নাসিক্য বর্ণ কোনটি?
A
শ
B
হ
C
ল
D
ম
উত্তরের বিবরণ
নাসিক্য বর্ণ
যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস মুখ ও নাক দিয়ে বা শুধু নাক দিয়ে বের হয়, সেগুলোকে বলে নাসিক্য ধ্বনি। এই ধ্বনিগুলোর প্রতীক যে বর্ণগুলোর মাধ্যমে প্রকাশ পায়, সেগুলোকে বলে নাসিক্য বর্ণ।
উদাহরণ: ঙ, ঞ, ণ, ন, ম।
উষ্ম ব্যঞ্জন
যেসব ধ্বনি উচ্চারণে মুখ থেকে হালকা উত্তাপের অনুভূতি হয়, সেগুলোকে বলে উষ্ম ধ্বনি।
উদাহরণ: স, শ, হ।
পার্শ্বিক ব্যঞ্জন
যেসব ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মাঝখান দিয়ে বাধা দেয় কিন্তু দুই পাশে বাতাস বের হয়, সেগুলোকে বলে পার্শ্বিক ধ্বনি।
উদাহরণ: ল।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)

0
Updated: 2 months ago
কানে কানে যে কথা = কানাকানি- এখানে ‘কানাকানি’ কোন ধরনের বহুব্রীহি সমাস?
Created: 2 weeks ago
A
সমানাধিকরণ বহুব্রীহি
B
ব্যতিহার বহুব্রীহি
C
ব্যধিকরণ বহুব্রীহি
D
মধ্যপদলোপী বহুব্রীহি
এ সমাসে পূর্বপদে 'আ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয়। যথা: হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি, কানে কানে যে কথা= কানাকানি।

0
Updated: 2 weeks ago
কোনটি সঠিক?
Created: 1 month ago
A
গোয়ালা-গোয়ালীনি
B
শ্বেতাঙ্গ-শ্বেতায়ঙ্গিনী
C
ঠাকুর-ঠাকুরানি
D
ধনী-ধনীনি
শব্দের শেষে '-আনি'/'আনী' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
-
শূদ্র → শূদ্রানী
-
অরণ্য → অরণ্যানী
-
ঠাকুর → ঠাকুরানি
শব্দের শেষে '-ইনী' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
-
গোয়ালা → গোয়ালিনী
-
শ্বেতাঙ্গ → শ্বেতাঙ্গিনী
-
ধনী → ধনিনী
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি

0
Updated: 1 month ago
অনুবাদের পারদর্শিতা কীসের ওপর নির্ভরশীল?
Created: 2 weeks ago
A
পড়াশোনার ওপর
B
ভাষান্তরের ওপর
C
নির্ধারণের ওপর
D
অভ্যাসের ওপর
অনুবাদের পারদর্শিতা বা দক্ষতা কেবল পড়াশোনা বা ভাষান্তরের জ্ঞান দিয়ে হয় না। নিয়মিত অনুশীলন ও অভ্যাসের মাধ্যমেই একজন অনুবাদক ধীরে ধীরে দক্ষ হয়ে ওঠে।
যত বেশি অনুবাদ করা হয়, তত বেশি শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়, বাক্যগঠন ও ভাবান্তরের কৌশল আয়ত্তে আসে। তাই অনুবাদের ক্ষেত্রে অভ্যাসই পারদর্শিতা অর্জনের প্রধান শর্ত।

0
Updated: 2 weeks ago