Who is the author of 'The Jew of Malta'?
A
Thomas Gray
B
John Donne
C
William Shakespeare
D
Christopher Marlowe
উত্তরের বিবরণ
Christopher Marlowe is the author of 'The Jew of Malta'.
• The Jew of Malta:
- Christopher Marlowe রচিত tragedy টির পুরো নাম 'The Famous Tragedy of the Rich Jew of Malta'.
- একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি blank verse এ লেখা একটি revenge tragedy.
- এটি প্রায় ১৫৯০ সালের দিকে মঞ্চস্থ হয় এবং ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
• Summary:
- "The Jew of Malta" একটি নাটক যেখানে মূল চরিত্র Barabas নামের একজন ধনাঢ্য ইহুদি ব্যবসায়ী।
- নাটকে ধর্ম, প্রতিশোধ, লোভ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নৈতিক বিচ্যুতির বিষয়গুলো গুরুত্ব পায়।
- Barabas-এর সম্পদ জব্দ করে খ্রিস্টান শাসকরা যখন তাঁকে নিঃস্ব করে দেয়, তখন সে প্রতিশোধের পথে নামে। তার প্রতিশোধ প্রবণতা ধীরে ধীরে আত্মবিনাশের দিকে নিয়ে যায়।
- নাটকে ধর্মীয় ভণ্ডামি, লোভ, এবং ক্ষমতার অপব্যবহার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা তৎকালীন সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।
• Important characters:
- Barabas (Protagonist),
- Abigail,
- Ithamore,
- Machevill,
- Katherine, etc.
• Christopher Marlowe (1564-1593):
- Christopher Marlowe Elizabeth যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
- তিনি একজন 'University wit' ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.
• Notable Works:
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II,
- Dido, Queen of Carthage, etc.
Source: Britannica.

0
Updated: 2 months ago
Who of the following is known as the Poet of Nature?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
William Wordsworth (1770-1850)
William Wordsworth:
-
‘Poet of Nature’ নামে পরিচিত।
-
Romantic Period এর অন্যতম প্রধান কবি।
-
প্রকৃতি কবি হিসেবে সুপরিচিত।
-
1843–1850 পর্যন্ত England এর Poet Laureate ছিলেন।
-
Wordsworth ও Coleridge এর Lyrical Ballads প্রকাশনার মাধ্যমে Romantic Period শুরু হয়।
-
Lyrical Ballads যৌথ প্রকাশনা হলেও Wordsworth এর অবদান সর্বাধিক, তাই তাকে Father of Romantic Age বলা হয়।
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
Famous Poems:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is Too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To the Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Only Play: The Borderers

0
Updated: 1 month ago
What kind of play is 'Julius Caesar'?
Created: 2 months ago
A
romantic
B
anti-romantic
C
comedy
D
historical
'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy.
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লিখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare এর First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Ceasar এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্র কারীরা Ceasar এর বন্ধু Brutus কেও Ceasar এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- To stop Caesar from gaining too much power, Brutus and the conspirators kill him on the Ides of March.
- Mark Antony drives the conspirators out of Rome and fights them in a battle.
- Brutus and his friend Cassius lose and kill themselves, leaving Antony to rule in Rome.
• Important characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia etc.
• এই tragedy এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে -
- "Cowards die many times before death
The valiant never taste of death but once."
- 'Veni, Vidi, Vici (I came, I saw, I conquered')
- 'Brutus, you too!'.
Source: Britannica.

0
Updated: 2 months ago
The novel 'We Do Not Part' is written by-
Created: 3 weeks ago
A
Jon Fosse
B
Han Kang
C
Kazuo Ishiguro
D
J.K. Rowling
“We Do Not Part” একটি সাম্প্রতিক উপন্যাস, যা দক্ষিণ কোরিয়ার নোবেলজয়ী লেখিকা হান কাং রচনা করেছেন। এটি ১৯৪৮ সালের জেজু বিদ্রোহের পটভূমিতে রচিত একটি ঐতিহাসিক কথাসাহিত্য, যেখানে হাজার হাজার সাধারণ মানুষ রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়। উপন্যাসটি মূলত ট্র্যাজেডি, স্মৃতি, ভালোবাসা এবং মানবিক ভঙ্গুরতার গল্প, যা ব্যক্তিগত শোককে জাতীয় ইতিহাসের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছে।
-
উপন্যাসের নাম: We Do Not Part
-
মূলত দক্ষিণ কোরীয় ভাষায় Jakbyeolhaji Anneunda নামে ২০২১ সালে প্রকাশিত।
-
ইংরেজিতে প্রকাশিত হয়েছে ২০২৫ সালে We Do Not Part নামে।
-
ধরণ: ঐতিহাসিক কথাসাহিত্য (historical fiction)
-
পটভূমি: ১৯৪৮ সালের জেজু বিদ্রোহ (Jeju Uprising)
-
বিষয়: ট্র্যাজেডি, স্মৃতি, ভালোবাসা এবং মানবিক ভঙ্গুরতা
-
-
লেখক: Han Kang (১৯৭০-)
-
জন্ম: ১৯৭০, গওাংজু, দক্ষিণ কোরিয়া
-
প্রথম দক্ষিণ কোরীয় এবং ১৮তম নারী হিসেবে সাহিত্যে নোবেলজয়ী
-
পরিচিত: পরীক্ষামূলক উপন্যাস রচনা এবং মানবজাতির সহিংসতার প্রবণতা নিয়ে লেখার জন্য
-
-
প্রধান রচনা:
-
Greek Lessons
-
Human Acts
-
The Vegetarian
-
The White Book
-
We Do Not Part
-

0
Updated: 3 weeks ago