স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
A
লর্ড ব্যাডেন পাওয়েল
B
লর্ড মুরিং
C
লর্ড স্টিফেন
D
লর্ড কার্জন
উত্তরের বিবরণ
স্কাউট আন্দোলন বিশ্বের অন্যতম জনপ্রিয় যুব সংগঠন, যা তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলে। এই আন্দোলনের সূচনা করেন ইংল্যান্ডের নাগরিক লর্ড ব্যাডেন পাওয়েল এবং এর আনুষ্ঠানিক সূচনা হয় ১৯০৭ সালে। তাঁর অভিজ্ঞতা, সামরিক জীবন ও শিশু-কিশোরদের চরিত্র গঠনের চিন্তাধারা থেকেই স্কাউট আন্দোলনের জন্ম।
• ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউনসি আইল্যান্ডে প্রথম পরীক্ষামূলক স্কাউট ক্যাম্প আয়োজন করা হয়
• আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল আত্মনির্ভরশীলতা, নেতৃত্ব, দলগত কাজ ও দেশপ্রেম গড়ে তোলা
• পরবর্তীতে ১৯০8 সালে “Scouting for Boys” বই প্রকাশের মধ্য দিয়ে স্কাউট আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে
• বর্তমানে এই আন্দোলন আন্তর্জাতিকভাবে World Organization of the Scout Movement (WOSM) দ্বারা পরিচালিত
0
Updated: 8 hours ago