নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায়?
A
মস্কো
B
সাংহাই
C
ওয়াশিংটন
D
দিল্লী
উত্তরের বিবরণ
ব্রিকসভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংক মূলত উদীয়মান অর্থনীতিগুলোকে উন্নয়ন প্রকল্পে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করে। ব্যাংকের সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত, যা এশিয়ার অর্থনৈতিক কেন্দ্রগুলোর একটি হিসেবে পরিচিত।
-
ব্যাংকটি ২০১৪ সালে ব্রাজিলের ফোরটালেজা সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়
-
সদস্য দেশগুলোর মধ্যে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত
-
উন্নয়ন সহায়তার পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে
-
পরিবেশবান্ধব, টেকসই ও অবকাঠামো প্রকল্পকে অগ্রাধিকার দেয়
0
Updated: 18 hours ago
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 hours ago
A
লন্ডন
B
ওয়াশিংটন
C
নিউইয়র্ক
D
প্যারিস
জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত, যেখানে সংস্থার সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদসহ প্রধান প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এটি আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি রক্ষা এবং মানবাধিকার উন্নয়নে বৈশ্বিক কেন্দ্র হিসেবে কাজ করে।
• এই সদর দপ্তর ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর নিউইয়র্কে স্থাপন করা হয় এবং ভবন নির্মাণ সম্পন্ন হয় ১৯৫২ সালে।
• এখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি বৈঠক, সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণে অংশগ্রহণ করে।
• নিউইয়র্ক ছাড়াও জেনেভা, ভিয়েনা ও নাইরোবিতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ আঞ্চলিক দপ্তর রয়েছে, তবে মূল কেন্দ্র নিউইয়র্কেই।
0
Updated: 2 hours ago
WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
জেনেভা
B
ওয়াশিংটন
C
নিউইয়র্ক
D
ভিয়েনা
WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ সংক্রান্ত বৈশ্বিক সংস্থা, যার পূর্ণরূপ World Intellectual Property Organization। এটি জাতিসংঘের স্ব-অর্থায়ন সংস্থা এবং ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে।
-
প্রধান তথ্য:
-
সংস্থা আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক সম্পদের রক্ষা, নীতি নির্ধারণ ও সহযোগিতার মাধ্যমে উদ্ভাবন ও সৃজনশীলতা উৎসাহিত করে।
-
এটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে কাজ করে এবং এর বাজেট স্ব-অর্থায়িত।
-
-
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর:
-
জেনেভা: WLO, WTO, WHO, WMO, WIPO, ILO, ITU, ITC, UNCTAD, UNITAR, UNHCR
-
ওয়াশিংটন ডিসি: IDA, IMF, IFC, IBRD, ICSID, MIGA, OAS
-
ভিয়েনা: UNIDO, UNODC, IAEA, СТВТО
-
হেগ: ICJ, OPCW
-
0
Updated: 1 month ago
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর-
Created: 1 month ago
A
ইউকোসুক
B
সুবিক বে
C
হাওয়াই
D
আলাস্কা
সপ্তম নৌবহর হলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে সর্ববৃহৎ নেভাল ফোর্স, যা যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের অংশ। এটি বর্তমানে জাপানের ইয়াকোসুতে প্রধান ঘাঁটি স্থাপন করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের অন্তর্ভুক্ত।
-
১৯৭১ সালের ১০ ডিসেম্বর সপ্তম নৌবহরের কয়েকটি জাহাজ নিয়ে 'টাস্কফোর্স ৭৪' গঠন করা হয়।
-
জাহাজগুলো সিঙ্গাপুরে একত্রিত হয়ে বঙ্গোপসাগর অভিমুখে যাত্রা শুরু করে।
-
প্রধান জাহাজগুলো:
-
USS Enterprise
-
USS Tripoli, যা একটি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ।
-
সপ্তম নৌবহর যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কৌশলগত উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 1 month ago