Which of the following is a tragedy written by William Shakespeare?
A
Hamlet
B
As You Like It
C
Twelfth Night
D
All of above
উত্তরের বিবরণ
Hamlet
-
‘Hamlet’ হলো William Shakespeare রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যার মোট ৫টি অঙ্ক (act) আছে।
-
এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
এটি শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডিগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেশি আলোচিত নাটকগুলোর একটি।
-
কাহিনীটি ডেনমার্কের যুবরাজ হ্যামলেটকে কেন্দ্র করে, যিনি নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়।
সংক্ষিপ্ত সারাংশ (Summary):
-
যুবরাজ হ্যামলেট জার্মানি থেকে ফিরে আসে তার বাবার মৃত্যুর পর।
-
দেশে ফিরে সে জানতে পারে, তার চাচা ক্লডিয়াস তার মাকে বিয়ে করেছে এবং সেই চাচাই তার বাবাকে হত্যা করেছে।
-
হ্যামলেট প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নাটকের কাহিনী ধাপে ধাপে সামনে এগিয়ে যায়।
-
শেষ পর্যন্ত হ্যামলেট নিজেও মারা যায় এবং নাটকের ট্র্যাজিক পরিণতি ঘটে।
মূল চরিত্রসমূহ:
-
Prince Hamlet – প্রধান চরিত্র, ডেনমার্কের যুবরাজ
-
Ophelia – হ্যামলেটের প্রেমিকা
-
Claudius – হ্যামলেটের চাচা ও নাটকের খলনায়ক
-
Gertrude – হ্যামলেটের মা
-
Horatio – হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু
-
Polonius – উপদেষ্টা, ওফেলিয়ার বাবা
-
Laertes – ওফেলিয়ার ভাই
William Shakespeare (1564–1616):
-
তিনি একজন বিখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তার জন্ম Stratford-upon-Avon শহরে, এজন্য তাকে বলা হয় ‘Bard of Avon’।
-
Shakespeare লিখেছেন মোট ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট।
Shakespeare-এর উল্লেখযোগ্য রচনাবলি:
Tragedy (দুঃখান্ত নাটক):
-
Hamlet,
-
Othello,
-
Macbeth,
-
King Lear,
-
Julius Caesar
Comedy (প্রহসন):
-
As You Like It,
-
The Tempest,
-
Twelfth Night,
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18 ("Shall I Compare Thee to a Summer’s Day"),
-
The Rape of Lucrece,
-
Venus and Adonis
Source: Britannica

1
Updated: 2 months ago
How many plays did William Shakespeare write?
Created: 2 months ago
A
27
B
127
C
158
D
37
William Shakespeare
-
তিনি ছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার ও কবি।
-
তাঁর জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে, Stratford-upon-Avon শহরে।
-
মৃত্যু হয় ২৩ এপ্রিল ১৬১৬ সালে।
সাহিত্যকর্ম:
-
Shakespeare মোট ৩৭টি নাটক লিখেছেন, যা তাঁর সাহিত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
-
এই নাটকগুলোকে Comedy (হাস্যরসাত্মক), Tragedy (বিয়োগান্তক) এবং Historical Play (ঐতিহাসিক নাটক) হিসেবে ভাগ করা হয়েছে।
-
এছাড়াও তিনি ১৫৪টি Sonnet বা চতুর্দশপদী কবিতা রচনা করেছেন।
উপাধি ও স্বীকৃতি:
-
William Shakespeare-কে বলা হয় "The Bard of Avon", "National Poet of England" এবং "The Great Dramatist of All Time"।
-
বিখ্যাত লেখক Dr. Samuel Johnson তাঁকে "Poet of Human Nature" নামে অভিহিত করেছেন।

1
Updated: 2 months ago
'Romeo and Juliet' is a ______ by Shakespeare.
Created: 1 month ago
A
comedy
B
tragedy
C
historical play
D
dark comedy
Romeo and Juliet – A Tragedy by William Shakespeare
১. নাটক সম্পর্কে
-
রচয়িতা: William Shakespeare
-
প্রকাশিত: 1597
-
ধরণ: Tragedy
-
প্রেক্ষাপট: Verona, Italy
-
বিষয়: দুই শত্রু পরিবার Montague এবং Capulet-এর সন্তান রোমিও ও জুলিয়েট-এর করুণ প্রেমকাহিনি।
-
তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
-
ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্যের কারণে প্রেমিক-প্রেমিকা দুজনেই আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত তাদের মৃত্যুর মাধ্যমে পরিবারের মধ্যে শত্রুতার অবসান ঘটে।
-
২. প্রধান চরিত্র
-
Romeo
-
Juliet
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
৩. বিখ্যাত উক্তি
-
"Good night, good night! Parting is such sweet sorrow. That I shall say good night till it be morrow."
-
"What's in a name? That which we call a rose by any other name would smell as sweet."
৪. William Shakespeare (1564–1616)
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 April 1616
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খেতাব: Bard of Avon, English national poet
-
সাহিত্যকর্ম: 37 নাটক, 154 sonnet
প্রসিদ্ধ ট্র্যাজেডি নাটকসমূহ:
-
Hamlet, Macbeth, Othello, Romeo and Juliet, Julius Caesar, King Lear, Antony and Cleopatra, Titus Andronicus, Timon of Athens

0
Updated: 1 month ago
How does Cordelia die?
Created: 2 months ago
A
She is executed on Edmund’s orders.
B
She is stabbed by Goneril.
C
She drowns in a storm.
D
She commits suicide.
ফ্রান্সের বাহিনী পরাজিত হলে Edmund গোপনে Cordelia-কে কারাগারে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেয়। তার মৃত্যু নাটকের সবচেয়ে করুণ মুহূর্ত, যা Lear এর হৃদয় ভেঙে দেয়।

2
Updated: 2 months ago