‘সুসময়ের বন্ধু’ কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
A
কংস মামা
B
দহরম মহরম
C
সুখের পায়রা
D
লেফাফা দুরস্ত
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: গ – সুখের পায়রা
ব্যাখ্যা:
-
‘সুসময়ের বন্ধু’ বাগধারাটি সেই ব্যক্তিকে বোঝায় যে শুধুমাত্র সুখ বা সহজ সময়ে বন্ধু থাকে।
-
এটি ‘সুখের পায়রা’ বাগধারার সঙ্গে মিলে, যা আনন্দের সময়ে দেখা যায় এমন বন্ধু বা সহচরকে নির্দেশ করে।
-
কংস মামা বোঝায় নির্মম বা স্বার্থপর আত্মীয়, যা সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে।
-
দহরম মহরম সাধারণত ঘনিষ্ঠ বা নিবিড় সম্পর্ক বোঝায়, কিন্তু সুখ-দুঃখের প্রেক্ষাপটে নয়।
-
লেফাফা দুরস্ত বলতে বোঝায় যে ব্যক্তি বাহ্যিকভাবে সব ঠিক রাখে বা সাজসজ্জায় মনোযোগী, যা প্রাসঙ্গিক নয়।
-
বাংলা সাহিত্যে ও বাগধারার সংকলনে ‘সুখের পায়রা’ প্রায়শই সুসময়ের বন্ধুকে বোঝাতে ব্যবহার করা হয়।
0
Updated: 17 hours ago
'ঈদের চাঁদ' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
অত্যন্ত প্রিয়জন
B
কাল্পনিক বস্তু
C
বিশিষ্ট ব্যক্তি
D
আকাঙ্ক্ষিত বস্তু
বাংলা ভাষায় বিভিন্ন বাগ্ধারা বা প্রবাদসমূলক শব্দবন্ধের নির্দিষ্ট অর্থ রয়েছে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ উদাহরণসহ দেওয়া হলো।
-
‘ঈদের চাঁদ’
-
অর্থ: আকাঙ্ক্ষিত বস্তু
-
উদাহরণ বাক্য: হারানো ছেলেকে ফিরে পেয়ে মা যেন ঈদের চাঁদ হাতে পেলেন।
-
-
‘আঁধার ঘরের মানিক’
-
অর্থ: অত্যন্ত প্রিয়জন
-
-
‘আকাশকুসুম’
-
অর্থ: কাল্পনিক বস্তু
-
-
‘কেউকেটা’
-
অর্থ: বিশিষ্ট ব্যক্তি
-
0
Updated: 1 month ago
নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?
Created: 2 months ago
A
বকধার্মিক-বিড়াল তপস্বী
B
মণিকাঞ্চন যোগ-সোনায় সোহাগা
C
ব্যাঙের আধুলি-ব্যাঙের সর্দি
D
অন্ধের যষ্টি-অন্ধের নড়ি
ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা এই দুইটি বাগধারার মধ্যে কোন মিল নাই।
0
Updated: 2 months ago
'সর্বনাশ' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
Created: 2 months ago
A
ভরাডুবি
B
রাবনের চিতা
C
জগদ্দল পাথর
D
শাপেবর
মগের মুল্লুক বাগধারার অর্থ অরাজক দেশ; 'পুকুর চুরি' বাগাধারার অর্থ বড় রকমের চুরি; ' বালির বাধ' বাগধারার অর্থ অস্থায়ী বস্তু। ৷ ' ভরাডুবি' অর্থ সর্বনাশ।
0
Updated: 5 hours ago