Don't make noise while your father ________.
A
is being slept
B
asleep
C
has slept
D
is sleeping
উত্তরের বিবরণ
বাক্যটি নির্দেশমূলক এবং শৃঙ্খলা সম্পর্কিত। এখানে “sleeping” ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে কারণ বাক্যের প্রসঙ্গে একটি ক্রিয়া চলমান অবস্থায় বোঝানো হয়েছে।
-
“while” ব্যবহার করার কারণে এখানে দুটি ঘটনা একসাথে ঘটছে বোঝানো হয়েছে: বাবা ঘুমাচ্ছেন এবং তুমি শব্দ করছ না।
-
“sleeping” হলো present participle, যা “while” এর সাথে প্রায়ই ব্যবহার হয় চলমান ক্রিয়া দেখানোর জন্য।
-
বাক্যটি পুরোপুরি হবে: “Don’t make noise while your father is sleeping।” তবে দৈনন্দিন কথ্য বা নির্দেশমূলক বাক্যে “is” বাদ দেওয়াও গ্রহণযোগ্য।
-
যদি “sleep” ব্যবহার করা হতো, তবে তা সাধারণ বা নিয়মিত ক্রিয়ার জন্য হতো, যা এখানে প্রাসঙ্গিক নয়।
0
Updated: 16 hours ago
A comic novel, "Tom Jones" was penned by-
Created: 1 month ago
A
Jonathan Swift
B
Henry Fielding
C
Samuel Richardson
D
Jane Austen
Tom Jones হলো Henry Fielding-এর লেখা একটি বিখ্যাত comic novel, যা ১৮ শতকের ইংরেজি সাহিত্যে বিশেষ স্থান দখল করে।
-
Novel: Tom Jones
-
লেখক: Henry Fielding
-
পূর্ণ শিরোনাম: The History of Tom Jones, a Foundling
-
ধরণ: Comic novel / Picaresque Novel
-
প্রকাশিত: ১৭৪৯, ১৮ শতকের প্রথমার্ধ
-
রোমান্স প্লটের উপরে লেখা
-
-
Short Summary:
-
Tom Jones একজন অনাথ যুবক, যাকে Squire Allworthy সন্তানের মতো লালন-পালন করেন।
-
Squire Allworthy উদার ও দয়ালু জমিদার, যিনি Tom-এর প্রতি বিশেষ যত্নশীল।
-
বড় হয়ে Tom তার প্রতিবেশী Sophia Western-এর প্রেমে পড়ে, কিন্তু নানা বাধার সম্মুখীন হয়।
-
Tom-এর অনাথ পরিচয় ও তার চরিত্রের কিছু দুর্বলতা তাদের মিলনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
-
Tom-এর দুঃসাহসিক অভিযান, বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ এবং জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।
-
শেষ পর্যন্ত Tom-এর প্রকৃত পরিচয় প্রকাশ পায়—সে Squire Allworthy-এর বোনের সন্তান। সমাজে তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং সে Sophia-এর সঙ্গে বিয়ে করতে সক্ষম হয়।
-
-
Main Characters:
-
Squire Allworthy
-
Bridget Allworthy
-
Mrs. Wilkins
-
Tom Jones
-
Sophia Western
-
Jenny Jones
-
Dr. Blifil
-
Captain Blifil
-
Partridge
-
Molly Seagrim
-
-
Henry Fielding (1707–1754):
-
ইংরেজি উপন্যাসিক ও নাট্যকার, 'The Age of Sensibility'-এর একজন প্রধান প্রতিনিধি
-
Samuel Richardson-এর সঙ্গে ইংরেজি উপন্যাসের founder হিসেবে পরিচিত
-
কমেডি এবং সামাজিক সমালোচনা নিয়ে লেখা তার কাজের জন্য সুপরিচিত
-
Picaresque Novel-এ খ্যাত
-
ছদ্মনাম: Captain Hercules Vinegar
-
-
Famous Plays:
-
The Tragedy of Tragedies
-
Rape Upon Rape
-
The Temple Beau
-
The Miser
-
The Modern Husband
-
-
Famous Novels:
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews
-
0
Updated: 1 month ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 2 months ago
A
Guardian
B
Indescretion
C
Hallucination
D
Forfeit
• The misspelled word is — খ) Indescretion
-
The correct spelling is Indiscretion.
• Indiscretion (Noun)
-
English Meaning: Lack of care in saying or doing things that should be kept secret, or an act or statement that shows such lack of care
-
Bangla Meaning: অসাবধান/অসতর্ক আচরণ; অসতর্কতা; অসাবধানতা; অবৈচক্ষণ্য; অবিচারণা
• Other options:
-
ক) Guardian (Noun) — তত্ত্বাবধায়ক; অভিভাবক
-
গ) Hallucination (Noun) — দৃষ্টিভ্রম; অবর্তমান বা কল্পিত কিছু দেখার প্রক্রিয়া বা দৃষ্টান্ত
-
ঘ) Forfeit (Noun, Verb, Adjective) — বাজেয়াপ্ত করা; খেসারত; মাসুল; দণ্ড
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago
Choose the correct spelling.
Created: 2 months ago
A
Franchaise
B
Franchise
C
Frenchise
D
Frencheise
✦ Word: Franchise (noun)
Meaning
-
English: a right to sell a company's products in a particular area using the company's name
-
Bangla: কর্তৃপক্ষ কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদত্ত বিশেষ অধিকার
Example Sentence
-
McDonald's is a global franchise known for its consistent quality and branding.
Source
-
Oxford Dictionary / Business English references
0
Updated: 2 months ago