'রপ্তানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
A
তুর্কি
B
ফরাসি
C
পর্তুগিজ
D
ফারসি
উত্তরের বিবরণ
রপ্তানি (বিশেষ্য পদ)
– এটি একটি ফারসি ভাষার শব্দ।
– অর্থ: পণ্য বিক্রির উদ্দেশ্যে বিদেশে পাঠানো।
ফারসি ভাষা থেকে আসা আরও কিছু বাংলা শব্দের উদাহরণ:
খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, জিন্দা, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
ভাষার মূল উপাদান কোনটি?
Created: 2 weeks ago
A
ধ্বনি
B
শব্দ
C
বাক্য
D
অর্থ
ভাষার মূল উপাদান- ‘ধ্বনি’। তাছাড়া, বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম – শব্দ। ভাষার মূল উপকরণ/প্রাণ – বাক্য। ভাষার মূল উপদান/ক্ষুদ্রতম একক – ধ্বনি এবং বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

0
Updated: 2 weeks ago
উপভাষার অপর নাম কী?
Created: 1 month ago
A
মান্য ভাষা
B
আঞ্চলিক ভাষা
C
প্রমিত ভাষা
D
প্রচলিত ভাষা
উপভাষা
-
আঞ্চলিক ভাষার আরেক নাম উপভাষা।
-
এটি প্রমিত ভাষার পাশাপাশি অঞ্চলভেদে প্রচলিত হয়।
-
পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক উপভাষা ব্যবহৃত হয়।
-
প্রমিত ভাষা ও উপভাষার পার্থক্য ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণ কাঠামোয় নিহিত।
-
প্রমিত ভাষা সর্বস্তরে ও লিখিতভাবে ব্যবহৃত হলেও উপভাষা কেবল নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে সীমিত।

0
Updated: 1 month ago
দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের দৃষ্টান্ত কোনটি?
Created: 1 month ago
A
কাঁচকলা
B
চালাকচতুর
C
দুঃশাসন
D
মহাত্মা
• দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের উদাহরণ: চালাকচতুর।
--------------------
• কর্মধারয় সমাস:
বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানরূপে প্রাধান্য পায় তাকে 'কর্মধারয়' সমাস বলে। কর্মধারয় সমাসে সাধারণত বিশেষণ পদ আগে বসে।
যেমন:
- ফুলের মতো কুমারী = ফুলকুমারী,
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
সমাসবদ্ধ শব্দে বিশেষ্য ও বিশেষণের অবস্থানগত পার্থক্য নির্দেশ করে কিছু উদাহরণ:
(বিশেষণ+ বিশেষ্য):
কাঁচা যে কলা = কাঁচকলা;
দুঃ যে শাসন = দুঃশাসন;
মহৎ যে আত্মা = মহাত্মা।
(বিশেষণ+ বিশেষণ):
যে চালাক সেই চতুর = চালাকচতুর,
যা কাঁচা তা-ই মিঠা = কাঁচামিঠা (কাঁচামিঠে)।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago