
⇒ ক = ৬০/২
∴ ক = ৩০
∴ সংখ্যাটি ৩০
0
Updated: 2 months ago