একজন লোক ঘন্টায় y কি.মি হাঁটতে পারে। x কি.মি দূরত্ব অতিক্রম করতে ঐ লোকের কত মিনিট সময় লাগবে?
A
x/y
B
y/x
C
60x/y
D
60y/x
উত্তরের বিবরণ
y কি.মি. যায় 60 মিনিটে
1 কি.মি. যায় 60/y মিনিটে
∴ x কি.মি যায় 60x/y মিনিটে
0
Updated: 15 hours ago
tanθ = a/b হলে cosθ = ?
Created: 2 months ago
A
a/√(a2 + b2)
B
√(a2 + b2)
C
b/√(a2 + b2)
D
(a2 + b2)/a
প্রশ্ন: tanθ = a/b হলে cosθ = ?
সমাধান:
দেওয়া আছে,
a = লম্ব
b = ভূমি
∴ অতিভুজ = √( লম্ব২ + ভুমি২)
= √(a2 + b2)
∴ cosθ = ভূমি/অতিভুজ
= b/√(a2 + b2)
0
Updated: 2 months ago
একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদ 16 এবং ষষ্ঠ পদ 128 হলে, অনুক্রমের প্রথম পদটি কত?
Created: 2 months ago
A
3
B
4
C
8
D
12
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদ 16 এবং ষষ্ঠ পদ 128 হলে, অনুক্রমের প্রথম পদটি কত?
সমাধান:
আমরা জানি,
কোন গুণোত্তর ধারার প্রথম পদ a,
সাধারণ অনুপাত q হলে
n তম পদ = aqn - 1
সুতরাং, তৃতীয় পদ = aq3 - 1 = aq2 = 16
∴ a = 16/q2 ......... (i)
আবার, ষষ্ঠ পদ = aq6 - 1 = aq5 = (16/q2)q5 = 16q3
প্রশ্নমতে,
16q3 = 128
⇒ q3 = 128/16
⇒ q3 = 8
⇒ q3= 23
∴ q = 2
সুতরাং, প্রথম পদ = 16/(2)2
= 16/4
= 4
0
Updated: 2 months ago
y = x² বক্ররেখার (2,3) বিন্দুতে ঢাল কত?
Created: 3 weeks ago
A
2
B
3
C
4
D
6
প্রশ্ন: y = x² বক্ররেখার (2,3) বিন্দুতে ঢাল কত?
সমাধান:
প্রথমে y = x² এর জন্য সাধারন আشتান (derivative) বের করতে হবে।
y = x²
d/dx (y) = d/dx (x²)
=> dy/dx = 2x
এখন (2,3) বিন্দুতে ঢাল বের করতে x = 2 এ রেখার ঢাল বের করি।
dy/dx = 2x
যেহেতু x = 2, তখন
dy/dx = 2 × 2 = 4
অতএব, ঢাল = 4
উত্তরঃ গ) 4
0
Updated: 3 weeks ago