পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা-
A
ফরিদুল আলম
B
মাকসুদুল আলম
C
শহীদুল আলম
D
মোঃ জলিল
উত্তরের বিবরণ
বাংলাদেশে পাট গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ২০১০ সালে পাটের জিনোম উন্মোচন করেন ড. মাকসুদুল আলম। তাঁর এই সাফল্য দেশে বায়োটেকনোলজি গবেষণাকে নতুন মাত্রা দেয় এবং পাট উৎপাদন, প্রক্রিয়াকরণ ও জাত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।
• পাটের জিনোম উন্মোচনের মাধ্যমে রোগ প্রতিরোধী ও উচ্চমানের পাটের জাত উদ্ভাবনের সুযোগ তৈরি হয়
• এই গবেষণা কৃষিভিত্তিক অর্থনীতিতে পাটের বৈজ্ঞানিক মূল্য বৃদ্ধি করে
• ড. মাকসুদুল আলম একইসঙ্গে ফাইবার মাশরুম ও জীবাণু Xanthomonas oryzae নিয়ে আন্তর্জাতিকমানের গবেষণার জন্য পরিচিত
• তাঁর এই অর্জন বাংলাদেশকে বিশ্বে জিনোম গবেষণায় অন্যতম অগ্রগামী দেশের অবস্থানে নিয়ে যায়
0
Updated: 8 hours ago
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Created: 2 days ago
A
মানিকগঞ্জ
B
রংপুর
C
ঢাকা
D
পাবনা
বাংলাদেশে পাট উৎপাদন ও গবেষণার উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয় বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান, যা দেশের অর্থনীতি ও কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গবেষণা কেন্দ্রের মাধ্যমে পাটের উন্নত জাত উদ্ভাবন, বীজ সংরক্ষণ, রোগ প্রতিরোধী প্রজাতি উন্নয়ন এবং শিল্পে ব্যবহার উপযোগী প্রযুক্তি উদ্ভাবন করা হয়। পাট গবেষণায় বৈপ্লবিক অগ্রগতি আসে জিনোম উন্মোচনের মাধ্যমে, যা বিশ্বব্যাপী প্রশংসিত।
• বাংলাদেশের পাট গবেষণা কেন্দ্র ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত।
• কেন্দ্রটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়।
• পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন ড. মাকসুদুল আলম, যা বিশ্বে দ্বিতীয় উদ্ভিদের জিনোম উন্মোচন হিসেবে পরিচিত।
• এই গবেষণা বাংলাদেশের পাটশিল্প পুনরুজ্জীবনে সহায়ক ভূমিকা রাখে।
0
Updated: 2 days ago
বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪]
Created: 1 month ago
A
মুন্সিগঞ্জ
B
ময়মনসিংহ
C
ঠাকুরগাঁও
D
ফরিদপুুর
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুযায়ী:
-
পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর
-
২০২৩-২৪ সালে ফরিদপুরে মোট ১৪.১৮৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
-
মোট পাট উৎপাদন: ১২,৩৭৩২০ মেট্রিক টন।
-
অন্য ফসলের উৎপাদনে শীর্ষ জেলা:
-
ধান: ময়মনসিংহ
-
গম: ঠাকুরগাঁও
-
ভূট্টা: দিনাজপুর
-
তুলা: ঝিনাইদহ
-
চা: মৌলভীবাজার
-
তামাক: কুষ্টিয়া
-
আলু: রংপুর
0
Updated: 1 month ago
পাটের জিনোম আবিষ্কার করেন কে?
Created: 2 months ago
A
আহসান কবীর
B
মাহমুদুর রহমান
C
মাকসুদুল আলম
D
মাহমুদ কবীর
বিজ্ঞানী মাকসুদুল আলম
-
মাকসুদুল আলম ছিলেন একজন জিনতত্ত্ববিদ।
-
জন্ম: ১৪ ডিসেম্বর ১৯৫৪, মাদারীপুর।
-
জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে প্রাণরসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
-
তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেটাসফটের গবেষকদের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালে পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচিত হয়।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
0
Updated: 2 months ago