জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
A
২৪
B
৮
C
১৫
D
১৭
উত্তরের বিবরণ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG (Sustainable Development Goals) হলো জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক উন্নয়ন কাঠামো, যা বিশ্বের দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য হ্রাস এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। এসব লক্ষ্য অর্জনের নির্ধারিত সময়কাল ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত, অর্থাৎ মোট ১৫ বছর।
• SDG মোট ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি উপ-লক্ষ্য নিয়ে গঠিত, যা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে।
• এই লক্ষ্যসমূহের সূচনা ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় গৃহীত হয় এবং ২০১৬ সালে কার্যকর হয়।
• SDG পূর্ববর্তী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG)-এর বিস্তৃত ও উন্নত সংস্করণ হিসেবে বিবেচিত।
• ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।
0
Updated: 8 hours ago
SDG জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়?
Created: 2 weeks ago
A
৫৫তম
B
৭০তম
C
৭২তম
D
৭৩তম
Sustainable Development Goals SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে 'Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত। SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
0
Updated: 2 weeks ago
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGS) কয়টি?
Created: 2 days ago
A
১৭
B
১৮
C
১৯
D
২১
SDGs বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো বৈশ্বিক উন্নয়ন কাঠামো, যা মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং পরিবেশ সুরক্ষাকে কেন্দ্র করে গৃহীত হয়। এটি পূর্ববর্তী MDGs-এর ধারাবাহিকতায় একটি উন্নত, বিস্তৃত ও সমন্বিত লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা।
• ২৫ সেপ্টেম্বর ২০১৫ সালে জাতিসংঘের ৭০তম অধিবেশনে “Transforming our world: The 2030 Agenda for Sustainable Development” নামে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
• SDGs বাস্তবায়নের সময়কাল ২০১৬–২০৩০ নির্ধারণ করা হয়েছে।
• এতে মোট ১৭টি মূল লক্ষ্য ও ১৬৯টি উপ–লক্ষ্য রয়েছে, যা দারিদ্র্য, শিক্ষা, বৈষম্য, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ন্যায়বিচার ও টেকসই অর্থনীতি নিয়ে গঠিত।
• SDGs বাস্তবায়নে বৈশ্বিক অংশীদারিত্ব ও রাষ্ট্রগুলোর সক্রিয় সহযোগিতা অপরিহার্য।
0
Updated: 2 days ago
এসডিজি (SDG)-এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
Created: 1 day ago
A
৪
B
১
C
৬
D
৭
সাধারণ জ্ঞান
SDG- Sustainable Development Goals(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক উন্নয়ন কাঠামো, যেখানে মোট ১৭টি লক্ষ্য রয়েছে। এর মধ্যে SDG Goal 4 হলো “Quality Education”, অর্থাৎ স人人ের জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আজীবন শিক্ষার সুযোগ তৈরি করা। এই লক্ষ্য শিক্ষা অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয়।
● এই লক্ষ্যের মূল উদ্দেশ্য হলো শিক্ষায় সমতা নিশ্চিৎ করা এবং শিক্ষার মান উন্নয়ন করা।
● শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূর করা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুযোগ বাড়ানো এ লক্ষ্যভুক্ত।
● দক্ষ মানবসম্পদ গঠন, প্রযুক্তি শিক্ষার প্রসার এবং প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রবেশাধিকার নিশ্চিত করাও এতে অন্তর্ভুক্ত।
0
Updated: 1 day ago