What Greek word means "maker" and is related to the word poet?
A
Poiesis
B
Poietes
C
Poesy
D
Polis
উত্তরের বিবরণ
গ্রিক শব্দ Poietes এর অর্থ হলো maker বা নির্মাতা। Sidney বলেছেন, কবিকে "maker" বলা হয় কারণ কবিরা প্রকৃতিকে কপি করে না, বরং তারা কল্পনাশক্তি ব্যবহার করে একটি নতুন এবং উন্নত জগৎ তৈরি করে। এই শব্দটি কবিদের সৃজনশীলতার গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। অন্যদিকে, Poiesis হলো সৃষ্টি বা তৈরি করার প্রক্রিয়া, কিন্তু "maker" শব্দটির জন্য Poietes সঠিক। তাই এখানে Poietes শব্দটি কবির সঙ্গে সম্পর্কিত।
0
Updated: 5 months ago
Which one of the following sentences is correct?
Created: 1 month ago
A
He made her to finish the work.
B
He made her finished the work.
C
He made her finishing the work.
D
He made her finish the work.
Causative Verb
-
যখন subject নিজে কোনো কাজ না করে অন্যকে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
-
প্রচলিত Causative Verb: Have, Get, Help, Let, Make।
-
Make, Have, Get ইত্যাদির মাধ্যমে verb কে Causative Verb আকারে ব্যবহার করা হয়।
Make এর Causative Verb হিসেবে ব্যবহার:
-
Make এর পরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন, verb-এর Base form ব্যবহার করতে হয়।
-
কোনোকে কোনো কাজ করতে বাধ্য করা বা Have, Get-এর চেয়ে বেশি জোর দেওয়ার জন্য Make ব্যবহার করা হয়।
সঠিক উত্তর: He made her finish the work।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) He made her to finish the work।
-
ভুল। "Make" causative verb, তাই এর পরে সরাসরি verb-এর base form আসে, "to" ব্যবহার করা যায় না।
-
-
খ) He made her finished the work।
-
ভুল। "Finished" (past participle) ব্যবহার হয়েছে; "make" এর পরে base form দরকার।
-
-
গ) He made her finishing the work।
-
ভুল। "Finishing" (present participle) ব্যবহার হয়েছে; base form ব্যবহার করা উচিত।
-
Source:
0
Updated: 1 month ago
What is Mr. Darcy’s annual income as described in the novel “Pride and Prejudice”?
Created: 2 months ago
A
£4,000
B
£5,000
C
£8,000
D
£10,000
Jane Austen বিস্তারিতভাবে Darcy-এর সামাজিক মর্যাদা তুলে ধরেন। তার বাৎসরিক আয় £10,000, যা Regency England-এর জন্য বিশাল সম্পদ ছিল। এই আর্থিক ক্ষমতাই Darcy-কে সমাজে “eligible bachelor” করে তোলে। Mrs. Bennet ও আশেপাশের সমাজ Darcy-কে মূলত অর্থের কারণে আকর্ষণীয় ভাবে দেখে।
Darcy-এর pride তার উচ্চ সামাজিক মর্যাদা ও সম্পদ থেকেই আসে। তবে Austen দেখান—শেষ পর্যন্ত Darcy শুধু ধনী হওয়ার কারণে নয়, তার নৈতিক উন্নতির কারণেই Elizabeth-এর কাছে গ্রহণযোগ্য হয়।
6
Updated: 2 months ago
"It was the best of times, it was the worst of times." - This quote is taken from -
Created: 1 month ago
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
Pride and Prejudice
D
The Old Man and the Sea
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরন: Novel
-
ভাষা: English
-
প্রকাশকাল: 1859
-
Setting: London এবং Paris
-
Theme: ফরাসী বিপ্লব এবং মানুষের সামাজিক-রাজনৈতিক সংগ্রাম
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Lucie Manette তার বাবাকে Doctor Alexandre Manette জীবিত অবস্থায় খুঁজে পান।
-
Doctor Manette অতীতের অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রের কারণে জেলে ছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর Lucie তাকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে Lucie পরিচিত হন Charles Darnay-এর সঙ্গে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও অতীতের পাপের জন্য অনুতপ্ত।
-
Sydney Carton একজন পারিবারিক বন্ধু, যিনি Lucie-কে ভালোবাসেন এবং নিজের ত্যাগের মাধ্যমে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখযোগ্য চরিত্র
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
বিখ্যাত উক্তি
-
প্রথম লাইন:
“It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.” -
শেষ লাইন:
"It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known."
Charles Dickens
-
বিখ্যাত British novelist, Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।
উল্লেখযোগ্য রচনা
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
Options:
-
খ) Great Expectations — লেখক: Charles Dickens
-
গ) Pride and Prejudice — লেখক: Jane Austen
-
ঘ) The Old Man and the Sea — লেখক: Ernest Hemingway
Source: Live MCQ Lecture, Britannica.com
0
Updated: 1 month ago