Who wrote "All's Well That Ends Well"?
A
Christopher Marlowe
B
William Shakespeare
C
W. B Yeats
D
Jonathan Swift
উত্তরের বিবরণ
The correct answer is - খ) William Shakespeare.
• All's Well That Ends Well
- 'All's Well That Ends Well' (১৬০১-০৫) শেক্সপিয়রের একটি কমেডি নাটক, যার মূল কাহিনি Giovanni Boccaccio's Decameron থেকে নেওয়া।
- গল্পের নায়িকা হেলেনা, এক বিখ্যাত চিকিৎসকের কন্যা, যিনি সদ্যপ্রয়াত রসিলিয়নের তরুণ কাউন্ট এর (Bertram) প্রেমে পড়ে।
- Bertram হেলেনার সামাজিক অবস্থান মেনে না নিয়ে ফ্রান্সের রাজদরবারে চলে যায়, কিন্তু হেলেনা তার বাবার ঔষধ দিয়ে অসুস্থ রাজাকে ভালো করে তোলে ও পুরস্কার হিসেবে বর বেছে নিতে চায় সে বেছে নেয় Bertram.
- Bertram বিয়েতে বাধ্য হলেও তাসকানিতে যুদ্ধে পালিয়ে যায়, এবং চিঠিতে জানায় হেলেনা তখনই তার স্ত্রী হবে, যখন সে Bertram-এর আংটি পাবে ও তার সন্তানের মা হবে।
- হেলেনা তীর্থযাত্রীর ছদ্মবেশে তাসকানিতে যায়, দেখে Bertram এক মেয়ের (Diana) প্রেমে পড়ে, তখন সে নিজের মৃত্যুর গুজব ছড়ায় ও রাতে Diana-র জায়গায় Bertram-এর সঙ্গে মিলিত হয়, আংটি পায় ও নিজের আংটি তাকে দেয়।
- শেষমেশ, যখন Bertram রসিলিয়নে ফিরে আসে, রাজা আংটি দেখে সন্দেহ করে, তখন হেলেনা উপস্থিত হয়ে নিজের চালাকি খোলসা করে ও স্বামী হিসেবে Bertram-কে দাবি করে।
• William Shakespeare (1564 - 1616)
- তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা।
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু Shakespeare মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির (image) ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।
• Notable Works:
Play
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.
Source: Britannica.

0
Updated: 2 months ago
"Life is but a walking shadow, a poor player" - This quote is from -
Created: 1 month ago
A
Macbeth
B
As You Like It
C
Hamlet
D
Othello
Macbeth
-
লেখক: William Shakespeare
-
ধরন: Tragedy
-
প্রথম লেখা: 1607 (প্রকাশিত 1623)
-
মূল চরিত্র: Macbeth (tragic hero)
-
কাহিনী সংক্ষেপ:
-
Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত General।
-
তিন ডাইনী ভবিষ্যদ্বাণী করেন যে Macbeth হবে Scotland-এর রাজা।
-
তার স্ত্রী’র উত্সাহে Macbeth রাজাকে হত্যা করে ও আরো হত্যাকাণ্ড ঘটায়।
-
ফলশ্রুতিতে গৃহযুদ্ধ এবং আরও মৃত্যু সংঘটিত হয়।
-
নাটকটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং Shakespeare-এর ছোট Tragedy গুলোর মধ্যে অন্যতম।
-
বিখ্যাত উক্তি:
-
"Life is but a walking shadow, a poor player"
-
"Fair is foul, and foul is fair"
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand"
-
"What's done cannot be undone"
William Shakespeare
-
জন্ম ও মৃত্যু: 23 April 1564 – 23 April 1616
-
জন্মস্থান: Stratford Avon, England
-
পেশা: Poet, dramatist, actor
-
উপাধি: Bard of Avon, Swan of Avon
-
রচনা: 37 plays, 154 sonnets
Source: Britannica

0
Updated: 1 month ago
What does Ophelia do before she dies?
Created: 2 months ago
A
Marries Hamlet
B
Becomes queen
C
Goes mad
D
Kills Claudius
Ophelia হলেন উইলিয়াম শেকসপিয়রের “Hamlet” নাটকের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তার বাবা Polonius কে যখন Hamlet ভুলক্রমে হত্যা করে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পাগল (mad) হয়ে যায়।
সে গানে গানে নিজের দুঃখ প্রকাশ করে, অদ্ভুত আচরণ করতে থাকে এবং ফুল বিলি করতে থাকে। এই মানসিক ভারসাম্যহীন অবস্থাতেই সে পরে জলে ডুবে মারা যায় — যেটা নাটকে দুর্ঘটনা না আত্মহত্যা, তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে তার মৃত্যুর আগে সে পাগল হয়ে যায়, এটাই নিশ্চিত।
সারাংশ: Ophelia goes mad before her death, due to the trauma of her father’s death and Hamlet’s behavior.

2
Updated: 2 months ago
Why does Malcolm pretend to be more evil than Macbeth when speaking to Macduff?
Created: 2 months ago
A
To ensure Macduff is not working for Macbeth
B
To find out Macduff’s true motives
C
To see if Macduff values Scotland’s safety
D
To test Macduff’s loyalty
Malcolm ইচ্ছাকৃতভাবে নিজেকে Macbeth-এর চেয়েও বেশি দুষ্ট হিসেবে উপস্থাপন করে, যাতে তিনি Macduff-এর প্রতিক্রিয়া দেখতে পারেন। তিনি দাবি করেন যে তিনি আরও খারাপ শাসক হবেন—এর মাধ্যমে Malcolm পরীক্ষা করেন Macduff সত্যিই স্কটল্যান্ডকে ভালোবাসে ও স্বৈরশাসনের বিরোধিতা করে কিনা, নাকি গোপনে Macbeth-কে সমর্থন করে।

1
Updated: 2 months ago