A
Macbeth
B
Othello
C
King Lear
D
The Tempest
উত্তরের বিবরণ
Swan Song - A final gesture or performance before dying or retirement.
- William Shakespeare এর Swan Song বা শেষ নাটক হচ্ছে- The Tempest.
- 'The Tempest' অর্থ দুরন্ত ঝড় / Violent strom.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
• Main Characters:
- Prospero (Duke),
- Miranda (Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।
• সার-সংক্ষেপ:
- এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.
• Some quotations from The Tempest:
- Hell is empty and all the devils are here.
- We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.
- This thing of darkness, I acknowledge mine.
- O, brave new world, that has such people in it!
- Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.
- Misery acquaints a man with strange bedfellows.
Source: Britannica.

0
Updated: 3 weeks ago
Which character best represents the theme of appearance vs. reality?
Created: 2 weeks ago
A
Othello
B
Desdemona
C
Iago
D
Cassio
Iago-র চরিত্র “appearance vs. reality” থিমকে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে। সে বাইরে বিশ্বস্ত সৈনিকের মতো মনে হলেও ভেতরে প্রতারক ও ষড়যন্ত্রী। শেক্সপিয়র দেখিয়েছেন বাহ্যিক মুখোশের আড়ালে কী ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে।

1
Updated: 2 weeks ago
Why does Othello demote Cassio?
Created: 2 weeks ago
A
Cassio insults Othello
B
Cassio is caught drunk and fighting
C
Cassio disobeys orders
D
Cassio refuses to fight
Iago-র প্ররোচনায় Cassio মদ্যপ হয়ে রাস্তায় ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং Montano-কে আহত করে। এই ঘটনার ফলে Othello তার শৃঙ্খলা নষ্ট হয়েছে মনে করে Cassio-কে লেফটেন্যান্ট পদ থেকে সরিয়ে দেয়।

2
Updated: 2 weeks ago
Why does Goneril poison Regan?
Created: 2 weeks ago
A
Out of revenge for Lear’s favoritism
B
To prevent Regan from marrying Edmund
C
To gain Regan’s share of the kingdom
D
Because Regan exposed her lies
দুই বোনই Edmund এর প্রতি আকৃষ্ট হয়। Regan কে প্রতিযোগী হিসেবে সরাতে Goneril তাকে বিষপ্রয়োগ করে, যা ক্ষমতা ও কামনার ধ্বংসাত্মক প্রভাব দেখায়।

1
Updated: 2 weeks ago